For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ত্বকের যত্নে এভাবে ব্যবহার করুন বেসন, রাতারাতি ফিরবে ত্বকের জেল্লা!

|

মুচমুচে সুস্বাদু ভাজাভুজি খাবার বানাতে বেসনের জুড়ি মেলা ভার। তবে শুধু খাবারই নয়, রূপচর্চায় কিন্তু বেসন দারুণ কাজ করে। প্রাচীনকাল থেকেই রূপটানে বেসনের ব্যবহার হয়ে আসছে। ত্বক উজ্জ্বল করা, ট্যান অপসারণ, দাগছোপ দূর করা এবং ত্বক পরিষ্কার করতে বেসন দারুণ কার্যকরী।

Homemade Besan Face Packs For All Skin Types

বেসন ত্বকের যত্নে এতটাই কাজে দেয় যে তাবড় তাবড় অভিনেত্রীরাও এই উপাদানের ফ্যান। নিয়মিত বেসনের ফেস প্যাক ব্যবহার করলেই ফল পাবেন হাতেনাতে। জেনে নিন, জেল্লাদার ত্বক পেতে কী ভাবে বেসনের প্যাক তৈরি করবেন।

অ্যালোভেরার সঙ্গে বেসন

অ্যালোভেরার সঙ্গে বেসন

এক চা চামচ বেসনের সঙ্গে এক চা চামচ অ্যালোভেরা মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। পেস্টটি মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে জলে ধুয়ে ফেলুন।

এই ফেস প্যাকটি সান ট্যান দূর করে, ত্বকের কালো দাগছোপ এবং হাইপারপিগমেন্টেশন কমায়।

বেসনের সঙ্গে হলুদ

বেসনের সঙ্গে হলুদ

দুই চা চামচ বেসনের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো এবং কিছুটা গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। প্যাকটি মুখে সমানভাবে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

গায়ের রং ফর্সা করতে এই ফেস প্যাকটি ব্যবহার করুন। এই ফেস প্যাক ত্বক উজ্জ্বল করে এবং ব্রণ প্রবণ ত্বকের জন্য খুব উপকারি।

বেসনের সঙ্গে মুলতানি মাটি

বেসনের সঙ্গে মুলতানি মাটি

দুই চা চামচ মুলতানি মাটির সঙ্গে এক চা চামচ বেসন এবং গোলাপ জল মিশিয়ে নিন ভাল করে। পেস্টটি মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল এবং ময়লা অপসারণ করে। ত্বকের ছিদ্র পরিষ্কার করে এবং ত্বকে রক্ত সঞ্চালনও উন্নত করে।

টমেটো এবং বেসন

টমেটো এবং বেসন

একটা পাকা টমেটো ব্লেন্ড করে নিন। দুই টেবিল চামচ বেসনের সঙ্গে টমেটোর পাল্প মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

এই প্যাক ত্বকের ট্যান দূর করে। বলিরেখা বা রিঙ্কেলস দূর করে এবং ত্বক মসৃণ করে তোলে।

English summary

Homemade Besan Face Packs For All Skin Types

Here are four ways you can use besan to make different face packs. Read on.
Story first published: Tuesday, July 26, 2022, 13:12 [IST]
X
Desktop Bottom Promotion