For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ত্বকে টমেটো রসের উপকারিতা

By Tulika Ghoshal
|

শীতকালে, ত্বক শুষ্ক হয়ে যায়. মুখে ময়েশ্চারাইজার বা তেল প্রয়োগ করলে আপনার মুখ তৈলাক্ত ও চ্যাটচ্যাটে হয়ে যায়| আমাদের মধ্যে অনেকেরই তৈলাক্ত ত্বক আছে আর এই সব প্রসাধন মুখে মাখলে আরও অবস্থার অবনতি হয়| এই রকম সময়ে আপনার তৈলাক্ত ত্বকের যত্ন নিতে কিছু ঘরোয়া পদ্ধতি চেষ্টা করতে পারেন|

অনেক প্রাকৃতিক উপাদান আছে যা আপনি তৈলাক্ত ত্বকের চিকিৎসার জন্য ব্যবহার করতে পারেন| উদাহরণস্বরূপ, টমেটো হল সেরা উপাদান যা দিয়ে তৈলাক্ত ত্বকের চিকিৎসা করা হয়|এটা অন্যতম প্রধান উপাদান যা প্রত্যেক রান্নাঘরে পাওয়া যায়|এছাড়া রান্নায় ব্যবহারের সাথে সাথে টমেটো সৌন্দর্য্য চর্চায় বেশ পরিচিত| মুখের জন্য অনেক ঘরোয়া প্যাকে এটি ব্যবহার করা হয়ে থাকে|

টমেটো একটি প্রাকৃতিক সংকোচক(অস্ট্রিঞ্জেন্ট)যা আপনার ত্বকের ছিদ্র পরিষ্কার করতে সাহায্য করে|টমেটো এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টসমূহ যা আপনার ত্বক কে দীর্ঘক্ষণের জন্য তরুণ এবং তাজা দেখাতে সাহায্য করে|

আপনি গোটা টমেটো মুখে ব্যবহার করতে পারেন অথবা থেঁতো করে টমেটোর রস লাগিয়ে নিতে পারেন| শুধু টমেটো নয়, এটার রসও ত্বকের জন্য অত্যন্ত ভালো| মুখের ওপর প্রয়োগ করা টমেটোর রস দীর্ঘ ছিদ্র নিরাময় করে, ত্বক থেকে ব্রণ এবং গাঢ় দাগ কমাতে সাহায্য করে|সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, তৈলাক্ত ত্বকের স্বাভাবিক প্রতিকার হিসেবে টমেটোর রস সবচেয়ে সেরা| এখানে কিছু ত্বকের উপর টমেটোর রস ব্যবহারের ঘরোয়া প্রতিকার দেওয়া হল|

বড় ছিদ্র সংকুচিত করে

বড় ছিদ্র সংকুচিত করে

বড় ছিদ্রে ধুলো বালি যাবার সম্ভবনা থাকে এবং তা থেকে সংক্রমণও হতে পারে|টমেটোর রস ত্বকের বড় ছিদ্র সংকুচিত করে উপকার করে| টমেটোর রসের সাথে লেবুর রস মেশান এবং তাতে তুলোর পুটুলি ভিজিয়ে সারা মুখে প্রয়োগ করুন|

ব্রণ হ্রাস করে

ব্রণ হ্রাস করে

এটি অত্যন্ত প্রচলিত ত্বকের সমস্যা যা টমেটো রসের ব্যবহারে উপকার পাওয়া যায়|টমেটোয় প্রাকৃতিক এসিড এবং ভিটামিন আছে যা স্বাভাবিকভাবেই ব্রণ হ্রাস করে|একটি টমেটো থেকে রস বের করে নিন এবং মুখের ওপর প্রয়োগ করুন|কুড়ি মিনিটের জন্য রেখে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন|

তৈলাক্ত ত্বক ভালো রাখে

তৈলাক্ত ত্বক ভালো রাখে

তৈলাক্ত ত্বক সত্যিই অস্বস্তিকর ও লজ্জাজনক হতে পারে|সুতরাং, টমেটোর রস দিয়ে মুখে মালিশ করুন|টমেটো রসের সাথে লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে নিন|পনেরো থেকে কুড়ি মিনিট রেখে মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন|

গ্রীস্মকালীন পোড়া ঘা (সামার বার্নস)নিরাময় করে

গ্রীস্মকালীন পোড়া ঘা (সামার বার্নস)নিরাময় করে

গ্রীস্মকালীন পোড়া ঘায়ের সঙ্গে মোকাবেলা সত্যিই বিরক্তিজনক হতে পারে|টমেটোর রসে একটি শীতল প্রভাব কাজ করে যা গ্রীস্মকালীন পোড়া ঘায়ের চিকিৎসার জন্য পূর্ণাঙ্গ প্রতিকার হিসেবে বিবেচ্য|

রৌদ্রে তামাটেভাব কমায়

রৌদ্রে তামাটেভাব কমায়

ত্বকের তামাটেভাব খুব কুশ্রী দেখাতে পারে|ত্বকে টমেটো রসের ব্যবহারের সুবিধা হল, এটার প্রয়োগে ত্বকের তামাটেভাব কমে ও গাঢ় দাগ হালকা হয়|

প্রাকৃতিক সংকোচক(অস্ট্রিঞ্জেন্ট)

প্রাকৃতিক সংকোচক(অস্ট্রিঞ্জেন্ট)

ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ বলে টমেটোর রস প্রাকৃতিক সংকোচক হিসেবে পরিচিত|এছাড়া তৈলাক্ততা থেকে মুক্তির সাথে সাথে এটি ত্বক পরিষ্কার রাখে|

উজ্জ্ল ত্বক

উজ্জ্ল ত্বক

একটি সুশ্রী এবং ত্রুটিহীন ত্বকের অধিকারী হতে টমেটো রসের সাথে চন্দনের গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে প্রয়োগ করুন|এটা ক্লান্ত ত্বক কে সতেজ করে আপনাকে আরো উজ্জ্বল দেখাতে সাহায্য করবে|

English summary

টমেটো রস ত্বক | ত্বকে টমেটোর উপকারিতা | ব্রণ হ্রাস

During winters, the skin becomes dry. When you apply a moisturiser or oil on the face, it becomes too oily and greasy. There are many people who naturally have oily skin and applying such products just worsen the situation. This is where you need to try some home remedies to treat oily skin naturally.
X
Desktop Bottom Promotion