For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ত্বকের জেল্লা ফেরাতে চান? ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই ফেস মাস্কগুলি ব্যবহার করুন

|

ত্বকের জেল্লা ফেরাতে আমরা কতকিছুই না করি! মার্কেটে আসা নিত্যনতুন প্রোডাক্টের ব্যবহার, বিউটি ট্রিটমেন্ট সবই করে থাকি আমরা। কিন্তু, তার পরেও কোনও লাভ হয় না। মার্কেটের প্রোডাক্টে থাকা রাসায়নিক বরং ত্বকের ক্ষতি করে। তাই, কিছু ঘরোয়া বা প্রাকৃতিক উপায় জানলে নিমেষেই ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে পারেন আপনিও!

5 Fruit Face Masks For Dull Skin

ত্বকের সৌন্দর্য ফেরাতে আমরা সাধারণত বিভিন্ন ফল ও সবজি ব্যবহার করেই থাকি। ছোটবেলায় ঠাকুমা-দিদিমাদের কাছেও আমরা শুনেছি যে, রোজ ফল ও শাকসবজি খেলে ত্বক ও চুল দুটোই ভালো থাকে। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা ত্বকের সৌন্দর্য ফেরাতে সাহায্য করে। আজ আমরা আপনাদের কাছে পাঁচটি ফ্রুটস্ ফেস মাস্কের কথা বলব, যা প্রয়োগ করলে আপনার ত্বক উজ্জ্বল ও কোমল হয়ে উঠবে।

১) কলার ফেস মাস্ক

১) কলার ফেস মাস্ক

কলাতে প্রচুর পরিমাণে পটাসিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি-৬ এবং ভিটামিন এ রয়েছে, এই সবগুলিই ত্বককে স্বাস্থ্যকর রাখতে গুরুত্বপূর্ণ। এটি আপনার ত্বককে ময়েশ্চারাইজ এবং উজ্জ্বল রাখে। কলাতে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যও রয়েছে, যা ত্বককে বাইরের পরিবেশগত ক্ষতির হাত থেকে রক্ষা করে।

যা যা লাগবে

ক) ১টি পাকা কলা

খ) ১ টেবিল চামচ মধু

পদ্ধতি

ক) কলাতে মধু দিয়ে তা ভালোভাবে মাখুন।

খ) এই মিশ্রণটি আপনার মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন।

গ) পরে মুখ ধুয়ে ফেলুন।

২) তরমুজের ফেস মাস্ক

২) তরমুজের ফেস মাস্ক

তরমুজ ত্বকের জন্য একটি প্রাকৃতিক ময়শ্চারাইজিং এবং এক্সফোলিয়েটিং এজেন্ট। তরমুজে থাকা ভিটামিন সি ত্বককে নরম রাখে। দই ডেড স্কিন সেল অপসারণ করে এবং লেবু ত্বককে উজ্জ্বল করে।

যা যা লাগবে

ক) ২-৩ টুকরো তরমুজ

খ) ১ টেবিল চামচ দই

গ) ২-৩ ফোঁটা লেবুর রস

পদ্ধতি

ক) তরমুজে দই এবং লেবুর রস দিয়ে ভালোভাবে মাখুন।

খ) মিশ্রণটি পুরো মুখে ২০-২৫ মিনিট লাগিয়ে রাখুন।

গ) পরে ধুয়ে ফেলুন।

৩) আমের ফেস মাস্ক

৩) আমের ফেস মাস্ক

ত্বকের জন্য আম খুবই কার্যকরী একটি ফল। আমে ভিটামিন সি আছে, যা ত্বকের জন্য খুবই উপকারি। আটা এবং দুধ এই দুইয়ের মধ্যেই স্কিন এক্সফোলিয়েটিং বৈশিষ্ট্য রয়েছে , যা মুখ থেকে ডাল এবং ডেড স্কিন অপসারণ করে।

যা যা লাগবে

ক) ১ টেবিল চামচ পাকা আমের শাঁস

খ) ১ টেবিল চামচ আটা

গ) ১ চা চামচ দুধ

পদ্ধতি

ক) একটি বাটিতে সমস্ত উপাদান মিশ্রিত করে পেস্ট বানান।

খ) আপনার পুরো মুখে মিশ্রণটি প্রয়োগ করুন এবং আঙ্গুল দিয়ে গোলাকারভাবে ম্যাসাজ করুন।

গ) এটি শুকোতে দিন।

ঘ) পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৪) পেঁপের ফেস মাস্ক

৪) পেঁপের ফেস মাস্ক

পেঁপেতে উৎসেচক পাপাইন থাকে, যা ত্বকের জন্য একটি এক্সফোলিয়েটিং এজেন্ট এবং ত্বকের ডেড স্কিন সেল অপসারণ করতে সহায়তা করে। পেঁপেতে থাকা ভিটামিন এ ত্বকের জন্য খুবই উপকারি। এছাড়া, মধু আমাদের ত্বককে ময়েশ্চরাইজ এবং কোমল রাখতে সহায়তা করে।

যা যা লাগবে

ক) ২-৩ টুকরো পেঁপে

খ) ১ চা চামচ মধু

পদ্ধতি

ক) একটি পাত্রে পেঁপেটি ভালো করে থেঁতলান।

খ) এতে মধু যোগ দিয়ে ভালভাবে মেশান।

গ) এরপর মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন।

ঘ) তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

৫) আপেলের ফেস মাস্ক

৫) আপেলের ফেস মাস্ক

আপেল ভিটামিন সি, পলিফেনল এবং অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যযুক্ত যা ত্বকে রক্ত ​​সঞ্চালন এবং কোলাজেন উৎপাদন উন্নত করে ত্বক উজ্জ্বল রাখে।

শত চেষ্টা করেও মুখ থেকে ব্রণ দূর হচ্ছে না? ব্যবহার করুন এই ফেস মাস্কগুলিশত চেষ্টা করেও মুখ থেকে ব্রণ দূর হচ্ছে না? ব্যবহার করুন এই ফেস মাস্কগুলি

যা যা লাগবে

ক) ১টি আপেল

খ) ১ টেবিল চামচ মধু

পদ্ধতি

ক) আপেলটি গ্রেট করে তাতে মধু দিয়ে ভালোভাবে মেশান।

খ) এবার মিশ্রণটি আপনার মুখে লাগান।

গ) ১৫-২০ মিনিট এটি রেখে, তারপরে জল দিয়ে ধুয়ে নিন।

English summary

5 Fruit Face Masks For Dull Skin

Read on as we present to you the top 5 fruits face masks you can try to beat dull skin.
X
Desktop Bottom Promotion