For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ত্বক ভালো রাখতে মুখে গ্রিন টি মাখুন

আজকাল পরীবেশ দূষণ এত বেড়ে গেছে যে ত্বকেক ঠিক রাখা প্রায় যুদ্ধের সামিল হয়েছে। এখন প্রশ্ন এমন আদ্র, চ্য়াটচ্য়াটে পরিবেশে ত্বক সুন্দর ও প্রাণবন্থ রাখার উপায় কী! রাস্তা আছে। রোজ একটু করে গ্রি টি মুখে লাগ

By Nayan Munshi
|

গ্রিন টি তো পান করে, তাই না? হ্য়ঁ অবশ্য়ই, গ্রি টি আমরা পান করেই থাকি। কিন্তু আপনাদের কি জানা আছে আদ্র পরিবেশ থেকে ত্বককে বাঁচাতে গ্রিন টি দারুন কাজে আসে। কিন্তু এক্ষেত্রে এই চা পান না করে লাগাতে হবে মুখে। আর তা যদি করতে পারেন তাহলে আদ্র পরিবেশ থাকলেও আপনার ত্বক হবে প্রাণবন্ত।

এত দূর পড়ে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এত কিছু থাকতে হঠাৎ গ্রিন টি মুখে লাগাবেন কেন, তাই তো? কারণ এটি অ্যান্টিঅক্সিডেন্টে একেবারে পরিপূর্ণ। তাই তো দিনের শেষে ত্বককে জীবন্ত করে তুলতে এর কোনও বিকল্প নেই। এখানেই শেষ নয়, এই চায়ে অ্যান্টিব্য়কটেরিয়াল প্রপাটিজ থাকায় এটি ত্বাকের প্রদাহ কমাতে যেমন সাহায্য় করে, তেমনি তৈলাক্ত ত্বকের সমস্য়া কমিয়ে ত্বককে সুস্থ করে তোলে।

এই মিশ্রনটি বানাতে গ্রিন টির পাশাপাশি আপনার প্রয়োজন পড়বে গোলাপ জল, রোজহিপ তেল এবং লেবুর। রোজহিপ তেলে ওমেগা-৬ ফ্য়াটি অ্যাসিড থাকায় এটি ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য় করে। অন্য়দিকে গোলাপ জল টোনারের কাজ করে। আর লেবু ত্বককে জীবন্ত করে তুলতে সাহায্য় করে। লেবুর মধ্য়ে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকের উপরিঅংশের মৃত স্কিন তুলে ফেলে, ফলে ত্বক হয় ঝকঝকে এবং প্রাণবন্ত।

এবার তাহলে জেনে নিন কীভাবে আপনার ত্বককে প্রাণবন্ত করে তুলবেন।

ধাপ ১:

ধাপ ১:

প্রথমে দুকাপ ডিস্টিল ওয়াটার ফুটিয়ে নিন। তারপর তাতে এক চা চামচ গ্রিন টি-র পাতা মেলান। এবার অল্প আঁচে তা ১০ মিনিট ফুটিয়ে নিন।

ধাপ ২:

ধাপ ২:

ধীরে ধীরে ঘারের তাপমাত্রায় গ্রি টি-টা ঠাণ্ডা করুন। এবার আপনি পেয়ে গেছেন একটা সবুজ রং-এর মিশ্রন। এই মিশ্রনটি আরও গাড় করতে চাইলে তাতে আরও এক চা চামচ গ্রিন টি পাতা মিশিয়ে দিতে পারেন।

ধাপ ৩:

ধাপ ৩:

এবার মিশ্রনটি একবার ছেঁকে নিন। তারপর তাতে ৩-৪ ড্রপ রোজহিপ তেল মেলান। এই তেলটি আপনার ত্বককে আদ্র হওয়া থেকে বাঁচাবে।

ধাপ ৪:

ধাপ ৪:

মিশ্রনটিতে এবার মেলান দুই টেবিলস্পুন মাপের গেলাপ জল। প্রসঙ্গত, গেলাপ জল ত্বককে পরিষ্কার রাখতে এবং রোমগ্রন্থিগুলিকে খুলে দিয়ে ত্বককে শ্বাস নিতে সাহায্য় করে।

ধাপ ৫:

ধাপ ৫:

কয়েকটি লেবু ছাড়িয়ে নিয়ে মিশ্রনে মিলিয়ে দিন। এক্ষেত্রে একটা জিনস মনে রাখবেন, এই মিশ্রনে একগাদা লেবু দেওয়ার কোনও প্রয়োজন নেই, অল্প একটু দিলেই চলবে।

ধাপ ৬:

ধাপ ৬:

এবার এই মিশ্রনটি একটা স্প্রে বটলে ঢেলে ফ্রিজে রেখে দিন ঠান্ডা হাওয়ার জন্য়। এই মিশ্রনটি যত ঠান্ডা হবে, তত এটি ত্বকের রক্ত চলাচল বাড়িয়ে স্কিনকে উজ্জ্বল করবে।

ধাপ ৭:

ধাপ ৭:

যখনই মনে হবে আপনার ত্বক তার ঔজ্জ্বল্য় হারাচ্ছে তখনই এই মিশ্রনটি সামান্য় মুখে ও গলায় স্প্রে করে নেবেন। কিছু সময়ের মধ্য়েই দেখবেন আপনার ত্বক এই মিশ্রনটিকে শুষে নিচ্ছে। তবে মনে রাখবেন এই মিশ্রনটি যাতে কোনও ভাবে চোখে চলে না যায়।

আরও কিছু টিপস:

আরও কিছু টিপস:

কেনাও ভাবে যদি এই মিশ্রনটি আপনার চোখে চলে যায় তাহলে জল দিয়ে ধুয়ে ফেলবেন।

যদি আপনার ত্বক খুব ড্রাই হয় তাহলে এই মিশ্রনটি ব্য়বহারের আগে মুখটা ভালো করে জলে ধুয়ে নেবেন।

অতিরিক্ত উজ্জ্বল ত্বক পেতে এই মিশ্রনটিতে সামান্য় ভিটামিন- ই ক্য়াপসুল জেল মেশাতে পারেন।

সবশেষে:

সবশেষে:

যতবার আপনি এই মিশ্রনটি ব্য়বহার করবেন ততবার দেখবেন আপনার ত্বক কত তুলতুলে, নরম এবং উজ্জ্বল হয়ে উঠছে।

English summary

ত্বককে ভালো রাখার এক পদ্ধতি। সৌন্দর্য।

Be it winter or summer, you can never really escape humidity in India! Which is why, you need to always keep this hydrating green tea face mist with you 24x7 and that is how to instantly revive and refresh your dull skin naturally!
Story first published: Friday, January 6, 2017, 11:30 [IST]
X
Desktop Bottom Promotion