For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ঘন-সিল্কি চুল পেতে বাড়িতেই চুলে স্টিম দিন, জানুন স্টিম দেওয়ার সঠিক পদ্ধতি ও উপকারিতা

|

ঘন-সিল্কি চুল প্রত্যেকে মেয়েরই স্বপ্ন থাকে। অনেক মেয়ের চুল এমনিতেই স্ট্রেট-সিল্কি হয়, কিন্তু অনেকের চুল আবার তেমন ভাল হয় না। রুক্ষ-শুষ্ক হয়ে থাকে। তাই ভাল চুলের জন্য অনেক মেয়েরা পার্লারে গিয়ে হেয়ার স্পা এবং ট্রিটমেন্ট করে। কিন্তু অনেকেই হয়তো জানে না যে, বাড়িতে থেকেই চুলে স্টিম দিয়ে চুল সিল্কি ও সুন্দর তৈরি করা যায়। স্টিমের ব্যবহার যেমন আমাদের ত্বকের জন্য ভাল, তেমনই চুলের জন্যও খুব উপকারি। তাহলে আসুন জেনে নিই, বাড়িতে থেকে চুলে স্টিম দেওয়ার পদ্ধতি।

How To Steam Your Hair Right Ways At Home In Bengali

হেয়ার স্টিম কী

হেয়ার স্টিম কী

হেয়ার স্টিম আমাদের চুলকে ময়েশ্চারাইজ করার কাজ করে। চুল পড়া, খুশকির সমস্যা থেকে মুক্তি দিতে আপনি চুলে স্টিম দিতে পারেন। এর ফলে চুল হাইড্রেট হয়। পাশাপাশি চুল সফ্টও হয়ে যায়। চুলে স্টিম দিলে আর্দ্রতা চুলের গভীরে যায়, এই কারণে চুল ঘন এবং উজ্জ্বল হয়।

বাড়িতে চুলে স্টিম দেওয়ার পদ্ধতি

বাড়িতে চুলে স্টিম দেওয়ার পদ্ধতি

প্রথমে চুলে তেল লাগিয়ে ভালভাবে ম্যাসাজ করুন। তারপরে তোয়ালে কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখুন। তারপর তোয়ালে নিঙড়ে নিয়ে এটি আধঘণ্টা চুলে জড়িয়ে রাখুন। এটি করার ফলে তেল চুলের অনেক গভীরে পৌঁছায় এবং মাথার ত্বকে থাকা ময়লা বেরিয়ে যায়।

৩০ মিনিট পরে শ্যাম্পু করুন। দেখবেন আপনার চুল সিল্কি ও মজবুত হবে। তবে চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার একেরাবেই ব্যবহার করবেন না, কারণ হেয়ার ড্রায়ার ব্যবহারের ফলে চুল রুক্ষ-শুষ্ক হয়ে যায়।

চুলে ব্লিচ করেন? সাবধান, মারাত্মক ক্ষতি করছেন নিজের!চুলে ব্লিচ করেন? সাবধান, মারাত্মক ক্ষতি করছেন নিজের!

এই বিষয়গুলি মাথায় রাখুন

এই বিষয়গুলি মাথায় রাখুন

ক) চুলে স্টিম দেওয়ার সময় প্লাস্টিকের ক্যাপ ব্যবহার করা উচিত নয়।

খ) স্টিম দেওয়ার সময় জল খুব বেশি গরম থাকা উচিত নয়। খুব বেশি তাপ নিলে তা চুলের ক্ষতি করতে পারে।

গ) সপ্তাহে একবার চুলকে স্টিম দেওয়া উচিত।

ঘ) বাড়িতে স্টিম দেওয়ার সময় সর্বদা মোটা তোয়ালে ব্যবহার করা উচিত, যাতে মাথার ত্বকে খুব বেশি তাপ না লাগে।

চুলে স্টিম দেওয়ার উপকারিতা

চুলে স্টিম দেওয়ার উপকারিতা

ক) এটি চুলের শিকড়কে শক্তিশালী করে।

খ) স্টিম দেওয়ার ফলে মাথার ত্বকের ছিদ্রগুলি খোলে, যার ফলে সমস্ত ময়লা দূর হয়।

গ) চুলে স্টিম গ্রহণের ফলে রক্ত ​​সঞ্চালন ঠিক থাকে। এটি চুল বৃদ্ধিতেও সহায়তা করে।

ঘ) শুষ্ক চুল হাইড্রেট করার জন্য স্টিম অত্যন্ত কার্যকর। বাষ্প গ্রহণের ফলে মাথার ত্বকের কোলাজেন বৃদ্ধি পায়, যা চুলকে ভাল রাখে।

ঙ) খুশকির সমস্যা দূর করতে সপ্তাহে একবার চুলে স্টিম দিন।

English summary

How To Steam Your Hair Right Ways At Home In Bengali

Hair Steaming Can Help Your Hair Healthy, Silky And Shiny. Know How To Steam Your Hair Right Ways At Home In bengali. Read On.
Story first published: Friday, February 5, 2021, 13:48 [IST]
X
Desktop Bottom Promotion