For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আই লাইনার শেষ হয়ে গিয়েছে? আইশ্যাডো দিয়েই তৈরি করে ফেলুন নানা রঙের আই লাইনার!

|

বড়, কালো, টানাটানা সুন্দর চোখ মুখের সৌন্দর্য এক লহমায় অনেকগুণ বাড়িয়ে তুলতে পারে। কিন্তু সবাই তো আর অমন সুন্দর চোখ নিয়ে জন্মান না! তাই তাঁদের আই মেকআপের ওপরই ভরসা করতে হয়। চোখকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আমরা প্রথমেই যে প্রসাধনীটি ব্যবহার করি, তা হল আই লাইনার। আই লাইনার ব্যবহারে ছোটো চোখও বেশ বড় দেখায়। এবার বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন আপনার পছন্দের রঙের আই লাইনার।

Easy Steps To Make Eye Liner From Your Eye Shadow

যা যা উপকরণ প্রয়োজন

একটি ছোটো পরিষ্কার কাঁচের শিশি

আপনার পছন্দের রঙের আইশ্যাডো

প্রাইমার

আই লাইনার ব্রাশ

জল

কটন সোয়াব

আই লাইনার তৈরির পদ্ধতি

প্রথম ধাপ

প্রথমেই হাত ও কাঁচের শিশিটি ভাল করে ধুয়ে শুকিয়ে নিন। তার পর কটন বাডের সাহায্যে ঘষে ঘষে নিজের পছন্দের রঙের আইশ্যাডো তুলে শিশিতে ভরে নিন।

দ্বিতীয় ধাপ

এবার আইশ্যাডোতে পাউডারের সঙ্গে কয়েক ফোঁটা জল মিশিয়ে ঘন পেস্টের মতো তৈরি করে নিন।

তৃতীয় ধাপ

পাতলা আই লাইনার ব্রাশের সাহায্যে ভাল করে প্রোডাক্ট মিশিয়ে নিন। খেয়াল রাখবেন এই মিশ্রণে কোথাও যেন দলা পাকিয়ে না থাকে। মিশ্রণটি যেন বেশি পাতলা না হয়।

চতুর্থ ধাপ

এবার এই মিশ্রণে অল্প পরিমাণে আই প্রাইমার বা ফেস প্রাইমার মেশান। যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণে প্রাইমার সম্পূর্ণরূপে মিশছে, ততক্ষণ আই লাইনার ব্রাশ দিয়ে মেশাতে থাকুন। সব উপকরণ ভাল ভাবে মিশে গেলে শিশির মুখ আটকে দিন। এই আই লাইনারটি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন : কনট্যাক্ট লেন্স পরেন? চোখের মেকআপের সময় মাথায় রাখুন এই বিষয়গুলি

English summary

Easy Steps To Make Eye Liner From Your Eye Shadow

Follow the steps to make your very own eyeliner with eyeshadow. Read on.
Story first published: Tuesday, July 5, 2022, 18:49 [IST]
X
Desktop Bottom Promotion