For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দোলের রঙ থেকে কীভাবে বাঁচাবেন চুল ও ত্বক? রইল কিছু টিপস

|

রঙের উৎসব হোলি, হিন্দু ধর্মের অন্যতম প্রধান পার্বণ। আট থেকে আশি, প্রত্যেককেই এই দিন বিভিন্ন রকমের রঙ নিয়ে হোলি খেলতে দেখা যায়। হোলির রঙে চারিদিক রঙিন হয়ে ওঠে। তবে হোলি বা দোল পূর্ণিমায় রঙ নিয়ে খেলা যতটা আনন্দের, ততটাই ঝামেলার হোলির পর চুল ও ত্বক থেকে রঙ তোলা। অনেকের আবার রঙের কারণে ত্বকে চুলকানি, ব়্যাশ, লালচেভাব দেখা দেয়। রঙে কেমিকেল থাকার কারণে চুলও বেশ শুষ্ক-রুক্ষ হয়ে যায়। তাই, হোলিতে রঙ খেলার আগে ত্বক এবং চুলের যত্ন নেওয়া খুবই জরুরি।

Beauty Guide To Protect Your Hair And Skin Before Holi

আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের কয়েকটি টিপস জানাব, যা ফলো করলে রঙ থেকে নিজের ত্বক এবং চুলকে সুরক্ষিত রাখতে পারবেন।

শরীরে তেল মালিশ করুন

শরীরে তেল মালিশ করুন

হোলিতে রঙ খেলার আগে পুরো শরীরে সর্ষে তেল মালিশ করুন। একটু বেশি তেল নিয়ে সারা দেহে ভাল করে মালিশ করুন, যাতে ত্বকে তেল অনেকক্ষণ পর্যন্ত থাকতে পারে।

পেট্রোলিয়াম জেলি

পেট্রোলিয়াম জেলি

কেবল লিপ বাম বা লিপস্টিক নয়, হোলি খেলার আগে আপনার ঠোঁটে ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি লাগান। এটি ঠোঁটকে রঙের থেকে রক্ষা করবে এবং ঠোঁট ফাটবে না।

মুখে কোনও ধরনের তেল ব্যবহার করা এড়িয়ে চলুন। প্রথমে মুখ এবং গলায় ময়েশ্চারাইজার লাগান এবং তারপরে পেট্রোলিয়াম জেলি। তাহলে আপনার ত্বক রঙের ক্ষতি থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।

চুলে তেল লাগান

চুলে তেল লাগান

হোলির দিন পুরো চুলে, মাথার ত্বকে ভাল করে তেল লাগান। আপনার চুল রঙ থেকে সুরক্ষিত থাকবে এবং রুক্ষ-শুষ্ক হবে না। এর জন্য আপনি নারকেল বা আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন।

Holi 2021 : ত্বক থেকে কিছুতেই হোলির রঙ উঠছে না? ব্যবহার করুন এই প্রাকৃতিক উপাদানগুলিHoli 2021 : ত্বক থেকে কিছুতেই হোলির রঙ উঠছে না? ব্যবহার করুন এই প্রাকৃতিক উপাদানগুলি

নেল পেইন্ট

নেল পেইন্ট

হোলিতে রঙ খেলার ফলে শুধুমাত্র ত্বক ও চুলই নয়, হাত ও পায়ের নখেরও অবস্থা খারাপ হয়ে যায়। আর, নখগুলি দেখতেও বেশ নোংরা লাগে। তাই এর থেকে বাঁচতে হোলির দিন রঙ খেলার আগে আপনার নখে নেল পেইন্ট অবশ্যই লাগান।

এছাড়াও, নখের চারপাশের ত্বকে ভালভাবে ভেসলিন লাগান। এটি করলে সহজেই রঙ উঠে যাবে এবং ত্বকেরও ক্ষতি হবে না।

চশমা পরুন

চশমা পরুন

হোলির দিন চোখে চশমা বা গগলস অবশ্যই পরুন। তাহলে আপনার চোখকে নোংরা জল এবং রঙ থেকে রক্ষা করতে পারবেন।

English summary

Holi 2022 : Beauty Guide To Protect Your Hair And Skin Before Holi

We have got you covered with a pre-holi skin care and hair care guide that will be your ultimate saviour.
X
Desktop Bottom Promotion