For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মেয়াদ উত্তীর্ণ মেক-আপকে কি করে কাজে লাগাবেন?

By ANINDITA SINHA
|

আপনার মেয়াদ উত্তীর্ণ মেক-আপগুলিকে ফেলে দিতে মন খারাপ লাগছে? বেশ! তবে এখানে রইল কিছু ট্রিক্স যার সাহায্যে আপনি ঐসব মেক-আপগুলিকে অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন। মেয়াদ উত্তীর্ণ মেক-আপগুলিকে পুনঃব্যবহার করার, মজাদার ট্রিক্সগুলিকে জানতে প্রতিবেদনটি পড়ুন।

আমার হৃদয় তো বেদনাময় হয়ে ওঠে যখন আমার প্রিয়, লিপস্টিক, পারফিউম বা অন্য কোন কসমেটিক জিনিসগুলোকে ফেলে দিতে হয়। আপনার ত্বকের সুরক্ষার স্বার্থে এই এক্সপায়ার্ড বা মেয়াদ উত্তীর্ণ মেক-আপ কে ফেলে দেওয়াও জরুরী।

যদিও এমন কিছু মেক-আপ প্রোডাক্টও আছে, যেগুলিকে এক্সপায়ার্ড হওয়ার পরেও ব্যবহার করা যায়। মেয়াদ উত্তীর্ণ মেক-আপগুলিকে, ত্বকে না লাগিয়েও আপনার কাছে অনেক উপায় আছে সেগুলিকে পুনঃব্যবহার করার।

চিন্তা করবেন না, এখানে আমরা আপনাদের কাছে অনেকগুলি অভিনব পন্থার উল্লেখ করব, যেগুলির সাহায্যে আপনি মেয়াদ উত্তীর্ণ মেক-আপগুলিকে কাজে লাগাতে পারবেন।

১. কেক প্রোডাক্টসঃ

১. কেক প্রোডাক্টসঃ

কেক প্রোডাক্টগুলি ব্যবহার করার মেয়াদ তাড়াতাড়িই শেষ হয়ে যায়, আর এগুলি চোখের চারপাশে বা গালে লাগান নিরাপদ না। এই কেক প্রোডাক্টগুলি দিয়ে, হ্যালোইনের সময়ে আপনার মুখের জন্য মোটা মুখোশ বানানো যায়। খেয়াল রাখবেন যে আপনার কেক প্রোডাক্টটি দীর্ঘ সময় ধরে এক্সপায়ার্ড না হয়ে গিয়ে থাকে আর এর থেকে দুর্গন্ধ না বেরোতে থাকে। এটা যেন সদ্য মেয়াদ উত্তীর্ণ হয় বা এমন কোন প্রোডাক্ট হয় যেটা আপনি আর ব্যবহার করতে চাইছেন না। এটা ব্যবহার করে আপনি একটি ক্রিয়েটিভ ও রিয়ালেস্টিক হ্যালোইন মাস্ক তৈরি করতে পারবেন।

২. সুগন্ধিঃ

২. সুগন্ধিঃ

৩-৪ বছরের পুরানো পারফিউম আর এই মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণ হল ঠিক ভাবে সংরক্ষণ না করা। একবার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে পারফিউম আর ব্যবহার করতে নেই, কারণ এটি আপনার ত্বকের ক্ষতি করতে পারে বা জামাকাপড়ে দাগ ফেলে দিতে পারে। তার বদলে, এক্সপায়ার্ড পারফিউমকে রুম ফ্রেশনার বা টয়লেট ফ্রেশনার হিসাবে ব্যবহার করা যেতে পারে। এরফলে আপনার প্রতিবারই আপনার ঘর ফ্রেশ আর সুগন্ধে ভরে থাকবে।

৩. পাউডারঃ

৩. পাউডারঃ

মেয়াদ উত্তীর্ণ পাউডারকে বিভিন্ন কারুশিল্পে বা তারও পরে অনেক কিছুতে ব্যবহার করা যায়। ক্রাফট-পেপারে কিছুটা ফাউন্ডেশন বা বেবি-পাউডার থুপে দিলে তা দেখতে ফ্রেশ ও ভাল লাগে। পাউডারের ফাউন্ডেশনে উপস্থিত চকচকে কণাগুলোর জন্য, ক্রাফট পেপারে পাউডার লাগালে ক্রাফট পেপার জেল্লাদার ও চকচকে হয়ে যায়। এছাড়াও গোড়ালিতে ফোস্কা পরা এড়াতে এক্সপায়ার্ড পাউডার ব্যবহার করা যেতে পারে।

৪. লিপ বামঃ

৪. লিপ বামঃ

যন্ত্রনাদায়ক অবস্থায়, গোড়ালির ভেতরের দিকে এক্সপায়ার্ড লিপবাম মেখে নিতে পারেন। সেইসব মহিলারা যারা হামেশাই ফোস্কা বা জুতোয় কাটার মতো সমস্যার সম্মুখীন হন, তারা কিছুসময়ের জন্য জুতোতে লিপবাম লাগিয়ে রেখে দিতে পারেন। এটি ঘষা খাওয়া থেকে বাঁচাবে এবং আপনাকে আরামে হাঁটতে দেবে।

