For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

লিপস্টিক লাগানোর সময় এই ভুলগুলো একেবারেই করবেন না, সৌন্দর্যহানি হতে পারে

|

ঠোঁটের পাশাপাশি মুখের সৌন্দর্য বৃদ্ধিতেও লিপস্টিক বিশেষ ভূমিকা পালন করে। লিপস্টিক ছাড়া সাজ কখনই সম্পূর্ণ হয় না। পার্টি হোক বা বিয়ের অনুষ্ঠান, যেকোনও উপলক্ষ্যেই লিপস্টিকের ব্যবহার নারীর সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তোলে। তবে লিপস্টিক লাগানোর সঠিক পদ্ধতি অবশ্যই জানা উচিত, নাহলে কিন্তু সৌন্দর্য বৃদ্ধির বদলে সৌন্দর্যহানি হতে পারে।

How To Apply Lipstick In Right Way On Lips

আসুন জেনে নেওয়া যাক, লিপস্টিক ব্যবহারের সঠিক পদ্ধতি।

ম্যাট লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে ময়েশ্চারাইজার লাগান

ম্যাট লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে ময়েশ্চারাইজার লাগান

ম্যাট লিপস্টিক লাগানোর পর ঠোঁট হালকা শুষ্ক হয়ে যায়। তাই লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে হালকা করে ময়েশ্চারাইজার লাগান। এতে আপনার ঠোঁট নরম থাকবে এবং সুন্দর দেখাবে।

ডার্ক ঠোঁটে কীভাবে লিপস্টিক লাগাবেন?

ডার্ক ঠোঁটে কীভাবে লিপস্টিক লাগাবেন?

ডেড স্কিন ও পিগমেন্টেশনের কারণে ঠোঁটের রং কালচে হয়ে যায়। আর, কালো ঠোঁটে লিপস্টিকের রং ঠিকমতো ফোটে না। তাই, লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে কন্সিলার ও ফাউন্ডেশন বেস লাগিয়ে নিন। তারপর আপনার পছন্দের লিপস্টিক লাগান।

ঠোঁটে সরাসরি লিপস্টিক লাগালে লিপস্টিক ঘেঁটে যেতে পারে, তাই ব্রাশের সাহায্যে লিপস্টিক লাগাতে পারেন।

কেবল ঠোঁটের সৌন্দর্য বাড়ায় না, আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন লিপস্টিক, দেখে নিন কীভাবেকেবল ঠোঁটের সৌন্দর্য বাড়ায় না, আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন লিপস্টিক, দেখে নিন কীভাবে

লিপ লাইনার

লিপ লাইনার

নিখুঁত লিপস্টিক লাগানোর জন্য লিপ লাইনার ব্যবহার করুন। লিপস্টিক লাগানোর আগে লিপ লাইনার দিয়ে ঠোঁটের আউটলাইন করুন। তারপর লিপস্টিক লাগান। লিপ লাইনার অবশ্যই লিপস্টিকের শেডের সাথে ম্যাচিং হতে হবে।

অতিরিক্ত লিপস্টিক অপসারণ করুন

অতিরিক্ত লিপস্টিক অপসারণ করুন

লিপস্টিক লাগানোর পর ঠোঁটে লেগে থাকা অতিরিক্ত লিপস্টিক তুলে ফেলা প্রয়োজন। এর জন্য টিস্যু পেপার ব্যবহার করতে পারেন। টিস্যু পেপার নিয়ে আপনার ঠোঁটের উপর হালকা চাপ দিয়ে দিয়ে অতিরিক্ত লিপস্টিক তুলে ফেলুন।


English summary

How To Apply Lipstick In Right Way On Lips In Bengali

Here We Are Talking About Makeup Know How To apply lipstick In Right Way On Lips for beginners in bengali. Read On.
X
Desktop Bottom Promotion