For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) সামনে দুর্গাপূজা : এই ঘরোয়া উপায়ে মাত্র ৭ দিনেই পান উজ্জ্বল ত্বক

|

প্রতিটি মানুষই চায় নিজেকে সুন্দর করে তুলতে। আর সেটা করতে গেলে উজ্জ্বল, ফরসা ত্বক প্রয়োজন। বাজার চলতি যেসকল বিউটি প্রোডাক্ট রয়েছে, সেগুলি কতটা ভরসাযোগ্য তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। [এই ঘরোয়া টোটকায় ফরসা হোন মাত্র ১০ দিনে]

ফলে বাজারের ফেয়ারনেস ক্রিম নয়, ঘরোয়া পদ্ধতিতেই উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব। তবে তার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। [ত্বকের বয়স ধরে রাখুন এই ঘরোয়া খাবার খেয়ে]

নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন, কী কী পদ্ধতি অবলম্বন করলে পুজোর মধ্যেই উজ্জ্বল ত্বক পেতে পারেন আপনি। [এই ১০ টা ভুল পুরুষেরা আকছার করেই থাকে]

মুখ ধোওয়া

মুখ ধোওয়া

নির্দিষ্ট সময় পরপরই মুখ ধোওয়া উচিত যাতে মুখের পাতলা চামড়ায় ময়লা বসে ঔজ্জ্বল্য না হারায় বা ব্রন না হয়।

ফেস প্যাক লাগান

ফেস প্যাক লাগান

ভালো কোম্পানির ফেয়ার ফেস প্যাক মুখে লাগান। স্ক্রাব ব্যবহার করে মুখের ডেড স্কিন তুলে নিন।

লেবু

লেবু

লেবু প্রাকৃতিক উপায়ে ব্লিচিংয়ের কাজ করে। একটুকরো লেবু নিয়ে মুখ ঘষুন অথবা রস বের করে তা ফেস প্য়াকের মধ্য়ে দিয়ে মুখে লাগান।

ফল

ফল

কলা, পেপের মতো ফল মুখে মাখলে ত্বকের উজ্জ্বলতা অনেক বেড়ে যায়।

সূর্যের আলো

সূর্যের আলো

এই সময়ে সূর্যের আলো এড়িয়ে চলা উচিত। ট্য়ান বিহীন ত্বক পেতে হলে কড়া রোদকে এড়িয়ে চলতেই হবে আপনাকে।

টুপির ব্যবহার

টুপির ব্যবহার

কড়া রোদে বেরতে হলে অবশ্যই টুপির ব্যবহার করুন। সূর্যের হাত থেকে এটিই আপনাকে বাঁচাবে।

দইয়ের ব্যবহার

দইয়ের ব্যবহার

টক দইয়ে রয়েছে এমন উপাদান যা ত্বককে পরিষ্কার করে ও ঔজ্জ্বল্য বাড়ায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফরসা ত্বক পেতে দই মাখুন মুখে।

পরিষ্কার করা

পরিষ্কার করা

চায়ের পাতা, অ্যালোভেরার রস ইত্যাদি ত্বক পরিষ্কারের জন্য ব্যবহার করুন। পাশাপাশি তুলোর মধ্যে দুধ নিয়ে তা দিয়ে ত্বককে পরিষ্কার করতে পারেন।

পানীয় জল

পানীয় জল

বেশি করে পানীয় জল খান। জল শরীরের দূষিত পদার্থগুলিকে বের করে দিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

English summary

Get Fair Skin In Just 7 Days!

Get Fair Skin In Just 7 Days!
Story first published: Wednesday, October 14, 2015, 18:44 [IST]
X
Desktop Bottom Promotion