For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান? এই চা পানের মাধ্যমে দিন শুরু করুন

|

বেশিরভাগ মানুষই চা পানের মাধ্যমেই দিন শুরু করে। সকালে ঘুমের আমেজ কাটাতে এবং এনার্জি বৃদ্ধির জন্য অনেকেই চা পান করে থাকেন। তবে চা কেবল ক্লান্তি দূর করে না, পাশাপাশি এটি আমাদের ত্বককেও উজ্জ্বল করতে সহায়তা করে।

Herbal Tea For Glowing Skin

আজ আপনাদের এমন কয়েকটি চায়ের কথা জানাব, যা আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে। তবে হার্বাল চায়ে কখনও দুধ ব্যবহার করবেন না।

গ্রিন টি

গ্রিন টি

গ্রিন টি পান করলে শরীরে ফ্যাট জমে না। এটি মুখের ত্বক উজ্জ্বল করে। তাই সৌন্দর্য বাড়ানোর জন্য এই চা দিয়ে দিন শুরু করুন।

বডি ডিটক্সের জন্য ব্ল্যাক টি পান করুন

বডি ডিটক্সের জন্য ব্ল্যাক টি পান করুন

দুধ চা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব একটা ভাল নয়। বরং গ্লোয়িং ত্বক পেতে ব্ল্যাক টি দিয়ে দিন শুরু করুন। ব্ল্যাক টি পান করলে হজম ঠিক থাকে, পাশাপাশি শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়।

এক কাপ জল, আধা চামচ চা পাতা, লেবুর রস নিন। জল গরম করে, এতে চা পাতা দিন। এই চায়ে চিনি ব্যবহার করবেন না। জল ফুটতে শুরু করলে, এটি ছেঁকে তাতে লেবুর রস মিশিয়ে নিন।

পুদিনা পাতার চা

পুদিনা পাতার চা

পুদিনা পাতার চা পান করলে ত্বক ফ্রেশ থাকে। স্ট্রেস কমাতে এবং গ্লোয়িং ত্বকের জন্য আপনি পুদিনা পাতার চা পান করতে পারেন।

কয়েকটা পুদিনা পাতা, আধা চা চামচ গোলমরিচ, আধা চা চামচ বিটনুন, দুই কাপ জল নিন। অল্প আঁচে জল গরম করুন। এতে পুদিনা পাতা, গোলমরিচ এবং বিট লবণ দিন। কিছুক্ষণ ফোটান। তারপরে এটি ছেঁকে পান করতে পারেন।

আরও পড়ুন : চুলের যত্নে কফি সবচেয়ে কার্যকর প্রাকৃতিক উপায়, দেখুন কীভাবে ব্যবহার করবেন

English summary

Start Your Morning With Herbal Tea For Glowing And Healthy Skin

Best tea to start your day for healthy and glowing skin and body detox. Read on.
X
Desktop Bottom Promotion