For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শীতে ত্বকের যত্নে ব্যবহার করুন চালের গুঁড়োর ফেস প্যাক, দেখুন বানানোর পদ্ধতি

|

শীতে ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায়। তাই এইসময় ত্বকের বাড়তি যত্নের প্রয়োজন পড়ে। ত্বকের যত্নে হোমমেড ফেস প্যাক ব্যবহার করে আপনি নিজের ত্বককে হাইড্রেট রাখতে পারেন।

Homemade Face Pack For Glowing Skin In Winter

ত্বকের যত্নের জন্য আপনি চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তাহলে জেনে নিন চালের গুঁড়ো দিয়ে কীভাবে ফেস প্যাক বানাবেন।

চালের গুঁড়ো ও হলুদ

চালের গুঁড়ো ও হলুদ

শীতে ঠান্ডা বাতাসের কারণে ত্বক শুষ্ক হয়ে যায়। চালের গুঁড়োর ফেস প্যাক ত্বকের জন্য খুব কার্যকর। চালের গুঁড়োতে হলুদ ও ক্রিম মিশিয়ে ফেস প্যাকটি ব্যবহার করুন। হলুদে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক পাওয়া যায়, যা ত্বকের ময়লা দূর করে। ক্রিম ত্বককে হাইড্রেট করতে সহায়তা করে।

এক চামচ চালের গুঁড়োয় এক চামচ ফ্রেশ ক্রিম এবং এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। সবকিছু ভাল করে মেশান এবং ঘন পেস্ট তৈরি করুন। এটি আপনার মুখ এবং গলায় প্রয়োগ করুন। ১৫ মিনিট পরে আপনার মুখ ধুয়ে ফেলুন।

চালের গুঁড়ো এবং ডিম

চালের গুঁড়ো এবং ডিম

আপনি যদি মুখে পিম্পল এবং দাগ নিয়ে চিন্তিত থাকেন, তবে আপনি চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। শীতে শুষ্ক ত্বকের জন্য আপনি ফেস প্যাকে গ্লিসারিন ব্যবহার করতে পারেন। চালের গুঁড়োর ফেস প্যাকে ডিম ব্যবহার করে পিম্পল বা ব্রণ কমানো যায়। গ্লোয়িং স্কিনের জন্য চালের ফেস প্যাক খুব কার্যকর।

এক চামচ চালের গুঁড়োতে একটি ডিমের সাদা অংশ এবং দুই থেকে তিন ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিন। সবকিছু ভালভাবে মিশিয়ে নিন তারপর ২০ মিনিট মুখে পেস্টটি লাগিয়ে রাখুন। তারপরে, ঠান্ডা জলে মুখটি পরিষ্কার করুন। তৈলাক্ত ত্বক যাদের তারা এই পেস্টটি সপ্তাহে দু'বার লাগান।

চালের গুঁড়ো এবং কেশর

চালের গুঁড়ো এবং কেশর

শীতে মানুষ রোদে বসতে পছন্দ করে, যার কারণে ত্বকে ট্যান পড়ে যায়। ডেড স্কিন এবং কালো ত্বক থেকে মুক্তি পেতে আপনি চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন।

দুই চামচ চালের গুঁড়োর সাথে এক চামচ দুধ এবং ৩-৪টি কেশর মেশান। এটি ৫-১০ মিনিট রেখে দিন। এবার এই পেস্টটি আপনার মুখে লাগান। ২০ মিনিট পরে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকটি সপ্তাহে দু'বার প্রয়োগ করুন।

আরও পডুন : ত্বক শুষ্ক, রুক্ষ হয়ে পড়েছে? এই ফেস প্যাকগুলি প্রয়োগ করুন

English summary

Homemade Face Pack For Glowing Skin In Winter

Here We Are Talking About Winter Skin Care, DIY Homemade Face Pack For Glowing In Winter At Home.
Story first published: Monday, January 4, 2021, 18:34 [IST]
X
Desktop Bottom Promotion