For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

DIY: লম্বা এবং মজবুত চুলের জন্য অলিভ ওয়েল ও ডিমের রেসিপি

By Anindita Sinha
|

প্রত্যেক মহিলারাই চাহিদা সুন্দর ও মজবুত চুল, যা তার সৌন্দর্য্যের আলাদা একটি মাত্রা যোগ করবে।

কিন্তু, চুলের বৃদ্ধির এই প্রক্রিয়াটি খুবই লম্বা ও ধীর। অতিরিক্ত ১ ইঞ্চি চুল বৃদ্ধি হওয়ার জন্য, এই অনন্তকাল ধরে অপেক্ষা করব, এমন ধৈর্য্যশীল আমাদের মধ্যে কেউই নই।

নিজেদের সার্বিক সৌন্দর্য্য বৃদ্ধি করার তাগিদে লম্বা চুল পেতে, মহিলাদের হামেশাই প্রচুর পরিমাণে বন্দোবস্তের মধ্যে দিয়ে যেতে হয়। তারা শেষমেশ ব্যয়বহুল চিকিৎসা বা রাসায়নিক পদার্থে পূর্ণ হেয়ার কেয়ার প্রোডাক্টের শরণাপন্ন হন।

এটি তাদের চুলের আরো ক্ষতি করে ও খুব খারাপভাবে চুলের বৃদ্ধিকে প্রভাবিত করে।

চুলের বৃদ্ধির জন্য DIY রেসিপি

লম্বা চুলের জন্য এইসব বিকল্পের ওপর ভরসা করার চেয়ে বরং কেউ নিজের বাড়িতে বসেই, লম্বা চুলের জন্য ডিম ও অলিভ ওয়েলের মতো মৌলিক উপাদানগুলি দিয়েই DIY রেসিপি তৈরি করে নিতে পারেন।

ডিম, প্রোটিন, জিঙ্ক ও সালফারে পরিপূর্ণ, যা নতুন চুল গজাবার জন্য দারুণ ভাল।

আরেক দিকে, অলিভ ওয়েলের একাধিক চুল সম্বন্ধীয় উপকার রয়েছে। এটা একটি প্রাকৃতিক হেয়ার কন্ডিশনারের মতো কাজ করে এবং প্রতিদিনের চুলের যত্নবিধিতে আপনার এটিকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

ডিম ও অলিভ ওয়েলের একত্রে ব্যবহার, চুলগুলিকে লম্বা এবং উজ্জ্বল করে তোলে, যেহেতু এগুলি স্কাল্পকে ময়েশ্চারাইজ করে এবং আপনার চুলের স্বাস্থ্যের সার্বিক উন্নতি সাধন করে।

এই প্রবন্ধে আমরা বোল্ডস্কাই, লম্বা ও শক্তিশালী চুলের জন্য একটি অত্যন্ত কার্যকরী, DIY রেসিপি শেয়ার করে নিতে চলেছি।

উপকরণঃ

ডিমের সাদা অংশ

অলিভ ওয়েল

মধু

পদ্ধতিঃ

১. একটি পাত্রে একটি ডিমের সাদা অংশের সাথে, ১ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ ওয়েল ও ১ টেবিল চামচ মধু ভাল করে মিশিয়ে নিন।

২. একটা মসৃণ পেস্ট তৈরি হওয়া পর্যন্ত মেশান।

৩. পেস্টটি আপনার পুরো চুলে ভাল করে মেখে নিন।

৪. পেস্টটিকে প্রায় ২০ মিনিট মতোন এইভাবেই থাকতে দিন।

৫. ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

৬. ডিমের সাদা অংশের দুর্গন্ধ থেকে পরিত্রাণ পেতে শ্যাম্পু করে ফেলুন।

চুলের দ্রুত বৃদ্ধির জন্য আপনি এই প্রক্রিয়াটি, সপ্তাহে এক থেকে দুইবার পুনরাবৃত্তি করতে পারেন।

তাছাড়াও। একজনকে স্বাস্থ্যকর খাবার (তাকা ফল ও সবজি) খেতে হবে, প্রতিদিন এসেনশিয়াল ওয়েল দিয়ে চুল মাসাজ করতে হবে এবং ব্লো ড্রায়ার (blow dryers) ও স্ট্রেইটেনারসের (straighteners) মতো হেয়ার স্টাইলিং অ্যাপ্লাইন্সেসের থেকে দুরে থাকতে হবে।

English summary

DIY: লম্বা এবং মজবুত চুলের জন্য অলিভ ওয়েল ও ডিমের রেসিপি

Every woman desires to have long and strong hair that adds to her beauty quotient.
Story first published: Tuesday, November 22, 2016, 11:19 [IST]
X
Desktop Bottom Promotion