For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্টে বিরাট ক্ষতি হতে পারে ত্বকের, জেনে নিন এর পার্শ্বপ্রতিক্রিয়া

|

গত কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট। বারবার ত্বকে ওয়াক্সিং এবং রেজার ব্যবহারের পরিবর্তে অনেকেই এখন লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট বেছে নিচ্ছেন। এই ট্রিটমেন্টের ফলে দীর্ঘ সময়ের জন্য অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পাওয়া যায় এবং চুলের বৃদ্ধিও কমে যায়। আবার এই পদ্ধতিকে চিরস্থায়ী বলেও দাবি করেন ডাক্তাররা। এক্ষেত্রে আলোর সাহায্যে রোমকূপের গোড়া নষ্ট করে দেওয়া হয়।

Laser Hair Removal Treatment Side Effects On Skin

আধুনিক লেজার পদ্ধতি যন্ত্রণাহীন। ব্যথা, কাটা-ছেঁড়া ছাড়াই অবাঞ্ছিত লোম থেকে সহজেই মুক্তি মেলে৷ বেশ কয়েক সপ্তাহ ধরে চলে এই থেরাপি এবং বেশ খরচ সাপেক্ষও। তবে আপনি হয়তো জানেন না, এই চিকিৎসার বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। আসুন জেনে নেওয়া যাক -

স্কিন ইনফেকশন

স্কিন ইনফেকশন

অনেক সময় হেয়ার রিমুভাল ট্রিটমেন্টের কারণে স্কিন ইনফেকশন হয়ে যায়। লেজার ট্রিটমেন্টের পরে যদি আপনার ত্বকে সংক্রমণ হয়, তবে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারও কারও ক্ষেত্রে স্কিন বার্নের সমস্যা হতে পারে৷

ত্বকে পিগমেন্টেশন

ত্বকে পিগমেন্টেশন

লেজার হেয়ার ট্রিটমেন্টের পর ত্বকের রং ডার্ক বা হালকা হতে পারে। আপনার ত্বক যদি হালকা কালারের হয়, তাহলে চুল অপসারণের ফলে ত্বকে ডার্ক স্পট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ত্বক ডার্ক হলে, হালকা দাগ-ছোপ হওয়ার সম্ভাবনা থাকে। তবে ত্বকের এই পরিবর্তন অস্থায়ী এবং এর জন্য খুব একটা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

জ্বালা এবং লালচে ভাব

জ্বালা এবং লালচে ভাব

লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্টের পরে ত্বকে জ্বালা এবং লালচেভাব দেখা দেওয়া একটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। অনেকের ক্ষেত্রেই লেজার ট্রিটমেন্টের পরে, ত্বকে লালচে ভাব এবং জ্বলন শুরু হয়। ত্বকে হালকা ফোলাভাবও লক্ষ্য করতে পারেন। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি খুবই সাধারণ। এগুলি সাধারণ ওয়াক্সিং-এর পরও দেখা দিতে পারে।

ফোলাভাব এবং ব্যথা কমাতে আপনি আইস প্যাক প্রয়োগ করতে পারেন। তবে অবস্থা খারাপ হতে থাকলে অবশ্যই ডাক্তার দেখান।

ত্বক ফাটতে শুরু করে

ত্বক ফাটতে শুরু করে

অনেক সময় লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্টের পর ত্বক ফাটতে শুরু করে। অনেকটা মাছের আঁশের মতো দেখতে লাগে ত্বক। এর পাশাপাশি ত্বকে চুলকানির সমস্যাও শুরু হয়। এর থেকে মুক্তি পেতে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

English summary

Laser Hair Removal Treatment Side Effects On Skin In Bengali

Here We Are Talking About Skin care Laser Hair Removal Treatment Side Effects On Skin In Bengali. Read On.
Story first published: Saturday, February 26, 2022, 17:45 [IST]
X
Desktop Bottom Promotion