For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ত্বকের জেল্লা বাড়াতে ব্যবহার করুন চকোলেট ফেস মাস্ক! দেখুন তৈরির পদ্ধতি

|

চকোলেট খেতে কে না ভালবাসে! এক টুকরো চকোলেট রাগ, অভিমান দূর করে দিতে পারে, আবার নিমেষে যে কারুর মুডও ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখে। গবেষণা বলছে, চকোলেট আমাদের স্বাস্থ্যের জন্যেও খুব ভাল। তবে কেবল স্বাস্থ্যই নয়, ত্বক ভাল রাখতেও চকোলেটের জুড়ি মেলা ভার।

Homemade Chocolate Face Masks For Flawless Skin

ডার্ক চকোলেট ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না, সূর্য রশ্মি থেকে ত্বককে রক্ষা করে, ত্বক ময়েশ্চারাইজ এবং উজ্জ্বল করে তোলে। অতএব, ত্বকের যে কোনও সমস্যা দূর করতে চকোলেট ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। তাহলে দেখে নিন কী ভাবে চকোলেট ফেস মাস্ক তৈরি করবেন -

চকোলেট এবং ক্লে ফেস মাস্ক

চকোলেট এবং ক্লে ফেস মাস্ক

১/৪ কাপ কোকো পাউডারের সঙ্গে ২ টেবিল চামচ মুলতানি মাটি, ২ টেবিল চামচ দই, ১ চা চামচ লেবুর রস এবং ১ চা চামচ নারকেল তেল একসঙ্গে মিশিয়ে মুখে এবং গলায় সমানভাবে লাগান। ২০ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল করতে এই ফেস মাস্কের জুড়ি মেলা ভার।

চকোলেট কলা ফেস প্যাক

চকোলেট কলা ফেস প্যাক

১ টেবিল চামচ কোকো পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ মধু, হাফ কাপ ম্যাশ করা কলা এবং ১ টেবিল চামচ দই একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। প্যাকটি মুখে এবং গলায় সমানভাবে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বককে ময়েশ্চারাইজ করে এবং ত্বক উজ্জ্বল করে তোলে।

রুপচর্চায় চকোলেট ব্যবহার করেছেন কখনোও? দেখে নিন চকোলেটের সৌন্দর্য উপকারিতারুপচর্চায় চকোলেট ব্যবহার করেছেন কখনোও? দেখে নিন চকোলেটের সৌন্দর্য উপকারিতা

চকোলেট এবং ওটস ফেস প্যাক

চকোলেট এবং ওটস ফেস প্যাক

হাফ কাপ কোকো পাউডারের সঙ্গে ৩ টেবিল চামচ ওটস, ১ চা চামচ হেভি ক্রিম এবং ১ চা চামচ মধু ভাল করে মিশিয়ে মুখে এবং গলায় সমানভাবে লাগান। ২০ মিনিট পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ডেড স্কিন সেল দূর করে, ত্বককে কোমল এবং ময়েশ্চারাইজ রাখে, ত্বক উজ্জ্বলও করে।

চকোলেট এবং ডিমের ফেস মাস্ক

চকোলেট এবং ডিমের ফেস মাস্ক

হাফ কাপ কোকো পাউডারের সঙ্গে ১টি ডিমের কুসুম এবং ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন ভাল করে। এবার মুখ ও গলায় ভাল করে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বকে পুষ্টি জোগায় এবং ত্বককে হাইড্রেট করে। ত্বকের রুক্ষ ও শুষ্কভাব দূর করে।

English summary

Homemade Chocolate Face Masks For Flawless Skin

Let’s explore some DIY chocolate face masks that you can easily try at home.
Story first published: Tuesday, August 23, 2022, 18:13 [IST]
X
Desktop Bottom Promotion