For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নারকেল তেলের কন্ডিশনার ব্যবহারেই দূর হবে চুলের যে কোনও সমস্যা! দেখে নিন তৈরির পদ্ধতি

|

চুলের যে কোনও সমস্যা নিমেষেই দূর করতে নারকেল তেলের জুড়ি মেলা ভার। আমাদের মা-ঠাকুমারাও চুলের যত্নে নারকেল তেলের উপরই বেশি ভরসা করেন। এই তেলে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য থাকায় সহজেই খুশকি দূর হয় এবং চুল ফাটাও আটকায়। তাছাড়া, নারকেল তেল চুলে পুষ্টি যোগায় এবং চুল পড়া কমাতেও সাহায্য করে। শ্যাম্পু করার আগে যদি নারকেল তেল দিয়ে ম্যাসাজ করে নেওয়া যায়, তবে তা কন্ডিশনারের কাজ করে। শুধু চুল নয়, মাথার তালুও থাকে যত্নে। আপনি চাইলে নারকেল তেলের কন্ডিশনার বানিয়েও প্রয়োগ করতে পারেন।

এই আর্টিকেল থেকে জেনে নিন, নারকেল তেলের কন্ডিশনার তৈরির প্রক্রিয়া এবং এটি ব্যবহারের সঠিক পদ্ধতি -

DIY Coconut Oil Conditioner

নারকেল তেলের কন্ডিশনার তৈরির নিয়ম

উপকরণ

দুই টেবিল চামচ নারকেল তেল

এক টেবিল চামচ শিয়া বাটার

এক চা চামচ জোজোবা অয়েল

কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল

পদ্ধতি

১) মাইক্রোওয়েভ বা গ্যাসে শিয়া বাটার গলিয়ে নিন। তাতে নারকেল তেল, জোজোবা তেল এবং এয়েনশিয়াল অয়েল মেশান ভাল করে। মিশ্রণটি ফ্রিজে রাখুন বেশ কিছুক্ষণ।

২) এরপর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশ্রণটি নাড়ুন, যাতে পেস্টটি স্মুথ এবং ক্রিমি হয়ে যায়।

৩) কন্ডিশনার তৈরি হয়ে গেলে এয়ার টাইট কৌটোয় ভরে রেখে দিন। এটি ফ্রিজে রাখবেন যাতে গলে না যায়।

নারকেল তেলের কন্ডিশনার ব্যবহারের পদ্ধতি

১) আপনার পুরো চুল এবং মাথার ত্বকে পরিমাণমতো নারকেল তেলের হেয়ার কন্ডিশনার লাগিয়ে ম্যাসাজ করুন। শ্যাম্পু করার অন্তত আধা ঘণ্টা আগে এটি লাগিয়ে রাখুন। আপনি এটি সারারাতও লাগিয়ে রাখতে পারেন। তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন।

২) অল্প পরিমাণে এই কন্ডিশনার চুলে লাগান। তারপর উষ্ণ তোয়ালে জড়িয়ে রাখুন মাথায়। আধা ঘণ্টা কন্ডিশনারটি লাগিয়ে রাখুন। তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

English summary

Simple DIY Coconut Oil Conditioner Recipe for Soft Hair In Bengali

Simple DIY Coconut Oil Conditioner Recipe for Soft Hair. Read on.
Story first published: Saturday, April 16, 2022, 17:16 [IST]
X
Desktop Bottom Promotion