For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সোনম কাপুরের মতো মেক-আপ করতে চান? দেখে নিন প্যারিস ফ্যাশন উইকে সোনম কাপুরের মেক-আপের ধাপগুলি

|

আমরা প্রত্যেকেই জানি, বলিউড অভিনেত্রী সোনম কাপুর 'ফ্যাশনিস্ট' নামেও পরিচিত। তাঁর অসাধারণ ফ্যাশন সেন্সের জন্য তাঁকে 'ফ্যাশনিস্ট' বলা হয়। তিনি মাঝে মধ্যেই আমাদের ফ্যাশন সম্পর্কে অনেক বার্তাও দিয়ে থাকেন। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি ছাড়াও তাঁর কিছু অনুরাগী রয়েছেন যারা কেবল তাঁর দুর্দান্ত স্টাইল বা ফ্যাশনের জন্য তাঁকে অনুসরণ করেন।

how to get sonam kapoors golden make up at paris fashion week

সোনমের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এই কারণে তাঁকে বলিউডের সবচেয়ে ফ্যাশনেবল অভিনেত্রীও মনে করা হয়। তিনি যেভাবে তাঁর পোশাক, গহনা, মোক-আপ, চুলের স্টাইল, যেভাবে ক্যারি করেন তা আশ্চর্যজনক। উপলক্ষ্য যাই হোক না কেন, স্টাইলের দিক দিয়ে এই অভিনেত্রী অত্যন্ত সুপরিচিত। তিনি প্রতিটি মেক-আপ এবং পোশাক আত্মবিশ্বাসের সহিত বহন করেন। এই একমাত্র কারণই সবাইকে সোনমের ভক্ত করে তোলে।

তাঁর ফ্যাশন স্টেটমেন্টের পরিচয় আরও একবার পাওয়া গিয়েছিল প্যারিস ফ্যাশন উইক ২০২০ -তে। সেখানে তাঁর উপস্থিতি আমাদের একজন মিশরীয় দেবীর কথা মনে করিয়ে দেয়। সেখানে তাঁর অনন্য মেক-আপ, পোশাক দেখে চোখ আপনিও ফেরাতে পারবেন না। সুতরাং, আজ, আমরা আপনাকে প্যারিস ফ্যাশন উইক ২০২০-তে সোনম কাপুরের এই মেক-আপ সম্পর্কে ধাপে ধাপে জানাব। দেখে নিন সেগুলি -

সোনম কাপুরের মেক-আপের ধাপগুলি

যা যা প্রয়োজন

১) প্রাইমার

২) ফাউন্ডেশন

৩) কনসিলার

৪) ব্রোনজার

৫) ব্রাউন আইশ্যাডো

৬) মেটালিক কপার আইশ্যাডো

৭) কালো রঙের আই-লাইনার

৮) কালো কাজল

৯) আইব্রাও পেন্সিল

১০) মাশকারা

১১) গোল্ডেন হাইলাইটার

১২) নুড ব্রাউন লিপস্টিক

১৩) সেটিং পাউডার

১৪) সেটিং স্প্রে

১৫) বিউটি ব্লেন্ডার

১৬) নরম আইশ্যাডো ব্রাশ

১৭) ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ

১৮) ব্রোনজার ব্রাশ

আরও পড়ুন : ভ্যালেন্টাইন'স ডে ২০২০ : ভালবাসা দিবসে আপনার সঙ্গীকে উপহার দিন এই বিউটি প্রোডাক্টগুলি

কীভাবে মেক-আপ করবেন

১) আপনার মুখের টি-জোনে প্রাইমার লাগান এবং ত্বকে ঠিকমতো বসানোর জন্য কয়েক সেকেন্ড এটি রাখুন।

২) আপনার পুরো মুখ এবং ঘাড়ে ফাউন্ডেশন লাগান এবং বিউটি ব্লেন্ডার দিয়ে এটি ভালভাবে ব্লেন্ড করুন।

৩) কনসিলার ব্যবহার করে আপনার ডার্ক সার্কেল এবং যেকোনও দাগ ঢেকে দিন। এটি ব্লেন্ড করতে ওই একই বিউটি ব্লেন্ডার ব্যবহার করুন।

৪) সেটিং পাউডার ব্যবহার করে কনসিলারটি ততক্ষণাৎ সেট করুন।

৫) ব্রাশের উপর কিছুটা ব্রোঞ্জার নিন এবং এটি আপনার গাল এবং কপালে লাগান।

৬) আইব্রাও পেন্সিল দিয়ে আপনার ভ্রুগুলি সুন্দরভাবে এঁকে নিন।

৭) নরম আইশ্যাডো ব্রাশ দিয়ে আপনার চোখের ক্রীজ এলাকায় ব্রাউন আইশ্যাডো লাগান এবং এটি ভালভাবে ব্লেন্ড করুন।

৮) এরপর, ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ দিয়ে আপনার চোখের উপরের পুরো পাতায় কপার আইশ্যাডো লাগান।

৯) আপনার চোখের নীচে কাজল লাগিয়ে নিন একদম চোখের কোণ অবধি।

১০) এবার, চোখের উপরের পাতার নীচে সরু করে চোখের কোণ অবধি কালো কোহল লাগিয়ে নিন এবং নীচের কোহলের সঙ্গে এটি যোগ করুন।

১১) আপনার মুখের হাই পয়েন্টগুলিতে হাইলাইটার লাগান - আপনার গাল, আপনার নাকের ডগা এবং নাকের মাঝখানে।

১২) এরপর, লিপস্টিক লাগিয়ে সাজ সম্পূর্ণ করুন।

১৩) মেক-আপটি সেট করতে আপনার মুখে সেটিং স্প্রে লাগান।

English summary

how to get sonam kapoor's golden make up at paris fashion week

Sonam Kapoor appeared for the Paris Fashion Week in a sun-kissed make-up look that reminded us of an Egyptian Goddess. In this article, we take you through her make-up look step-by-step.
X
Desktop Bottom Promotion