For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বৃষ্টিতে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয়? মেকআপ রক্ষা করতে মেনে চলুন এই টিপসগুলি

|

অফিস, কোনও নিমন্ত্রণ বা কোথাও ঘুরতে যাওয়ার আগে সব মেয়েরা একটু না একটু মেকআপ করেই থাকে। কিন্তু বর্ষার সময় মেকআপ করে বেরোনো খুব সহজ কাজ নয়। কারণ মেকআপ করে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই মেকআপ নষ্ট হয়ে যায়। বৃষ্টি এবং আর্দ্রতার কারণে মেকআপ বেশিক্ষণ মুখে থাকে না।

These tips and tricks will save your makeup from getting spoiled in water

আপনিও যদি কোনও সময় এই সমস্যায় পড়ে থাকেন এবং দ্বিতীয়বার এমনটা হওয়া থেকে বাঁচতে চান, তাহলে এই টিপসগুলি কাজে লাগান। বর্ষাকালে কীভাবে নিজের মেকআপ রক্ষা করবেন, জেনে নিন এই আর্টিকেল থেকে।

ওয়াটার বেসড ময়েশ্চারাইজার

ওয়াটার বেসড ময়েশ্চারাইজার

ত্বক ভাল রাখতে এবং হাইড্রেট রাখার জন্য ময়েশ্চারাইজার ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন যে, ময়শ্চারাইজার কেবল শীতকালে ব্যবহার করা উচিত, যেহেতু এই সময় ত্বক শুষ্ক হয়ে যায় ও ত্বকে টান ধরে। কিন্তু এটি একেবারেই ঠিক নয়, সব মরসুমেই ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে মেকআপ করুন, এতে মেকআপ ঠিকঠাক থাকে। আর বর্ষাকালে ওয়াটার বেসড ময়েশ্চারাইজার প্রয়োগ করুন, কারণ এটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে নেবে।

পাউডার বেসড মেকআপ

পাউডার বেসড মেকআপ

আপনার ত্বক যদি তৈলাক্ত হয়, তবে বর্ষায় পাউডার বেসড মেকআপ প্রোডাক্ট ব্যবহার করা উচিত। বৃষ্টির দিনে মুখের উপর অল্প পরিমাণে ফাউন্ডেশন এবং কনসিলার ব্যবহার করুন। মুখে পাউডার ফাউন্ডেশন ব্যবহার করুন। এতে আপনার মেকআপটি দীর্ঘ সময় থাকার পাশাপাশি ম্যাট ফিনিশ লুক দেবে। এছাড়াও, মেকআপ প্রয়োগের আগে প্রাইমারের ব্যবহার জরুরি।

শুষ্ক-রুক্ষ চুল মসৃণ ও জেল্লাদার করে তুলতে চান? ঘরে তৈরি হেয়ার কন্ডিশনার ব্যবহার করুন, দেখুন তৈরির পদ্ধতিশুষ্ক-রুক্ষ চুল মসৃণ ও জেল্লাদার করে তুলতে চান? ঘরে তৈরি হেয়ার কন্ডিশনার ব্যবহার করুন, দেখুন তৈরির পদ্ধতি

আই মেকআপ

আই মেকআপ

বৃষ্টির দিনে চোখে হালকা, পাউডার বেসড আইশ্যাডো ব্যবহার করুন। আপনার ত্বক যদি খুব তৈলাক্ত হয়, তবে লাইনার লাগানো উচিত নয়। কারণ বৃষ্টির দিনে লাইনার ছড়িয়ে যায়, যার কারণে পুরো চেহারা নষ্ট হয়ে যায়। লাইনারের পরিবর্তে কেবল কাজল লাগান। আপনি যদি লাইনারও প্রয়োগ করতে চান, তবে ওয়াটার প্রুফ লাইনার ব্যবহার করুন।

ম্যাট লিপস্টিক

ম্যাট লিপস্টিক

বর্ষাকালে আর্দ্রতা এবং ঘামের কারণে লিপস্টিক উঠে যেতে পারে। তাই বর্ষার সময় ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। এই লিপস্টিক দ্রুত স্প্রেড করে না এবং দীর্ঘ সময় ঠোঁটে থাকে।

English summary

Monsoon Makeup : These tips and tricks will save your makeup from getting spoiled in water

Monsoon Makeup Tips : Follow These Make up tips in monsoon season For Refreshing Makeup, makeup will not spread in the Rainy days. Read On.
Story first published: Monday, July 12, 2021, 17:20 [IST]
X
Desktop Bottom Promotion