For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ঠোঁট সারাক্ষণ শুষ্ক লাগছে? ব্যবহার করুন ঘরে তৈরি লিপ মাস্ক, জেনে নিন তৈরির পদ্ধতি

|

ত্বকের যত্ন নিতে আমরা কত কীই না করি! কিন্তু ঠোঁটের দিকে সব সময় নজর দেওয়া হয়ে ওঠে না। কোথাও বেরোনোর সময় ঠোঁটে লিপস্টিক লাগালেও, ঠোঁটের পরিচর্যা নিয়ে আমরা তেমন মাথা ঘামাই না। সঠিক পরিচর্যার অভাবে শুধু শীতে নয়, গরমেও ঠোঁট রুক্ষ-শুষ্ক হয়ে ফাটতে শুরু করে, কালো ছোপ পড়ে যায়। এই সব সমস্যা থেকে মুক্তি পেতে লিপ মাস্ক ব্যবহার করতে পারেন।

Ways to Make Your Own DIY Lip Mask

লিপ মাস্ক ঠোঁটের শুষ্কতা কমিয়ে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে ও ঠোঁটের সমস্যাগুলি মুছে ফেলে পুনরায় লাবণ্য ফিরিয়ে আনে। দোকান থেকে না কিনে আপনি বাড়িতেই লিপ মাস্ক তৈরি করে ব্যবহার করতে পারেন। জেনে নিন, বাড়িতে কী ভাবে লিপ মাস্ক ব্যবহার করবেন -

টক দই এবং কিউই

টক দই এবং কিউই

দুই চা চামচ টক দইয়ের সঙ্গে এক চা চামচ কিউই পেস্ট মিশিয়ে নিন ভাল করে। পেস্টটি ঠোঁটে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর জলে ধুয়ে ফেলুন। এই লিপ মাস্ক ঠোঁট কোমল রাখতে সাহায্য করে। ঠোঁটের ত্বক ময়েশ্চারাইজ এবং উজ্জ্বল করে তোলে।

ব্রাউন সুগার, অলিভ অয়েল এবং মধু

ব্রাউন সুগার, অলিভ অয়েল এবং মধু

এক টেবিল চামচ ব্রাউন সুগারের সঙ্গে এক টেবিল চামচ মধু ও কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে নিয়ে ঠোঁটে লাগান। ৩-৪ মিনিট হালকা ম্যাসাজ করুন। তারপর আরও ১০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এবার লিপ বাম লাগিয়ে নিন।

এই মাস্ক ত্বকের মৃত কোষ দূর করে এবং ঠোঁট ভাল রাখে। এছাড়াও, ঠোঁট ময়েশ্চারাইজ করতে এবং তাদের কোমল রাখতে সাহায্য করে।

অ্যালোভেরা এবং চিনি

অ্যালোভেরা এবং চিনি

২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চা চামচ চিনি মিশিয়ে নিন। এই মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। তারপর আরও ২০ মিনিট রেখে ঠোঁট মুছে ফেলুন।

এই লিপ মাস্ক ফাটা ঠোঁটকে মসৃণ করতে সাহায্য করে। অ্যালোভেরা ত্বককে ময়শ্চারাইজ এবং নরম করে।

নরম গোলাপী ঠোঁট পেতে ব্যবহার করুন হলুদের লিপ বাম ও লিপ স্ক্রাব!নরম গোলাপী ঠোঁট পেতে ব্যবহার করুন হলুদের লিপ বাম ও লিপ স্ক্রাব!

মধু এবং নারকেল তেল

মধু এবং নারকেল তেল

এক চা চামচ নারকেল তেল হালকা গরম করে তাতে এক চা চামচ মধু মেশান। এই মিশ্রণটি ঠোঁটে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

মধু এবং শসা

মধু এবং শসা

এক চা চামচ মধু এবং ২ চা চামচ শসার পেস্ট একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগান। ১০ মিনিট পর জলে ধুয়ে ফেলুন।

এই লিপ মাস্ক ত্বককে ময়শ্চারাইজ, কোমল এবং উজ্জ্বল করে। এছাড়াও, সান ট্যান এবং বলিরেখা রোধ করতে পারে।

English summary

Simple Ways to Make Your Own DIY Lip Mask

Let us now take a look at some incredibly simple and effective diy lip mask recipes that you can prepare at home.
X
Desktop Bottom Promotion