For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ভারী ঝুমকো পরার কারণে কানে ভীষণ ব্যথা? সমস্যা সমাধানে মেনে চলুন এই টিপসগুলি

|

যেকোনও উৎসব, অনুষ্ঠানে সাধারণত বেশিরভাগ মহিলাই ট্র্যাডিশনাল ড্রেস পরতে পছন্দ করেন। আর শাড়ী, চুড়িদার, শালোয়ারের সাথে প্রত্যেকেই একটু ভারী বা ঝুমকো কানের দুল পরতে চান। ভারী কানের দুল দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু বেশিক্ষণ ঝুমকো পরে থাকলে কানে ব্যথা শুরু হয়। তাই ইচ্ছে থাকা সত্বেও অনেকে ভারী কানের দুল পরতে চান না। তবে চিন্তার কোনও কারণ নেই। আজ আমরা এই আর্টিকেলে আপনাদের কিছু টিপস দেব, যেগুলি সঠিকভাবে মেনে চললেই আপনি কানের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন।

How to reduce pain of heavy earrings

ক্রিম বা তেল লাগান

ক্রিম বা তেল লাগান

ভারী ঝুমকো পরার আগে কানে ক্রিম বা তেল লাগান। এতে করে কানের ত্বক নরম হবে, ঝুমকো পরার কারণে কানে জ্বালা বা ব্যথা হবে না। এই পদ্ধতি মেনে চললে আপনি আপনার পছন্দমতো ভারী ঝুমকোও পরতে পারবেন এবং কানে ব্যথাও হবে না!

সবসময় ভারী কানের দুল পরা এড়ান

সবসময় ভারী কানের দুল পরা এড়ান

সামনেই দীপাবলি, কালীপুজো, ভাইফোঁটা। তার উপর আবার এখন বিয়ের সিজন চলছে। এক্ষেত্রে আপনি যদি পরপর উৎসব, অনুষ্ঠানে ভারী ঝুমকো পরেন তাহলে কানের ব্যথা আরও বাড়তে পারে। তাই সব জায়গায় ভারী ঝুমকো পরা এড়ান। ব্যথা এড়াতে একটা অনুষ্ঠানে হালকা কানের দুল পরতেই পারেন।

দীর্ঘক্ষণ ভারী কানের দুল পরে থাকবেন না

দীর্ঘক্ষণ ভারী কানের দুল পরে থাকবেন না

এমন নয় যে পুরো অনুষ্ঠানে আপনাকে ভারী কানের দুল পরে থাকতে হবে। ফটো ক্লিক করার পরে বা অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে আপনি হালকা কানের দুল পরতে পারেন বা ভারী ঝুমকো খুলে ফেলতে পারেন। এতে আপনার কানে খুব বেশি ব্যথা হবে না।

ভারী কানের দুলের সাথে চেন পরুন

ভারী কানের দুলের সাথে চেন পরুন

ভারী কানের দুলের ওজন কমাতে আপনি চেন ব্যবহার করতে পারেন। এতে আপনার কানে ব্যথা হবে না!

আরও পড়ুন : খুব চুল পড়ছে? চিন্তা নেই বাবা রামদেবের এই ৫টি আসনেই মিলবে সুরাহা!

English summary

How To Reduce Pain Of Heavy Earrings

Here We Are Talking About earrings, Try these tips to get rid of pain from heavy earrings.
Story first published: Wednesday, November 11, 2020, 12:19 [IST]
X
Desktop Bottom Promotion