For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মুখ ধোয়ার সঠিক পদ্ধতি

By Tulika
|

এটা বিশ্বাস করবেন কিনা জানিনা, তবে মুখ ধোয়ারও ভুল এবং সঠিক পদ্ধতি আছে! এবং আপনি কিভাবে মুখ ধুচ্ছেন তার ওপর নির্ধারণ করে দিনের শেষে আপনার ত্বক কেমন থাকবে|

মুখ ধোওয়া ব্যাপারটিকে সহজ মনে হলেও এটি কিন্তু আসলে একটি শিল্প| এটাই হল সবচেয়ে মৌলিক জিনিস যা আমাদের অধিকাংশকেই শিখতে হয়, কিন্তু আপনারা কি মুখ ধোয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে জানানে? উত্ত্র যদি না হয়, তাহলে এই প্রবন্ধটি পড়ে নিয়ে সঠিক পদ্ধতি সম্পর্কে জেনে নিন|

আপনি কি ভাবে মুখ ধুচ্ছেন এবং ত্বকের পরিচর্যা করছেন, তার ওপর নির্ধারণ করে কখন আপনার মুখে ব্রণ দেখা দেবে, এমনকি কত দ্রুত বা ধীরে আপনার ত্বকে বার্ধক্যের লক্ষণ দেখা দিতে পারে| সুতরাং, আন্টি-এজিং ট্ৰিটমেন্টে জীবন অর্জিত অর্থ ব্যয় না করে সঠিক মুখ ধোয়ার পদ্ধতি সম্পর্কে জেনে বনিতে ক্ষতি কী বলুন!

মুখ ধোয়ার এই ধাপগুলি আপনার ত্বককে রক্ষা করবে| আসুন দেনে নেওয়া যাক পদ্ধতিগুলি সম্পর্কে|

১. হাল্কা গরম জল ব্যবহার করুন:

১. হাল্কা গরম জল ব্যবহার করুন:

সর্বদা মুখ ধোয়া শুরু করার জন্য হাল্কা গরম জল ব্যবহার করুন। কারণ এতে ত্বকের ছিদ্র খুলতে সাহায্য করে, ত্বকের গভীরে গিয়ে চটচটে বা তরল পদার্থ দূর করে মুখ পরিষ্কার করে|

২. একটি মৃদু ফেস ওয়াশ ব্যবহার করুন:

২. একটি মৃদু ফেস ওয়াশ ব্যবহার করুন:

মুখ ধোয়ার জন্য একটি মৃদু ফেস ওয়াশ ব্যবহার করুন| যদি আপনার ত্বক শুষ্ক হয়, তাহলে মুখ ধোয়ার পর একটি ক্রিম ব্যবহার করুন, আর যদি আপনার স্কিন তৈলাক্ত হয়, তাহলে একটি জেল-ভিত্তিক ক্রিম লাগাতে পারেন| দিনে দুবার এমনভাবে মুখ ধুতে হবে।

৩. সপ্তাহে একদিন স্ক্র্যাব করুন:

৩. সপ্তাহে একদিন স্ক্র্যাব করুন:

সপ্তাহে শুধুমাত্র একবার স্ক্র্যাব করার প্রয়োজন রয়েছে| সুতরাং, প্রতিবার মুখ ধোয়ার সময় বেজায় ঘষাঘষি করার প্রয়োজন নেই|

৪. টোনার ব্যবহার করুন:

৪. টোনার ব্যবহার করুন:

মুখ ধোয়ার ঠিক পরেই একটি টোনার ব্যবহার করুন| টোনার ব্যবহার করার সময়, আপনার টি জোনের উপর ফোকাস করার চেষ্টা করবেন। কারণ মুখের বাকি অংশের তুলনায় এই এলাকায় সবচেয়ে বেশি যত্ন দরকার| টোনার, ত্বকের পিএইচ লেভেলকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনে|

৫. মোয়েশ্চারাইস:

৫. মোয়েশ্চারাইস:

সর্বদা মুখ ধোয়ার পরে মোয়েশ্চারাইস মাখতে ভুলবেন না| হয়ত এর আগেও অনেক বার এই কথা লেখা হয়েছে কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ একটা ফ্য়াকটার|

৬. চোখের নিচের অংশে কখনও ক্রিম লাগাতে ভুলবেন না:

৬. চোখের নিচের অংশে কখনও ক্রিম লাগাতে ভুলবেন না:

আপনার চোখের তলার এলাকাটি অত্যন্ত সংবেদনশীল। তাই তো এর অংশটিকে বেশি মাত্রায় আর্দ্র রাখা প্রয়োজন। তাই, মুখ ধোয়ার পর কখনই চোখের নিচে ক্রিম প্রয়োগ করতে ভুলবেন না|

English summary

মুখ ধোয়ার সঠিক পদ্ধতি | মুখ ধোয়ার পদ্ধতি | উজ্জ্বল ত্বক পেতে কিভাবে মুখ ধোবেন

Believe it or not, there is a right way and a wrong way to wash your face! And how you wash your face determines how your skin is at the end of the day.
Story first published: Tuesday, April 4, 2017, 9:29 [IST]
X
Desktop Bottom Promotion