For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Holi 2022 : দোলের রং থেকে চুল-কে রক্ষা করবেন কীভাবে? রইল টিপস

|

হোলি মানেই প্রচুর মজা ও আনন্দ। আর, এই উৎসবের আনন্দ রং ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। মুখে, গালে রং মেখে একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেন শিশু থেকে বৃদ্ধ সকলেই। তবে আনন্দের মাঝে সর্বক্ষেত্রেই নিজেদের সাবধানতা অবলম্বন করা ও নিজেদের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। তাই এই রঙের উৎসবে আনন্দ করার পাশাপাশি যত্ন নিন নিজের চুলেরও।

Tips To Protect Your Hair This Holi

হোলির রঙে থাকা রাসায়নিকগুলি ক্ষতি করতে পারে আপনার চুলের গোড়াকে এবং রুক্ষ করে তুলতে পারে মাথার চুল-কে। কি ভাবছেন রং খেলবেন না? না! হাতছাড়া করবেন না বছর অপেক্ষাকৃত এই উৎসবটিকে। হতাশ না হয়ে উপভোগ করুন দোল। আপনার চুল রক্ষা করার উপায় দেবো আমরা। তাই, এই হোলিতে কীভাবে নিজেদের চুল রক্ষা করবেন বা যত্ন নেবেন রইল তার কিছু সহজ টিপস্।

১) চুলে তেল দিন

১) চুলে তেল দিন

বর্তমান দিনে চুলে তেল দেওয়া অনেকেই পছন্দ করেন না, বিশেষ করে সরিষা তেল। কিন্তু এই দোলে চুল বাঁচাতে দোলের আগের দিন কিংবা দোলের দিন সকালে মাথায় ভাল করে তেল দিন। এটি আপনার চুলকে ময়শ্চারাইজ করতে সহায়তা করে এবং চুলের মধ্যে লেগে থাকা রঙ তুলতেও সাহায্য করে। পাশাপাশি রঙের ক্ষতিকর রাসায়নিক প্রভাব থেকে রক্ষা করে চুলকে শক্তিশালী করে তোলে। সরিষা তেল না দিতে চাইলে নারকেল তেল প্রয়োগ করতে পারেন।

২) টুপি পরে রং খেলুন

২) টুপি পরে রং খেলুন

রং খেলার সময় টুপি বা শাওয়ার ক্যাপ পরে খেলুন। এতে আপনার চুলের গোড়ায় রং সরাসরি পৌঁছতে পারে না। চুল-কে রঙের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাতে এটি একটি অন্যতম উপায়।

ত্বক থেকে কিছুতেই হোলির রঙ উঠছে না? ব্যবহার করুন এই প্রাকৃতিক উপাদানগুলিত্বক থেকে কিছুতেই হোলির রঙ উঠছে না? ব্যবহার করুন এই প্রাকৃতিক উপাদানগুলি

৩) পুরনো রং এড়িয়ে চলুন

৩) পুরনো রং এড়িয়ে চলুন

রং খেলার আগে পুরনো রং বা আবির ব্যবহার করা এড়িয়ে চলুন। এটি চুলের পাশাপাশি ত্বকেরও ক্ষতি করে। যেকোনও পুরনো রং চুলের গোড়াকে নষ্ট করে দেয়। যার ফলে চুল পড়ার মতো সমস্যা দেখা দেয়। তাই এই হোলিতে এড়িয়ে চলুন পুরনো রং ও আবির।

রং খেলার পরে কী করবেন

১) শ্যাম্পু ব্যবহার করুন

১) শ্যাম্পু ব্যবহার করুন

রং খেলার পর চুল ধুতে দেরি করবেন না। প্রথমেই খালি জলে ভালো করে ধুয়ে নিন। তারপর শ্যাম্পু দিয়ে হালকা করে চুল ধুয়ে নিন। তবে জোর করে চুলের গোড়া থেকে রং তোলার চেষ্টা করবেন না। এতে চুলের গোড়ার ক্ষতি হয়। ১ থেকে ২ বার চুলে শ্যাম্পু করুন এবং চুল ভালো করে ধুয়ে নিন।

২) দই ও লেবু প্রয়োগ করুন

২) দই ও লেবু প্রয়োগ করুন

শ্যাম্পু করে চুল ধুয়ে নেওয়ার পরে পরিমাণমতো দই ও লেবুর রসের মিশ্রণটি লাগান। দই এবং লেবুর রসের মিশ্রণ চুল-কে ময়েশ্চারাইজ করতে এবং মসৃণ করতে সহায়তা করে।

১ টেবিল চামচ দই এর সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি চুলে লাগিয়ে তা ৩০ মিনিট রেখে দিন। পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

৩) ভিনেগার দিয়ে চুল ধুয়ে ফেলুন

৩) ভিনেগার দিয়ে চুল ধুয়ে ফেলুন

রং খেলার পর খালি জলে চুল ধুয়ে নিন। এরপর ভিনেগার ব্যবহার করে শ্যাম্পু করে নিন। ভিনেগার মাথার ত্বকের পিএইচ (PH) ভারসাম্য বজায় রাখতে এবং চুলের ক্ষতি মেরামত করতে সাহায্য করে।

৪ টেবিল চামচ জলের সঙ্গে ১ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে, পাঁচ থেকে দশ সেকেন্ডের জন্য মাথায় লাগিয়ে রাখুন। পরে জল দিয়ে ধুয়ে ফেলুন।

কীভাবে ব্যবহার করবেন লিকুইড লিপস্টিক? দেখে নিন এর উপায়কীভাবে ব্যবহার করবেন লিকুইড লিপস্টিক? দেখে নিন এর উপায়

৪) কন্ডিশনার ব্যবহার করুন

৪) কন্ডিশনার ব্যবহার করুন

হোলির রং-এর কারণে আমাদের চুল রুক্ষ এবং ক্ষতিগ্রস্ত হয়ে ওঠে। তাই শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার প্রয়োগ করুন। আপনি যদি উপরে উল্লেখ করা দই লেবুর রস না দেন তবে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। এটি চুলের গোড়া শক্ত করে এবং চুল-কে নরম রাখতে সাহায্য করে।

৫) তেল মালিশ করুন

৫) তেল মালিশ করুন

রং এর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে এবং চুলকে সুরক্ষিত রাখতে চুল ধোয়ার পরে চুলে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করুন। নারকেল তেলে থাকা ভিটামিন এ চুলের আর্দ্রতা ফিরিয়ে আনে এবং চুলের ক্ষতি থেকে রক্ষা করে।

English summary

Holi 2022 : Tips To Protect Your Hair This Holi

Holi makes us excited and anxious at the same time. Excited about playing holi and anxious about the harmful effects of the colours on our hair. Try these tips to protect your hair from the damage that is done by holi colours.
X
Desktop Bottom Promotion