For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জেল্লাদার ত্বক চান? ব্যবহার করুন ঘরে তৈরি এই ৫ ফেস প্যাক!

|

ত্বক ভাল রাখতে আমরা কত কী না করি! জেল্লাদার, উজ্জ্বল ত্বকের জন্য বাজারের নামীদামী প্রোডাক্ট ব্যবহার থেকে শুরু করে নানা ঘরোয়া টোটকা - বাদ পড়ে না কিছুই। কিন্তু এত কিছুর পরেও মনের মতো ফল মেলে না। আসলে ধুলোবালি, দূষণ, রোদ আর নানা শারীরিক সমস্যার কারণে ধীরে ধীরে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়। আজকের আর্টিকেলে এমন কিছু ঘরোয়া ফেস প্যাকের উল্লেখ করা হয়, যেগুলো ব্যবহারে ফিরে পেতে পারেন আপনার ত্বকের উজ্জ্বলতা।

Face Pack For Glowing Skin

সপ্তাহে ২-৩ দিন এই ঘরোয়া ফেস প্যাকগুলি ব্যবহারেই আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও কোমল। তাহলে জেনে নিন, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কোন কোন ফেস প্যাক ব্যবহার করবেন -

টক দই এবং মুলতানি মাটি

টক দই এবং মুলতানি মাটি

২ টেবিল চামচ দই, ১ টেবিল চামচ বেসন এবং ১ চা চামচ মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। ২০ মিনিট এই প্যাকটি মুখে লাগিয়ে রাখার পর জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এই ফেস প্যাক ব্যবহার করলেই হাতেনাতে ফল পাবেন!

এই ফেস প্যাক স্কিন ইনফেকশন কমায়, ত্বক উজ্জ্বল করে এবং ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে। যারা খুব ব্রণের সমস্যায় ভোগেন তাদের জন্য এই প্যাকটি খুব কার্যকর।

অ্যালোভেরা ফেস প্যাক

অ্যালোভেরা ফেস প্যাক

২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে এবং গলায় সমানভাবে লাগান। প্যাকটি ত্বকে পুরোপুরি শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার ব্যবহার করুন এই প্যাক।

এই ফেস প্যাক ত্বক সুস্থ রাখে, ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে এবং ত্বক পরিষ্কার করতেও সাহায্য করে। এছাড়াও, এটি ব্রণের সমস্যা কমায় এবং ত্বক উজ্জ্বল করে।

কফি এবং মধু

কফি এবং মধু

১ টেবিল চামচ কফি এবং ১ চা চামচ মধু ভাল করে মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর দুই হাত ভিজিয়ে বৃত্তাকার গতিতে মুখে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন।

মধু ত্বককে ময়েশ্চারাইজ করে। অন্যদিকে, ক্যাফেইন (কফি) ত্বক এক্সফোলিয়েট করার পাশাপাশি ত্বকের ফোলাভাব কমাতেও সাহায্য করে।

টক দই এবং হলুদ

টক দই এবং হলুদ

২ টেবিল চামচ দইয়ের সঙ্গে হাফ চা চামচ হলুদ মিশিয়ে মুখ ও গলায় লাগান। হালকা ম্যাসাজ করে ১৫ মিনিট রাখুন। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

এই ফেস প্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে এবং ত্বককে সুস্থ ও সংক্রমণ-মুক্ত রাখে।

টক দই এবং মধু

টক দই এবং মধু

১ টেবিল চামচ দই, ১ চা চামচ ওটস এবং ১ চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

এই মিশ্রণটি শুষ্ক ত্বককে নরম করে, ময়েশ্চারাইজ করে এবং প্রদাহ কমায়।

English summary

Homemade Face Pack For Instant Glow And Radiance Skin

Make an effective DIY face mask with readily available ingredients in the kitchen that suit your skin type and help correct the concern.
X
Desktop Bottom Promotion