For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ত্বকের যত্নের জন্য সক্রিয় কাঠকয়লার(অ্যাক্টিভেটেড চারকোল)ব্যবহার

By Tulika Ghoshal
|

ত্বকের যত্নের জন্য সক্রিয় কাঠকয়লার(অ্যাক্টিভেটেড চারকোল)ব্যবহার

শুধু কিছু সহজ রান্নাঘরের উপাদানগুলি দিয়ে আপনার রূপচর্চায় অ্যাক্টিভেটেড চারকোলের ব্যবহার জেনে নিন|

অ্যাক্টিভেটেড চারকোল সৌন্দর্য দুনিয়ায় নতুন আলোড়ন ফেলা শব্দ| বহু মানুষ এই উপাদানটি তাদের নৈমিত্তিক রুটিনে অন্তর্ভুক্ত করছে ত্বকের সমস্যাগুলির অসাধারণ চিকিৎসার জন্য|

এর আন্টিফাঙ্গাল ও আন্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য কার্যকরভাবে আপনার ত্বকের থেকে ময়লা এবং বিষক্রিয়াগত বস্তু টেনে বের করে পরিষ্কার করে| এটি আপনার রূপচর্চায় যুক্ত করে, আপনার ত্বকের স্বাস্থ্য ও ঝিলিক দুটোই বাড়াতে পারেন|

অনেকভাবেই আপনি অ্যাক্টিভেটেড চারকোল ত্বকে ব্যবহার করতে পারেন| আজ বোল্ডস্কাইয়ের মাধ্যমে আমরা আপনাদের জানাচ্ছি বিভিন্ন উপায়ে কিভাবে অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে আপনি লাবণ্যময়ী হয়ে উঠতে পারেন|

এটি শুধুমাত্র যে আপনার ত্বক থেকে ময়লা পরিষ্কার করে তাই নয়, ব্রণ ও ফুসকুড়ি রোধ করে এমনকি বয়স বৃদ্ধির লক্ষণ বিলম্বিত করে| এই শক্তিশালী প্রাকৃতিক রূপচর্চার উপাদানের মান সম্বন্ধে জানতে উপায়গুলি পরখ করে দেখুন|

যথাযত ত্বকের যত্ন নিতে এই চমৎকার উপাদানটির সম্বন্ধে সচেতন হন আমাদের প্রতিবেদন পড়ে|

উল্লেখিত উপাদানটি আপনার ত্বকের উপযুক্ত কিনা পরখ করতে প্যাচ পরীক্ষা করে নেওয়া আবশ্যক|

১. অ্যাক্টিভেটেড চারকোলের সাথে মধু

১. অ্যাক্টিভেটেড চারকোলের সাথে মধু

এক চামচ মধু ও এক চামচ চারকোল মেশান| তারপর আপনার মুখ এবং ঘাড়ে মিশ্রণটি প্রয়োগ করুন| প্রায় ৫ মিনিটের জন্য মুখে রেখে মুখের কোনো ক্লেনজার দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন| মিশ্রণটি আপনার মুখে ব্রণ ফুসকুড়ি রোধ করতে সাহায্য করবে|

২. লেবুর রসের সাথে অ্যাক্টিভেটেড চারকোল

২. লেবুর রসের সাথে অ্যাক্টিভেটেড চারকোল

আরেকটি সহজ কিন্তু শক্তিশালী উপায় যা আপনি আপনার ত্বকে ব্যবহার করতে পারেন তা হল লেবুর রসের সাথে অ্যাক্টিভেটেড চারকোল| মুখের উপর এটি প্রয়োগ করুন এবং ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন| এই দুই ত্বক ফর্সা করার উপাদানগুলি খুব অল্প সময়েই আপনার মুখের কালো দাগছোপ দূর করবে|

৩. অ্যালো ভেরা জেলের সঙ্গে অ্যাক্টিভেটেড চারকোল

৩. অ্যালো ভেরা জেলের সঙ্গে অ্যাক্টিভেটেড চারকোল

এক চা চামচ অ্যাক্টিভেটেড চারকোলের সাথে এক টেবিল চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে নিন| আলতো করে আপনার মুখ এবং ঘাড়ের উপর মিশ্রণটি প্রয়োগ করুন| ১০ মিনিট রেখে ভেজা কাপড় দিয়ে মাস্কটি তুলে ফেলুন| ব্রণর সাথে লড়াইযে পারদর্শী এই মাস্কটি মাসে একবার ব্যবহার করে সুফল পান|

৪. অ্যাপল সিডার ভিনেগার ও অ্যাক্টিভেটেড চারকোল

৪. অ্যাপল সিডার ভিনেগার ও অ্যাক্টিভেটেড চারকোল

এক চা চামচ অ্যাক্টিভেটেড চারকোলের সাথে আধা চা চামচ আপেল সিডার ভিনেগার এবং এক টেবিল চামচ ডিস্টিলড জল মিশিয়ে দৃঢ়ভাবে আপনার মুখ এবং ঘাড়ের উপর প্রয়োগ করুন|

৫. বেন্টনাইট ক্লের সঙ্গে অ্যাক্টিভেটেড চারকোল

৫. বেন্টনাইট ক্লের সঙ্গে অ্যাক্টিভেটেড চারকোল

দুটো উপাদিনই আধা চা চামচ করে নিয়ে এক টেবিল চামচ জলের সাথে মেশান| আলতো করে সারা মুখে মেখে নিন ব্রণর হাত থেকে বাঁচার জন্য| ঠান্ডা জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন|

৬. চা গাছের তেলের সঙ্গে অ্যাক্টিভেটেড চারকোল

৬. চা গাছের তেলের সঙ্গে অ্যাক্টিভেটেড চারকোল

৩ ফোঁটা চা গাছের তেলের সাথে এক চা চামচ অ্যাক্টিভেটেড চারকোল ও ২ চা চামচ জল একসাথে মিশিয়ে আপনার মুখ এবং ঘাড়ের উপর মিশ্রণটির পাতলা কোট প্রয়োগ করুন| ১০ মিনিট রাখার পর ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন| প্রতি মাসে এই মাস্কটির ব্যবহার বলি রেখা রোধ করতে পারে|

৭. গোলাপ জলের সাথে অ্যাক্টিভেটেড চারকোল

৭. গোলাপ জলের সাথে অ্যাক্টিভেটেড চারকোল

এক চা চামচ চারকোলের সাথে এক টেবিল চামচ গোলাপ জল মেশান| আপনার মুখ এবং ঘাড়ের উপর এই মিশ্রণটি প্রয়োগ করুন। ১০ মিনিটের পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন| আপনার ত্বক থেকে সব ধরনের ময়লা এবং অশুদ্ধতা নির্মূল করতে এটি সাপ্তাহিক ভিত্তিতে ব্যবহার করুন।

English summary

অ্যাক্টিভেটেড চারকোল ত্বকে কি ভাবে ব্যবহার করবেন | কি উপায়ে অ্যাক্টিভেটেড চারকোল ব্যবহার করবেন | রূপচর্চায় অ্যাক্টিভেটেড চারকোল

Activated charcoal is the new buzzword in the beauty community. More and more people are incorporating this ingredient in their beauty routine to treat a myriad of skin issues.
Story first published: Saturday, May 27, 2017, 11:42 [IST]
X
Desktop Bottom Promotion