For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) জেনে নিন বয়স ধরে রাখার ৮টি ঘরোয়া উপায়

|

(ছবি) জেনে নিন বয়স ধরে রাখার ৮টি ঘরোয়া উপায়
যুগের সঙ্গে তাল মিলিয়ে সবাই চায় একটু ট্রেন্ডি, আর একটু স্মার্ট হতে। আর কী করলে নিজেকে সুন্দর দেখতে লাগবে, আয়নার সামনে নিজেকে দেখতে দেখতে তা ভেবেই সময় কেটে যায় অনেকের।

ইঁদুর দৌড়ের এই বাজারে রূপচর্চার করার মতো সময় অনেকের হাতেই থাকে না। তবে যুগের চাহিদায় ছেলে হোক কিংবা মেয়ে, সবাই চান নিজেকে সুন্দর করে তুলতে। এই ভাবনার অন্যতম প্রধান শর্ত কিন্তু নিজের বয়স ধরে রাখা। যাতে চল্লিশের কোঠা পেরলেও আপনাকে কমবয়সী বলেই ঠাহর করে আশেপাশের লোকেরা।

আর এটা করতে গেলে পার্লারেই শুধু বিউটি ট্রিটমেন্ট করলে হবে না। বাড়িতেও নিজের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। কম বয়সে বুড়িয়ে যাওয়া থেকে মুক্তি পেতে বাড়িতেই কিছু হোম মেড পদ্ধতি আপনাকে ব্যবহার হবে।

নিচের স্লাইডগুলিতে দেখে নিন কোন কোন জিনিস আপনার দুই কুড়ি বয়সকেও এক কুড়িতে নামিয়ে আনতে পারে।

ডিমের সাদা অংশ

ডিমের সাদা অংশ

ফেস প্যাকে ডিমের সাদা অংশ দিলে তা স্কিন টোনিংয়ের কাজ করে। মুখের কোচকানো ভাব কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। আপনি চাইলে ডিমের সাদা অংশের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ও গ্লিসারিন মিশিয়ে মাখতে পারেন। পনেরো মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন। তাতেই বেশ কাজ হবে।

দুধ

দুধ

সবার বাড়িতেই দুধ কমবেশি খাওয়া হয়। রান্না ছাড়াও চা করতে বা বাচ্চাদের খাওয়াতেও আমরা দুধ কিনি। নিয়মিত দুধ খাওয়া ছাড়াও এটি আপনি ত্বকে লাগাতে পারেন। এর মধ্যে ক্যালশিয়াম, ফ্যাট ইত্যাদি রয়েছে যা ত্বকের উপযোগী।

গাজর

গাজর

গাজরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকে লাগালে বয়সকে ধরে রাখতে সাহায্য করে। গাজর ধুয়ে, সেদ্ধ করে বেটে নিয়ে তাতে মধু ও হলুদ মিশিয়ে ১৫ মিনিট রেখে গরম জলে ধুয়ে ফেলুন। দারুণ ফল পাবেন।

শশা

শশা

ত্বকের যত্ন নিতে শশার মতো অব্যর্থ কিছু আর হয় না। চোখের কালো দাগ মেটাতে হোক বা ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানোই হোক, শশা একেবারে মোক্ষম বস্তু।

মধু

মধু

মধুর গুণগান গেয়ে শেষ করা যাবে না। ত্বকের যত্ন নিতে মধু অপরিহার্য। ত্বকের বয়স ধরে রাখাা, ঔজ্জ্বল্য বাড়ানো, পোড়া দাগ তোলা, সবেতেই আপনি মধু ব্যবহার করতে পারবেন।

গ্রিন টি

গ্রিন টি

মেদ ঝরাতে অনেকেই গ্রিন টি খাওয়ার পরামর্শ দেন। তবে অনেকেই জানেন না গ্রিন টি-তে রয়েছে এমন জিনি, যা বয়স ধরে রাখতে বিশেষ সাহায্য করে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বিশেষ সহায়ক। এক কাপ গরম জলে দুটি গ্রিন টি ব্যাগ দিয়ে সেটি ঠান্ডা হলে সেটি ত্বকে লাগান। আপনি চাইলে সেটি ডিপ ফ্রিজে রেখে আইস-কিউব বানিয়েও সেটি মুখে মাখতে পারেন, ভীষণ কাজে দেবে।

টক দই

টক দই

এই উপকরণটিও ত্বকের বিশেষ সহায়ক। এটি ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। প্যাকের মধ্যে মিশিয়ে তো মাখবেনই, এমনকী শুধু দই গুলিয়ে নিয়ে ত্বকে মাখলেও ফল পাবেন।

জল

জল

এই জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুস্থ থাকুন বা সুন্দর, জল আপনার সর্বক্ষণের সঙ্গী। বেশি পরিমাণে জল খান। নাহলে কোনও ত্বক পরিচর্যাই আপনার কাজে দেবে না। ত্বক শুকিয়ে যাবে যা আপনার সৌন্দর্যকে কমিয়ে দেবে।

English summary

Kitchen Ingredients For Beauty

Kitchen Ingredients For Beauty
Story first published: Thursday, May 14, 2015, 16:01 [IST]
X
Desktop Bottom Promotion