For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দিওয়ালির জন্য চোখের সহজ মেকআপ!

By Super Admin
|

চোখের মেকআপ অত্যন্ত মজার হতে পারে এবং এতে যে কোনো চেহারা পরিবর্তিত হতে পারে| চোখের মেকআপের সঙ্গে, চেহারার বাকি সাজ ন্যূনতম রাখা যেতে পারে| আমরা কিছু মজার সহজ চোখের মেকআপের কথা বলব যা আপনি এই দিওয়ালিতে চেষ্টা করে দেখতে পারেন| চোখের মেকআপের কারসাজি বেশ মজার হতে পারে এবং আক্ষরিক অর্থে এতে আপনার এক ধরণের আসক্তি জন্মাতে পারে এবং বিভিন্ন রূপ চেষ্টা করতে আপনি শেষ পর্যন্ত অভিনব প্যালেটও কিনে ফেলতে পারেন|

আর এই চোখের মেকআপ শুধু ভারতীয় জামাকাপড়েই দারুন মানায় তা নয় এটা যে কোনো পোশাকের সাথেই মানিয়ে গিয়ে আপনাকে আরও মোহময়ী করে তুলতে পারে| আমরা এই সব তথ্য জানাতে চাই এই দিওয়ালি উৎসবে, যা এক প্রকার প্রাণের উদযাপন| সুতরাং, আপনার আনারকলি অথবা যে কোনো সুন্দর সুটের সাথে চোখ ধাঁধানো চোখের মেকআপে নিজেকে প্রত্যেকটি আলোকচিত্রের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলুন | হয়ত সামান্য দক্ষতা এবং অনুশীলনের প্রয়োজন হতে পারে, কিন্তু তার যথার্থই মূল্য আছে! আসুন দেখা যাক এই মেকআপগুলি|

রূপ 1:

রূপ 1:

বাদামী এবং গোলাপী শেডের এই চোখের মেকআপ খুব সূক্ষ্ম এবং উৎকৃষ্ট মানের পরিচয় দেয়| হালকা গোলাপী, সাদামাটা চোখের মেকআপে একটা আলাদা মাত্রা এনে দেয়| এর সাথে গাঢ় প্লাম লিপস্টিক পরা যেতে পারে|

রূপ 2:

রূপ 2:

দিওয়ালির জন্য এটি একটি মৌলিক চোখের মেকআপ যাতে নিউট্রাল শেডের সাথে ডানার মতো আইলাইনার ব্যবহার করা যেতে পারে| গোল্ডেন আইশ্যাডোটি যেটা নিচের চোখের পাতার কাছে ব্যবহার করা হয়েছে একটা আলাদা চমক এনে দেয় বাদবাকি সাদামাটা চেহারায়|

রূপ 3:

রূপ 3:

বেগুনি, রুপালি এবং তামাটে হ্যাঁ, এই সব শেডস দারুন কার্যকরী হয় যখন একত্রে সঠিকভাবে ব্যবহার করা হয়| চোখের ওপরের পাতায় একটু পুরু করে আইলাইনারের ছোঁয়া এবং মাসকারার অনেকগুলি পোঁচের এই দিওয়ালির মেকআপ আপনাকে অনন্য করে তুলবেই|

রূপ 4:

রূপ 4:

সোনালী রঙের আইশ্যাডোর ব্যবহার এই রূপের প্রধান আকর্ষণ|এতে চোখ বড় দেখায় এবং এর সাথে কোনো উজ্জ্বল লিপস্টিক, বিশেষভাবে উজ্জ্বল লাল তরল ম্যাট লিপস্টিক সত্যিই ভাল লাগে|

রূপ 5:

রূপ 5:

সূক্ষ রোজ গোল্ড আইশ্যাডোর সাথে নিউট্রাল উপাদান ব্যবহারের এই সুন্দর মেকআপ কখনো ভুল হতে পারে না| এর জুটি হিসেবে একটি সাদা আনারকলি আপনাকে মোহময়ী করে তুলবেই|

রূপ 6:

রূপ 6:

এটি সমগ্র রোজ গোল্ড উপাদানের পরিপ্রেক্ষিতে একটু বেশি সাহসী|একে হ্যালো আইশ্যাডো বলা হয়ে থাকে| গাঢ় গোলাপি শেড ও গাঢ় সোনালী শেডের আইশ্যাডো ব্যবহার করা হয়েছে|

রূপ 7:

রূপ 7:

আপনি সত্যিই যদি সাহসী হতে চান, তাহলে এই উজ্জ্বল লাল আইশ্যাডো চেষ্টা করে দেখতে পারেন|আপনার লিপস্টিকের রং হালকা রাখতে ভুলবেন না, নাহলে আপনার মেকআপ রুচিহীনতার পরিচয় দিতে পারে|

রূপ 8:

রূপ 8:

দিওয়ালির জন্য এটি একটি সত্যি সহজ শ্যাম্পেন গোলাপী আইশ্যাডো যার মধ্যেখানে কিছু গ্লিটারের ছোঁয়া অপরূপ করে তোলে| এটি যে কোনো রঙের সুটের সঙ্গে ভালো দেখায়| সুতরাং, দিওয়ালির জন্য এই চোখের মেকআপ চেষ্টা করুন এবং নিজেকে আকর্ষণীয় করে তুলুন|

English summary

দিওয়ালির জন্য চোখের মেকআপ!

Eye makeup is extremely fun and can change up any look. With eye makeup there, the rest of the look can be kept minimal. We'll be sharing some fun easy eye makeup looks you can try for Diwali.
Story first published: Friday, October 28, 2016, 10:49 [IST]
X
Desktop Bottom Promotion