৫. লাইনারসঃ

৫. লাইনারসঃ

শুকিয়ে যাওয়া বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া আই লাইনার, আপনার পেইন্টিং-কে বর্ডার দেওয়ার জন্য চমৎকার পেন্সিল হিসাবে কাজ করতে পারে। বিশ্বাস করুন, কোন ছবির বর্ডার দিতে, স্কেচপেনের তুলনায় আই লাইনার ব্যবহার করা অনেক সহজ। এছাড়াও, আপনার কাছে যদি মোটা তুলি থেকে থাকে, তবে লাইনার আঁকাতে রং ভরার কাছেও ব্যবহার করা যায়। এর দারুণ ছুঁচালো কিনারার জন্য, লাইনার দিয়ে দেওয়ালেও নিখুঁত ভাবে আঁকা যায়। এগুলোকে সহজেই মুছে ফেলা যায় ও ছবিতেও একটা জেল্লা এনে দেয়।

৬. মাস্কারা

৬. মাস্কারা

মাস্কারা হল, ব্যাকটেরিয়াদের প্রজনন ভূমি, আর এই কারণেই মাস্কারা তাড়াতাড়ি এক্সপারি করে যায়। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে মাস্কারাকে ফেলে দেওয়া উচিৎ, কিন্তু আপনি এর স্পুলি বা মাস্কারা দেওয়ার দন্ডটিকে পুনরায় ব্যবহার করতে পারেন। স্পুলিটা নিন ও তাকে বাসন মাজার সাবান দিয়ে ভাল করে ধুয়ে নিন। এবার এটিকে শুইয়ে রাখুন ও ভালভাবে শুকিয়ে নিন। এই স্পুনটিকে আপনি পরে আপনার আইব্রো ব্রাশ বা আইল্যাশে লেগে থাকে দলা পাকানো এক্সট্রা মাস্কারাকে ঝেরে ফেলার জন্য ব্যাবহার করতে পারেন।

৭. আইশ্যাডো

৭. আইশ্যাডো

একটা মেয়াদ উত্তীর্ণ আইশ্যাডো দিয়ে আপনি নিজেই আপনার নেলপলিশ বানিয়ে ফেলতে পারেন। যদি আপনার কাছে একটা গোটা এক্সপায়ার্ড আইশ্যাডো প্যালেট থেকে থাকে, তবে আপনি প্যালেটের প্রতিটি কালার ব্যবহার করে একটি নতুন নেলপলিশ বানিয়ে ফেলতে পারবেন। একটা স্বচ্ছ টপ-কোট নিন ও এর সাথে আপনার পছন্দমতো আইশ্যাডো মেশান। দুটিকে ভালভাবে মিশিয়ে নখে লাগান। আর এইভাবেই আপনি বাড়িতে বসে নিজেই আপনার নেলপলিশ তৈরি করতে পারবেন।

৮. কাজল

৮. কাজল

কাজল আমার প্রিয় কসমেটিক প্রোডাক্ট, যা আমি আমার পার্সে নিয়ে চলাফেরা কুরতেই পছন্দ করি। যদি আপনার কাছে একটি এক্সপায়ার্ড কাজল থেকে থাকে এবং আপনি এটাকে কাজে লাগাতে চান, তবে এখানে দেখে নিন আপনি কি করতে পারেন। কাজল পেন্সিলটি নিয়ে, একটা বার্নারের সাহায্য পেন্সিলটি পুড়িয়ে নিন। খেয়াল রাখবেন, অত্যাধিক তাপে কাজলটি যেন গলতে না শুরু করে দেয়। কছুক্ষণ অপেক্ষা করুন, এটিকে সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যেতে দিন। এবার আপনি আবার এই কাজলকে ব্যবহার করতে পারবেন।

৯. লিপস্টিকঃ

৯. লিপস্টিকঃ

আপনি আপনার এক্সপায়ার্ড লিপস্টিককে একটা রঙিন লিপবামে রূপান্তরিত করতে পারবেন। আপনার সবচেয়ে প্রিয় রঙের লিপস্টিকটা বেছে নিন, এবার একে কিছুটা মোমের সাথে গলিয়ে নিন। উতপ্ত করা, লিপস্টিকের ব্যাকটিরিয়াগুলিকে মেরে ফেলতে সাহায্য করে এবং আপনি লিপস্টিকের থেকে নিজেই নিজের জন্য লিপবাম বানিয়ে নিতে পারবেন।

Read more about: কাজল
English summary

মেয়াদ উত্তীর্ণ মেক-আপের ব্যবহার। মেয়াদ উত্তীর্ণ মেক-আপকে কি করে কাজে লাগাবেন। মেয়াদ উত্তীর্ণ মেক-আপ ব্যবহার করা কি নিরাপদ। পুরানো লিপবামের ব্যবহার। মেয়াদ উত্তীর্ণ মেক-আপ ব্যবহারের ট্রিক।

My heart pains when I need to toss my beloved lipstick, perfume or any other cosmetic product. Throwing away the expired product is required in order to ensure your skin is safe.
X
Desktop Bottom Promotion