For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

উজ্বল ত্বক পেতে বাড়িতে তৈরি ফেস সিরাম ব্যবহার করুন, রইল তৈরির পদ্ধতি

|

ত্বককে সুন্দর ও উজ্জ্বল রাখতে প্রত্যেক মহিলাই ফেস সিরাম ব্যবহার করেন। সাধারণত আমরা দোকান থেকেই সিরাম কিনে থাকি। তবে আপনি কি জানেন যে বাড়িতেও সিরাম তৈরি করা যায়। তাহলে আসুন জেনে নিই কীভাবে ফেস সিরাম বানাবেন।

Use Homemade Face Serum For Glowing Skin At Home

কীভাবে ফেস সিরাম তৈরি করবেন

কীভাবে ফেস সিরাম তৈরি করবেন

২ টেবিল চামচ অ্যালোভেরা জেল

২ টেবিল চামচ গোলাপ জল

২টো ভিটামিন-ই ক্যাপসুল

একটি বাটিতে অ্যালোভেরা জেল এবং গোলাপজল ভাল করে মিশিয়ে নিন। এতে ভিটামিন-ই ক্যাপসুল দিন। সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে একটি বোতলে সিরামটি ভরে রাখুন।

ফেস সিরাম ব্যবহারের সঠিক নিয়ম

ফেস সিরাম ব্যবহারের সঠিক নিয়ম

এই ঘরোয়া সিরামটি মুখে দু'বার প্রয়োগ করতে পারেন। মুখ ভাল করে ধুয়ে নেওয়ার পরে এটি মুখে ভাল করে লাগিয়ে নিন এবং ম্যাসাজ করুন। ১৫ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন।

ঘরোয়া সিরামের উপকারিতা

ঘরোয়া সিরামের উপকারিতা

অ্যালোভেরা এবং গোলাপ জল দিয়ে সিরাম তৈরি করা হয়, যার কারণে ত্বকে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। তাই, আপনি অনায়াসে এই সিরাম ব্যবহার করতে পারেন। ফেস সিরামে গোলাপ জল, অ্যালোভেরা জেল ও ভিটামিন ই ব্যবহার করা হয়, যে কারণে ত্বক উজ্জ্বল হয়।

গোলাপ জলের উপকারিতা

গোলাপ জলের উপকারিতা

গোলাপ জলে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে, যা ত্বকের ব্রণ, পিম্পল দূর করে। ফেসিয়াল ক্লিনজারের মতো গোলাপজল ব্যবহার করা হয়। গোলাপজল ত্বকের পিএইচ স্বাভাবিক রাখতেও সহায়ক।

ভিটামিন-ই এর উপকারিতা

ভিটামিন-ই এর উপকারিতা

ভিটামিন-ই ত্বকে পুষ্টি যোগায়। ভিটামিন-ই ব্যবহারে মুখ উজ্জ্বল ও পরিষ্কার হয়।

অ্যালোভেরার উপকারিতা

অ্যালোভেরার উপকারিতা

ময়েশ্চারাইজারের মতো করে অ্যালোভেরা ব্যবহার করা হয়। অ্যালোভেরা জেল ডার্ক সার্কেল কমাতে ব্যবহৃত হয়। অ্যালোভেরা জেল ত্বককে পরিষ্কার এবং উজ্জ্বল করে।

আরও পড়ুন : চুল পড়া কমাতে ব্যবহার করুন পেঁয়াজের তেল, দেখুন তৈরির পদ্ধতি

English summary

Use Homemade Face Serum For Glowing Skin At Home

Here We Are Talking About Homemade Face Serum, How To Make DIY Face Serum At Home For Glowing Skin. Read On.
X
Desktop Bottom Promotion