For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ঘরোয়া উপায়েই তুলে ফেলুন মুখের অবাঞ্ছিত লোম, দেখে নিন কী করবেন

|

বেশিরভাগ মানুষই নিজের মুখ নিয়ে সবচেয়ে বেশি সচেতন। ঝকঝকে তকতকে মুখ সকলেই পছন্দ করে। তাই মুখের সৌন্দর্য ধরে রাখতে আমরা কত কিছুই না করি। কিন্তু মুখের অতিরিক্ত লোম বা ফেসিয়াল হেয়ার স্বাভাবিক সৌন্দর্যে বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তো এটি অবশ্যই একটি সমস্যা! মেকআপ করলেও ঢাকা পড়ে না ফেসিয়াল হেয়ার। এই অবাঞ্ছিত লোম থেকে মুক্তির জন্য অনেকেই নানান পদ্ধতি অবলম্বন করে থাকেন। তবে এমন কিছু ঘরোয়া উপায় আছে, যার সাহায্যে আপনি সহজেই মুখের অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে পারেন।

Face Packs To Remove Facial Hair Naturally At Home

এই আর্টিকেলে কয়েকটি ঘরোয়া ফেস প্যাক দেওয়া হল, যার সাহায্যে মুখের অবাঞ্ছিত লোম থেকে সহজেই মুক্তি মিলতে পারে।

বেসন, হলুদ ও গোলাপ জল

বেসন, হলুদ ও গোলাপ জল

এই তিনটি উপাদান দিয়ে তৈরি প্যাক মুখের লোম পরিষ্কার করার পাশাপাশি, ত্বক ভালো রাখতেও সাহায্য করে। এই ফেস প্যাক ত্বককে আর্দ্র ও সফ্ট রাখে। একটি বাটিতে সমপরিমাণ বেসন ও হলুদ গুঁড়ো নিয়ে, তাতে গোলাপ জল মিশিয়ে নিন। এরপর এই পেস্টটি মুখে লাগিয়ে রাখুন বেশ কিছুক্ষণ। ১৫-২০ মিনিট পর শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।

বেসনের প্যাক

বেসনের প্যাক

বেসন তো প্রত্যেকের বাড়িতেই থাকে। একটি বাটিতে চার টেবিল চামচ বেসন, এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ ক্রিম এবং দুই-তিন চা চামচ দুধ নিয়ে খুব ভালোভাবে মিশ্রিত করুন। পেস্টটি ঘন না হওয়া পর্যন্ত সমস্ত উপাদানগুলি মেশান। তারপর পুরো মুখে এই পেস্ট লাগিয়ে শুকোতে দিন। একেবারে শুকিয়ে গেলে তুলে ফেলুন। নিয়মিত ব্যবহার করতে পারেন এই প্যাকটি।

ডিমের সাদা অংশের প্যাক

ডিমের সাদা অংশের প্যাক

বাটিতে ডিমের সাদা অংশ নিন, তাতে এক চা চামচ কর্নস্টার্চ এবং এক চা চামচ চিনি যোগ করুন। এই সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার মুখে লাগিয়ে শুকোতে দিন। অন্তত ৩০ মিনিট রাখুন। পেস্টটি শুকিয়ে শক্ত হয়ে গেলে মাস্কটি তুলে ফেলুন। এতে ফেসিয়াল হেয়ার ওঠার পাশাপাশি, ত্বকের মৃত কোষও উঠে যাবে।

কলা এবং ওটমিল স্ক্রাব

কলা এবং ওটমিল স্ক্রাব

যাদের ড্রাই স্কিন তাদের জন্য এই প্যাকটি সবচেয়ে কার্যকরী। এটি কেবল মুখের লোমই দূর করবে না, পাশাপাশি ভিটামিন এবং খনিজ সরবরাহের মাধ্যমে মুখের ত্বকে পুষ্টি যোগাবে।

এই স্ক্রাব তৈরি করতে, অর্ধেক পাকা কলা নিয়ে ম্যাশ করে নিন। তারপর ওই ম্যাশ করা কলায়, দুই টেবিল চামচ ওটমিল দিয়ে ব্লেন্ড করুন। এবার আপনার মুখে মিশ্রণটি লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন। চুল যেদিকে বৃদ্ধি হয় তার বিপরীত দিক করে ঘষবেন। এইভাবে ৩-৪ মিনিট স্ক্রাব করার পরে, মিশ্রণটি মুখে কিছুক্ষণ ওভাবেই রেখে দিন। ত্বকে মিশ্রণটি শক্ত হয়ে গেলে, হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

চালের গুঁড়ো এবং হলুদের মাস্ক

চালের গুঁড়ো এবং হলুদের মাস্ক

দুই টেবিল চামচ চালের গুঁড়ো, দুই চা চামচ হলুদের গুঁড়ো এবং দুই থেকে তিন চা চামচ দুধ (প্রয়োজন অনুযায়ী দিন) নিয়ে ভালো করে ব্লেন্ড করুন। পেস্টটি ঘন হলে মুখে লাগিয়ে পুরোপুরি শুকোতে দিন। এরপর হালকা গরম জল দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলুন৷

English summary

Face Packs To Remove Facial Hair Naturally At Home In Bengali

Try these 5 simple but effective home remedies for facial hair removal. Read on.
Story first published: Thursday, February 10, 2022, 18:36 [IST]
X
Desktop Bottom Promotion