For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Durga Puja Special : এবার পুজোয় বাড়িতে বসেই এই অসাধারণ নেল আর্টগুলি করে ফেলুন

|

সামনেই পুজো। তাই এবার নিজের সাজগোজের দিকেও একটু ধ্যান দিতে হবে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, নিজেকে এবার সাজিয়ে তোলার পালা। প্রথমেই শুরু করা যাক নখ দিয়ে। নখে নেল পলিশ লাগানোর পাশাপাশি বিগত কয়েক বছর ধরে নেল আর্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এতে নখ এবং হাতের সৌন্দর্য আরও বেশি পরিমাণে ফুটে ওঠে। সাধারণত আমরা অনেকেই পার্লারে গিয়েই নেল আর্ট করিয়ে থাকি। কিন্তু সবসময় পার্লারে গিয়ে নেল আর্ট করানো সম্ভব হয়ে ওঠে না, আর তাছাড়া করোনা ভাইরাসের কারণে পার্লারে যাওয়া অনেকেই কমিয়ে দিয়েছেন।

Durga Puja Special Nail Art Design Ideas

তবে চিন্তার কিছু নেই, আজ আমরা আপনাদের জন্য কিছু অসাধারণ নেল আর্ট ডিজাইন নিয়ে এসেছি, যেগুলি আপনি বাড়িতে বসে অনায়াসেই করতে পারেন।

১) মার্বেল নেল আর্ট

১) মার্বেল নেল আর্ট

পার্লারে না গিয়ে আপনি বাড়িতে বসেই এই নেল আর্ট করতে পারেন। ঘাবড়ানোর কোনও প্রয়োজন নেই, খুবই সহজ মার্বেল নেল আর্ট করা। বিশেষত, যারা প্রথমবার নিজে নেল আর্ট ট্রাই করছেন, তাদের জন্য এটি একদম পারফেক্ট।

যা যা লাগবে

আপনার পছন্দমতো তিন থেকে চারটি কালারের নেলপলিশ

পেট্রোলিয়াম জেলি

জল

একটি বড় বাটি

টুথপিক

পদ্ধতি

ক) সর্বপ্রথমে প্রত্যেকটি নখের চারপাশের চামড়ায় ভাল করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন।

খ) এবার বাটিতে জল ভরে তাতে অল্প অল্প করে নেলপলিশ ঢালুন।

গ) নেলপলিশ ঢালার সময় খেয়াল রাখবেন যাতে সার্কেলের মতো আকার তৈরি হয়।

ঘ) এরপর এক একটি সার্কেলের মধ্যে অন্য আরেকটি কালার দিয়ে আরও একটি সার্কেল তৈরি করতে হবে। এভাবে বেশ কয়েকটি সার্কেল তৈরি করুন।

ঙ) এরপর টুথপিক দিয়ে সেই কালারের উপর পছন্দমতো ডিজাইন তৈরি করে নিন।

তারপর সেই ডিজাইনের মধ্যে একটা একটা আঙুল ডুবিয়ে নিন এবং নখে ডিজাইন ছেপে গেলে আঙুল তুলে নিন।

চ) নখের বাইরে লেগে থাকা নেলপলিশ মুছে ফেলুন।

২) ফ্রেঞ্চ ম্যানিকিওর নেল আর্ট

২) ফ্রেঞ্চ ম্যানিকিওর নেল আর্ট

খুব কম পরিশ্রমেই আপনি এই নেল আর্ট করতে পারেন। এতে নখগুলি দেখতে উজ্জ্বল ও খুব সুন্দর লাগে।

