For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কীভাবে ঠোঁটে স্ক্রাব করবেন? দেখে নিন পদ্ধতিগুলি

|

আমরা সাধারণত মুখ, চুল বা দেহের যত্ন নিলেও ঠোঁটের দিকে আমরা অতটা নজর দিই না। কিন্তু, আপনি কি জানেন যে, ঠোঁটের যত্নও নেওয়া প্রয়োজন। কারণ, ঠোঁটও মুখের মধ্যেরই একটি অংশ। নরম ঠোঁট সবারই পছন্দের। তাই ঠোঁট স্ক্রাবিং-এর প্রয়োজন।

এক্সফোলিয়েশনের উপকারিতার সাথে আমরা সবাই পরিচিত। এটি মৃত এবং নিস্তেজ ত্বক অপসারণ করে এবং ত্বককে চাঙ্গা করে। ঠোঁটে স্ক্রাব করাও ঠোঁটের জন্য একইভাবে উপকারি। এটি মৃত ও শুষ্ক ত্বক থেকে মুক্তি দেয় এবং ঠোঁটকে নরম করে তোলে। এই নিবন্ধে, আমরা আপনাদের সাথে ঠোঁটে স্ক্রাব করার সুবিধা এবং এটি কীভাবে ব্যবহার করবেন তা শেয়ার করব।

How To Use Lip Scrub

ঠোঁট স্ক্রাবের উপকারিতা

ক)এটি ত্বককে নরম করে তোলে।

খ)এটি ফাটা ঠোঁট ঠিক করে।

গ)ঠোঁটকে হাইড্রেটেড রাখে।

ঘ)এটি লিপস্টিকটিকে আরও দীর্ঘ সময় ধরে রাখে।

ঙ)এটি শুষ্ক ঠোঁট ঠিক করে।

কীভাবে লিপ স্ক্রাব ব্যবহার করবেন

ঠোঁটের স্ক্রাব সঠিক উপায়ে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি করা খুব কঠিন নয়। ঠোঁটে স্ক্রাব করার জন্য ৫টি-পদক্ষেপই যথেষ্ঠ। দেখে নিন পদক্ষেপগুলি -

ক) ঠোঁট থেকে আগের মেক-আপ সরিয়ে ফেলুন এবং আলতো করে ধুয়ে ফেলুন।

খ) এবার অল্প পরিমাণে ঠোঁটের স্ক্রাব নিয়ে তা ঠোঁটের উপরে লাগান।

গ) প্রায় পাঁচ মিনিট ধরে আস্তে আস্তে আপনার ঠোঁটে স্ক্রাব করুন।

ঘ) স্ক্রাবিং হয়ে গেলে পরিষ্কার কাপড় দিয়ে স্ক্রাবটি মুছে ফেলুন এবং ঠোঁট ধুয়ে ফেলুন।

ঙ) এরপর ঠোঁটে লিপ বাম লাগান।

ঠোঁটের স্ক্রাবের মাধ্যমে সুন্দর ঠোঁট উপভোগ করুন। আপনি বিঙিন্ন প্রাকৃতিক উপাদানসহ বাড়িতেও ঠোঁটের স্ক্রাব তৈরি করতে পারেন।

Read more about: lip scrub lip scrubber beauty
English summary

How To Use Lip Scrub

Using a lip scrub is important to get soft, luscious lips. Read on to find out the benefits of using a lip scrub and how to use it.
Story first published: Saturday, February 22, 2020, 12:32 [IST]
X
Desktop Bottom Promotion