For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) বয়স বাড়লেও ত্বক টানটান রাখার ঘরোয়া উপায়

By Oneindia Bengali Digital Desk
|

বয়স ধরে রাখতে সেটা সবচেয়ে জরুরি তা হল ত্বকের টানটান ভাব ধরে রাখা{ ত্বক টানটান থাকলে তবে তার বয়স ধরে রাখা সহজ হয়। [রোদের পোড়ার হাত থেকে ত্বককে বাঁচাবে এই খাবার]

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের স্থিতিস্থাপকতা কমতে থাকে। ফলে ত্বকে দাগছোপ বাড়তে থাকে ও ভাঁজ পড়তে শুরু করে যা বয়সকে অনেকটা বাড়িয়ে দেয়। [এই ঘরোয়া টোটকায় ফরসা হোন মাত্র ১০ দিনে]

এই সমস্যা থেকে বাঁচতে বাজার চলতি নানা প্রসাধনী ত্বকে ব্যবহার করলেও তা থেকে ফল পাওয়া যাই খুবই কম। তাই আলাদা উপায়ে এর হাত থেকে মু্ক্তি পাওয়া যেতে পারে। [স্বাভাবিক উপায়ে মুখের দাগ-ছোপ দূর করার উপায়]

নিচের স্লাইডে দেখে নিন, টানটান ত্বক কীভাবে পেতে পারেন ঘরোয়া টোটকা ব্যবহার করে। [নিজেকে সুন্দর রাখতে এই ১০ অদ্ভুৎ 'বিউটি ট্রিটমেন্ট' নাম শুনলে শিউরে উঠবেন!]

স্ট্রবেরি ও দই

স্ট্রবেরি ও দই

দইয়ের মধ্যে স্ট্রবেরি মিশিয়ে সেই মিশ্রণ মুখে মাখুন। এতে ত্বকের রক্ত সঞ্চালন ভালো হবে, উজ্জ্বল ও টানটান ত্বক পাবেন।

আভোকাডো

আভোকাডো

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এর মধ্যে দই মিশিয়ে মুখে মাখুন। কিছু সময় রেখে ধুয়ে ফেলুন।

আমন্ড অয়েল

আমন্ড অয়েল

আমন্ড অয়েলে রয়েছে ভিটামিন ই যা ত্বককে আর্দ্র রাখতে সহায়তা করে। ঝুলে পড়া চামড়া টানটান করতে এর জুড়ি নেই। মুখে পনেরো মিনিট আমন্ড অয়েল ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

পেপে

পেপে

পেপেতে থাকা উপাদান ত্বককে টানটান করে। পেপে চটকে নিয়ে সেই পেস্ট মুখে মাখুন{ কিছু সময় রেখে ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল

অলিভ অয়েল

ত্বক টানটান করতে অলিভ অয়েলও বেশ কার্যকর। সব ধরণের ত্বকে এটি মাখতে পারেন। এতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টস ত্বককে আর্দ্র রাখে ও টানটান করে।

ডিমের সাদা অংশ

ডিমের সাদা অংশ

ত্বককে টানটান করতে ডিমের সাদা অংশ বেশ কার্যকরী। এতে থাকা পুষ্টিগুণ ত্বকের অতিরিক্ত তেল বের করে দেয়। ডিমের সাদা অংশটি নিয়ে মুখে মাখুন। কিছু সময় রেখে ধুয়ে ফেলুন।

English summary

Tighten Your Skin Naturally

Tighten Your Skin Naturally
Story first published: Sunday, March 6, 2016, 14:21 [IST]
X
Desktop Bottom Promotion