যা যা লাগবে

পিঙ্ক কালারের নেল পলিশ

সাদা রঙের নেল পলিশ

ওয়াটার কালার নেল পলিশ

পদ্ধতি

ক) সবার আগে ওয়াটার কালার নেল পলিশ দিয়ে বেস কোট লাগিয়ে নিন।

খ) শুকিয়ে গেলে দু'কোট পিঙ্ক কালার নেল পলিশ লাগান।

গ) নখের উপর যেটুকু অংশ সাদা করতে চান, সেখানে সাদা নেল পলিশ লাগান।

ঘ) শুকিয়ে গেলে আবার একবার ওয়াটার কালার নেল পলিশ লাগান।

দুর্গাপূজা স্পেশাল : এই পুজোয় নিজেকে সবচেয়ে সুন্দর করে তুলুন, রইল কিছু মেকআপ টিপসদুর্গাপূজা স্পেশাল : এই পুজোয় নিজেকে সবচেয়ে সুন্দর করে তুলুন, রইল কিছু মেকআপ টিপস

৩) ডটেড নেল আর্ট

৩) ডটেড নেল আর্ট

ডটেড নেল আর্ট কঠিন মনে হলেও, এটি করা খুব একটা শক্ত নয়। আপনি বাড়িতে বসে খুব সহজেই এই নেল আর্টটি করে ফেলতে পারেন। তাহলে দেখে নিন কীভাবে করবেন।

যা যা লাগবে

আলাদা রঙের দুটি নেলপলিশ,

একটি ট্রান্সপারেন্ট নেলপলিশ,

টুথপিক

পদ্ধতি

ক) সবার আগে বেস কোট লাগিয়ে নিন।

খ) শুকিয়ে গেলে আপনার পছন্দমতো একটি কালারের নেলপলিশ লাগান। ইচ্ছে হলে দু-তিন কোট নেলপলিশ লাগাতে পারেন।

গ) শুকিয়ে গেলে টুথপিকের পিছনের অংশ আরেকটি নেলপলিশে ডুবিয়ে আপনার নখের উপরে ছোট-ছোট ডট আঁকুন।

ঘ) হয়ে গেলে শুকিয়ে নিন এবং তার উপরে ট্রান্সপারেন্ট নেল পলিশের একটা কোট লাগিয়ে নিলেই হয়ে যাবে ডটেড নেল আর্ট।

৪) ক্লিন লাইনস নেল আর্ট

৪) ক্লিন লাইনস নেল আর্ট

এই নেল আর্ট করতে মাত্র দুটি সামগ্রী লাগবে ওবং পরিশ্রমও খুব কম হবে। শুধুমাত্র ব্যান্ড এড আর নেলপলিশের সাহায্যেই হবে কিস্তিমাত।

যা যা লাগবে

ব্যান্ড এড

পছন্দমতো ভিন্ন রঙের দুটি নেলপলিশ ( উজ্জ্বল রঙ হলে ভাল হয়)

পদ্ধতি

ক) সর্বপ্রথমে বেস কোট লাগিয়ে নিন।

খ) এবার আপনার পছন্দমতো একটি কালারের নেলপলিশ লাগিয়ে শুকিয়ে নিন।

গ) এরপর একটি ব্যান্ড এড দু'দিক থেকে কেটে নিন, যাতে দু'দিকের হাফ সার্কল আকার পাওয়া যায়। হাতের তালুতে দু-তিনবার ব্যান্ড এড লাগিয়ে তুলে নিন, এতে তার আঠার পরিমাণটাও কমবে। ফলে নখে নেল পলিশের উপরে ব্যান্ড এড লাগালে নেল পলিশ নষ্ট হবে না।

ঘ) এরপর নখের উপরের অংশ ছেড়ে বাকি অংশে ব্যান্ড এড লাগিয়ে দিন। তবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে ব্যান্ড এড এর গোলাকার অংশ নখের উপরিভাগে না থাকে।

ঙ) তারপর ব্যান্ড এডের উপর দিয়ে নখের উপরের অংশে আরেকটি রঙের নেল পলিশ লাগিয়ে নিন এবং শুকিয়ে গেলে ব্যান্ড এড খুলে দিন।

English summary

Durga Puja 2022 : Stunning Nail Art Designs To Try At Home

Durga Puja Special Nail Art Design Ideas. Read on to know.
X
Desktop Bottom Promotion