For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চুলের যত্নে আর দামি পণ্য নয়, রান্নাঘরের এই ৭ উপাদান ব্যবহার করুন

|

চুলের পরিচর্যার জন্য আমরা বেশিরভাগ সময়ই বিভিন্ন দেশি-বিদেশি প্রোডাক্টের উপর ভরসা করি। কিন্তু দোকান থেকে কেনা প্রোডাক্টে কেমিক্যালের উপস্থিতির কারণে অনেক সময় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তাই বাড়িতেই প্রাকৃতিক উপায়ে চুলের পরিচর্যা করতে পারেন।

Kitchen ingredients that can solve all your hair issues

এমন অনেক জিনিস আমাদের রান্নাঘরেই মজুত থাকে, যা ঠিকভাবে ব্যবহার করলে আপনার চুলের ভালভাবেই দেখভাল করা সম্ভব। জেনে নিন, চুলের যত্নে কোন কোন ঘরোয়া উপাদান ব্যবহার করবেন।

আদা

আদা

গলা ব্যথা, সর্দি, কাশি নিরাময়ে আদা দারুণ কার্যকর। আদায় থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য এই সব সমস্যা থেকে মুক্তি দেয়। তবে আপনি কি জানেন আদা স্ক্যাল্পের নানা সমস্যাও দূর করতে পারে? আদায় অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকার কারণে খুশকি, স্ক্যাল্পে জ্বালা এবং চুলকানি থেকে মুক্তি দেয়।

লেবু

লেবু

লেবু হল ভিটামিন সি এর পাওয়ার হাউস, যা কোলাজেন উৎপাদন বাড়িয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। লেবু হেয়ার ফলিকলস শক্তিশালী করে এবং চুল পড়া কমায়। তাছাড়া, লেবু মাথার ত্বকে জমে থাকা ময়লা, তেল পরিষ্কার করে এবং খুশকিও কমায়।

পেঁয়াজের তেল

পেঁয়াজের তেল

চুল পড়া রোধ করতে ইদানিং পেঁয়াজের তেলের ব্যবহার খুব বেড়েছে। পেঁয়াজ সালফার সমৃদ্ধ, যা চুল ফাটা এবং চুল পড়া কমায়। পেঁয়াজের তেল স্ক্যাল্পে পুষ্টি যোগায় এবং চুল ভাল রাখে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় অকালে চুল পেকে যাওয়ার সমস্যাও বন্ধ হয়।

ডিম

ডিম

চুলের যত্নে ডিম কতটা উপকারি তা আমরা সকলেই জানি, এটি বায়োটিন এবং ফোলেটের মতো প্রোটিন সমৃদ্ধ, যা ক্ষতিগ্রস্থ চুল মেরামত করে এবং পুষ্টি যোগায়।

কারি পাতা

কারি পাতা

ধুলো, ময়লা, দূষণ হেয়ার ফলিকলের ছিদ্রগুলি আটকে রাখে, যে কারণে চুল পড়া ও স্ক্যাল্পে জ্বালা, চুলকানির সমস্যা দেখা দেয়। কারিপাতা স্ক্যাল্প পরিষ্কার রাখে এবং এই সকল সমস্যা দূর করতে পারে। কারিপাতা অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন খনিজ সমৃদ্ধ, যা চুল ও স্ক্যাল্পের জন্য দুর্দান্ত। চুল পড়া কমাতে কারিপাতার জুড়ি মেলা ভার।

অলিভ অয়েল

অলিভ অয়েল

লম্বা, সিল্কি চুল পেতে হলে অলিভ অয়েল ব্যবহার করুন। স্ক্যাল্পে এবং চুলে হালকা গরম অলিভ অয়েল লাগিয়ে মালিশ করুন কিছুক্ষণ। তারপর গরম জলে তোয়ালে ভিজিয়ে মাথায় জড়িয়ে রাখুন ১৫-২০ মিনিট। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।

দুধ

দুধ

দুধে উপস্থিত লিপিড এবং প্রোটিনের সংমিশ্রণ চুলকে মজবুত করে এবং ক্যালসিয়াম চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়াও, দুধে থাকা বেশ কিছু পুষ্টি উপাদান আমাদের চুলের জন্য দুর্দান্ত, যেমন - ভিটামিন এ, পটাসিয়াম, বি৬ এবং বায়োটিন।

English summary

Kitchen ingredients that can solve all your hair issues

Here are a few natural solutions to get salon-like hair with these kitchen ingredients. Read on.
Story first published: Thursday, August 4, 2022, 16:40 [IST]
X
Desktop Bottom Promotion