Just In
- 1 hr ago
Krishna Janmashtami 2022 : ১৮ না ১৯? কবে জন্মাষ্টমী? জেনে নিন তিথি, শুভক্ষণ ও পূজা বিধি
- 9 hrs ago
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? জানতে দেখুন ১২ অগস্টের রাশিফল
- 18 hrs ago
Dahi Bhindi Recipe : ডিনারে রুটির সঙ্গে বানিয়ে নিন দই ভেন্ডি, আঙুল চাটবে বাড়ির বাচ্চা থেকে বুড়ো
- 19 hrs ago
এই ৬ খাবারই রক্তে কোলেস্টেরল বাড়ায়, এখনই না ছাড়লে বিপদে পড়বেন!
চোখের চারপাশে রিঙ্কেলস নিয়ে চিন্তিত? এই ঘরোয়া পদ্ধতি প্রয়োগেই হবে সমস্যার সমাধান!
চোখ আমাদের শরীরের সবচেয়ে সুন্দর একটি অঙ্গ। চোখের মাধ্যমে আমাদের সৌন্দর্যের অনেকটাই ফুটে ওঠে। চোখ সুন্দর হলে মুখের গঠনও অনেকটা বদলে যায়। কিন্তু সেই সুন্দর চোখের চারপাশে যদি রিঙ্কেল বা কোঁচকানো রেখা দেখা যায়, তাহলে তা সবার ক্ষেত্রেই অস্বস্তিকর। কম বয়সে এটি মুখের সৌন্দর্যও নষ্ট করে।
অনেক মহিলা চোখের চারপাশে কোঁচকানো রেখা কমাতে বিভিন্ন বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন। কিন্তু আপনি হয়তো জানেন না যে, কয়েকটি ঘরোয়া পদ্ধতির সাহায্যে আপনি সহজেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। তাহলে আসুন জেনে নিই চোখের রিঙ্কেলস অপসারণের টিপস।

রোদে বেশি সময় থাকা
সূর্যের রশ্মি ত্বকের ব্যাপক ক্ষতি করে। আমাদের চোখ তীব্র সূর্যের আলো সহ্য করতে পারে না। তাই রোদে বেশি সময় ব্যয় করার কারণে মুখে রিঙ্কেল দেখা যায়।

চোখ ঘষার অভ্যাস
অনেকেরই ঘনঘন চোখ ঘষার অভ্যাস থাকে, এই কারণে চোখের চারপাশে রিঙ্কেলস পড়ে যায়। চোখ ঘষার ফলে চোখের পেশীগুলির ক্ষতি হয়।

ধূমপান
যাদের ধূমপানের অভ্যাস রয়েছে তাদের মুখেও রিঙ্কেলস দেখা যায়। ধূমপানে অনেক বিষাক্ত পদার্থ পাওয়া যায় যা ত্বকের ক্ষতি করে।

চোখ কুঁচকে হাসির অভ্যাস
অনেকের আবার চোখ কুঁচকে হাসির অভ্যাস রয়েছে, এর ফলে পেশীগুলির উপর চাপ পড়ে এবং যার ফলে সেগুলি দুর্বল হয়ে যায়। যার ফলে চোখে কোঁচকানো রেখা দেখা যায়।
রিঙ্কেলস নিরাময়ের ঘরোয়া প্রতিকার

আনারস
আনারসে ব্রোমেলিন নামক এনজাইম থাকে, যা রিঙ্কেল কমাতে খুব কার্যকর। আনারসের জুস নিয়ে ওই জায়গায় লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি আপনার চোখের চারপাশে কোঁচকানো রেখা কমিয়ে দেবে!

শসা
শসা ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি রিঙ্কেলস কমাতেও সহায়তা করে। এছাড়া শসা ডার্ক সার্কেল এবং পিগমেন্টেশন হ্রাস করতেও খুব কার্যকর।

অলিভ অয়েল
অলিভ অয়েল দিয়ে চোখের চারপাশে মালিশ করলে রিঙ্কেলের সমস্যা কমে। এটি ব্যবহার করলে ত্বক ময়েশ্চারাইজ থাকে, আবার মুখের সূক্ষ্ম রেখাও কম হয়।

ডিম
ডিমের সাদা অংশ ত্বককে শক্ত করতে সহায়তা করে। এর সাথে এটি মুখের কুঁচকে যাওয়াও কমায়।

ক্যাস্টর অয়েল
ক্যাস্টর অয়েল দিয়ে চোখে ম্যাসাজ করলে চোখের চারপাশের রিঙ্কেলস দূর হয়। ক্যাস্টর অয়েল দিয়ে আলতো করে মুখে ম্যাসাজ করুন। এটি ত্বকের কোলাজেন বাড়ায় এবং বলিরেখা কমায়।

দই
দইয়ের মধ্যে লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পরে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপরে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। দই ব্যবহার করলে মুখের মৃত ত্বক দূর হবে। এছাড়াও, চোখের চারপাশের পেশীগুলিও মজবুত হবে।
আরও পড়ুন :কনট্যাক্ট লেন্স পরেন? চোখের মেকআপের সময় মাথায় রাখুন এই বিষয়গুলি

এই বিষয়গুলি মাথায় রাখুন
ক) যদি আপনি রোদে বেশি সময় ব্যয় করেন, তবে ঘরের বাইরে বেরোনোর সময় চশমা এবং সানস্ক্রিন ব্যবহার করুন।
খ) ডায়েটে ফল, শাকসবজি, ডিম, মাছ, বিনস, বাদাম অন্তর্ভুক্ত করুন।
গ) ধূমপান ও মদ্যপান কমান।
ঘ) বেশি পরিমাণে জল পান করুন। দিনে অন্তত ৮-৯ গ্লাস জল পান করুন।