For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) ছুলি থেকে মুক্তি পান এই ঘরোয়া টোটকায়

|

ত্বকের একটি সমস্যা হল ছুলি হওয়া। সাধারণত ছোট বা বড় গোল গোল অনেক দাগ সারা গায়ে ছেয়ে যায়। সাধারণত বহুক্ষণ সূর্যের আলোর নিচে থাকলে ছুলির সমস্যা হয়। [কান নিয়ে অজানা তথ্য]

সাধারণত বংশগতভাবে ছুলির সমস্যা হয়। এছাড়া হরমোনের অসাম্য থাকলেও ছুলির সমস্যা হতে পারে। এবং সাধারণভাবে নাক, হাত, কপাল, কাঁধ, গলা, থুতনি ইত্যাদি জায়গায় ছুলি হয়। [জেনে নিন 'হ্যান্ডশেক' করলে শরীরের কী ক্ষতি করতে পারে]

ছুলি কমাতে এখনকারদিনে নানা ধরনের ত্বকের অস্ত্রোপচারের ব্যবস্থা রয়েছে। তবে তাতে ছুলি সারবে তার কোনও গ্যারান্টি নেই। [কীভাবে পা দেখে মারণ রোগ চিনবেন]

নিচের স্লাইডে দেখে নিন, ঘরোয়া উপায়ে ছুলির সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে। [মুখ দেখেই বলে দেওয়া যায় শরীরের এই সমস্যাগুলি সম্পর্কে]

সাদা তিল

সাদা তিল

এক টেবল চামচ সাদা তিল নিয়ে তাতে হলুদ গুড়ো মিশিয়ে দিন। তারপর তা বেঁটে বা গুড়ো করে ছুলির জায়গায় মাখুন। ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।

পেঁয়াজ

পেঁয়াজ

পেঁয়াজে রয়েছে সালফার যা ছুলি কমাতে সাহায্য করে। পেঁয়াজের রস ও মধু একসঙ্গে মিশিয়ে ছুলিতে মাখুন। পরে ঠান্ডা জলে তা ধুয়ে নিন।

ওটস

ওটস

ওটস ও দুধের ঘন মিশ্রণ তৈরি করে তা মাখুন। কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন।

শশা

শশা

শশা এমনিতেই ত্বকের জন্য ভালো। ছুলিতেও শশা মেখে উপকার পাওয়া যায়।

ক্রিম

ক্রিম

টকে যাওয়া বা পচে যাওয়া ক্রিম ছুলির জায়গায় লাগান। ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। তারপরে ময়শ্চারাইজার মাখুন।

লেবু

লেবু

কোনও ফেসপ্যাকে লেবুর রস মিশিয়ে মাখুন। এছাড়া লেবুর সঙ্গে শুধু মধুও মিশিয়ে নিতে পারেন।

English summary

Home Remedies To Get Rid Of Freckles

Home Remedies To Get Rid Of Freckles
Story first published: Tuesday, November 3, 2015, 16:16 [IST]
X
Desktop Bottom Promotion