For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চোখের রিঙ্কেলস নিয়ে চিন্তিত? ব্যবহার করুন ঘরোয়া পদ্ধতিতে তৈরি আই ক্রিম

|

অস্বাস্থ্যকর জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং দূষণের কারণে আজকাল খুব কম বয়সেই ত্বকে নানা সমস্যা দেখা দিতে শুরু করে। অনেকেরই অল্প বয়সে ত্বকে বলিরেখা ও বয়সের ছাপ পড়তে দেখা যায়। বয়স বাড়তে না বাড়তেই চোখের পাশে, ঠোঁটের নীচে, কপালে ভাঁজ পড়তে শুরু করে। বিশেষ করে, চোখের চারপাশে সর্বপ্রথম রিঙ্কেলস দেখা দেয়। তাই সময় থাকতে থাকতেই চোখের যত্ন নেওয়া খুব প্রয়োজন।

DIY Anti-Wrinkle Eye Creams That You Can Make At Home

বলিরেখা বা রিঙ্কেলস দূর করতে অনেকে নামীদামি ব্র্যান্ডের বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন, কেউ কেউ আবার ঘরোয়া উপায়ে ভরসা রাখেন। আজকের আর্টিকেলে ঘরোয়া উপায়ে তৈরি ৩টি আই ক্রিমের উল্লেখ করা হল, যেগুলি চোখের চারপাশের ত্বককে বলিরেখা-মুক্ত রাখবে।

শসার সঙ্গে পুদিনা পাতা

শসার সঙ্গে পুদিনা পাতা

শসার সঙ্গে পুদিনা পাতা পিষে নিন। এতে তিন টেবিল চামচ দুধ, এক টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং কয়েক ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। চোখের নীচে পেস্টটি লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এই প্যাক চোখের ফোলাভাব, ডার্ক সার্কেল ও রিঙ্কেলস কমায়।

অ্যালোভেরার সঙ্গে ভিটামিন ই

অ্যালোভেরার সঙ্গে ভিটামিন ই

এক চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি চোখের নীচে লাগিয়ে নিন। আপনি চাইলে এতে কয়েক ফোঁটা নারকেল তেল এবং গোলাপ জলও মেশাতে পারেন।

অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই আই ব্যাগ প্রতিরোধ করে এবং ত্বককে হাইড্রেট করে। চোখের প্রদাহ এবং লালচে ভাবও কমায়।

নারকেল তেল এবং প্রিমরোজ অয়েল

নারকেল তেল এবং প্রিমরোজ অয়েল

নারকেল তেল হালকা গরম করে তাতে ভিটামিন ই ক্যাপসুল এবং প্রিমরোজ অয়েল মিশিয়ে নিন ভাল ভাবে। এবার এটি একটি জারে ঢেলে ফ্রিজে রেখে দিন। প্রতি রাতে ঘুমানোর আগে এটি চোখের নীচে প্রয়োগ করুন।

এই মিশ্রণটি চোখের চারপাশের চেহারা উন্নত করে। এছাড়া, প্রিমরোজ অয়েল ত্বকের জন্য অত্যন্ত উপকারি। এই তেল ব্রণ, একজিমা সারানোর জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

English summary

DIY Anti-Wrinkle Eye Creams That You Can Make At Home

Here are three natural under-eye cream that you can make at home. Read on.
X
Desktop Bottom Promotion