For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

হলির পরে ত্বককে সুন্দর করে তুলবেন কীভাবে?

হলির পরে ত্বককে সুন্দর করে তুলবেন কীভাবে?

|

কাল নিশ্চয় চুটিয়ে রং খেলেছেন। ফলে ত্বকের অবস্থা বেজায় খারাপ, তাই তো? চিন্তা নেই! এই প্রবন্ধে এমন একটি ফেস মাস্ক সম্পর্কে আলোচনা করা হল, যা ত্বকের প্রদাহ তো কমাই, সেই সঙ্গে রঙের ক্ষতিকর প্রভাব কমিয়ে ত্বককে পুনরায় সুন্দর করে তোলে। এক কথায় এই ঘরোয়া চিকিৎসাটি সিন্থেটিক রঙের মধ্য়ে থাকা কেমিকেলের প্রভাব তো কমায়ই, সেই সঙ্গে ভিতর থেকে ত্বকের সৌন্দর্যও বাড়ায়।

এই ঘরয়ো পেস্টটি বানাতে মূলত প্রয়োজন পরবে আদা এবং হলুদ। এই পেস্টটি ত্বকের প্রদাহ কমানোর পাশাপাশি ত্বককে উজ্জ্বল করে তোলে। আর যদি প্রতিদিন মুখে এই পেস্টটি লাগান, তাহলে তো কথাই নেই। এমনটা করলে ত্বকের বয়স কমতে শুরু করবে। ফলে আপনার সৌন্দর্য বাড়বে চোখে পরার মতো।

হলির পরে ত্বককে সুন্দর করে তুলবেন কীভাবে?

প্রয়োজনীয় উপকরণ:
১. ৫-৮ টা আদার টুকরো
২. ২ চামচ হলুদ গুঁড়ো
৩. ১ চামচ লেবুর রস
৪. ১ চামচ অ্যাপেল সিডার ভিনিগার

পেস্টটি বানানোর পদ্ধতি:
১. অর্ধেক আদার টুকরো নিয়ে সেটি ছোট ছোট টুকরো করে নিন
২. ৫-৮ টা টুকরো যাতে পাওয়া যায়, সেদিকে খেয়াল রাখবেন।
৩. এবার একটা ব্লেন্ডার নিয়ে তাতে আদার টুকরোগুলি দিন।
৪. ভাল করে ব্লেন্ড করে আদার পেস্ট বানিয়ে নিন।
৫. এবার একটা বাটিতে পেস্টটা রেখে দিন।
৬. ২ চামচ হলুদ গুঁড়ো মেশান আদার পেস্টের সঙ্গে।
৭. ১ চামচ লেবুর রস মেশান।
৮. ভাল করে সবকটি উপকরণ মেশান।

কীভাবে ব্যবহার করবেন এই মাস্কটি?
পেস্টটা মুখে পুরু করে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জল দিয়ে সারা মুখটা ভাল করে ধুয়ে ফেলুন। হলির পর পরই এই পেস্টটা দিয়ে ত্বকের পরিচর্যা করলে দেখবেন ত্বকের প্রদাহ বা জ্বালাভাব কমবে। সেই সঙ্গে রং থেকে হওয়ার অ্যালার্জির প্রকোপও হ্রাস পাবে। প্রসঙ্গত, দিনে কম করে ২ বার এই পেস্টটা মুখে লাগালে বেশি ভাল ফল পাবেন।

English summary

হলির পরে ত্বককে সুন্দর করে তুলবেন কীভাবে?

Finally, Holi is here! Each one of us enjoys this festival of colours, but the only thing that we hate is the after effects! Yes, the after effects of playing Holi with artificial and chemical colours can affect your skin and hair drastically.
Story first published: Monday, March 13, 2017, 11:10 [IST]
X
Desktop Bottom Promotion