For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নিউ ইয়ার পার্টিতে আকর্ষণীয় লুকের জন্য এইভাবে করুন আই মেকআপ

|

নতুন বছর অর্থাৎ ২০২৪ সালকে বরণ করার প্রস্তুতি ইতিমধ্যেই চারিদিকে শুরু হয়ে গেছে। নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন করে বাঁচার চেষ্টা। আর নতুনভাবে সবকিছু শুরু করার আগে একটা জমাটি সেলিব্রেশন হবে না, তাও আবার হয় নাকি!

প্রতি বছরের মতো এবছরও নিশ্চয়ই আপনি নিউ ইয়ার পার্টির প্ল্যান করে ফেলেছেন? আর পার্টিতে যাওয়ার জন্য মেকআপের দিকে তো নজর দিতেই হবে।

Eye Makeup For New Year Party

নিউ ইয়ার পার্টিতে কেমন ভাবে চোখের মেকআপ করবেন, তার কিছু আইডিয়া এখানে দেওয়া হল। সুন্দর আই মেকআপ বদলে দিতে পারে আপনার পুরো লুক। তাহলে জেনে নিন, এবছর বর্ষবরণের পার্টিতে যাওয়ার জন্য কী ভাবে আই মেকআপ করবেন।

সাদা এবং ন্যুড শেড লাইনার ব্যবহার করুন

সাদা এবং ন্যুড শেড লাইনার ব্যবহার করুন

আই মেকআপের জন্য আজকাল সাদা এবং ন্যুড শেডের লাইনার ও কাজল খুব ব্যবহার করা হচ্ছে। নিউ ইয়ার পার্টির জন্য আপনিও ব্যবহার করতে পারেন। সাদা লাইনার লাগালে চোখের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়।

ডবল কোট মাস্কারা

ডবল কোট মাস্কারা

অন্য সময় মাস্কারা ব্যবহার না করলেও, পার্টির মেকআপে মাস্কারা মাস্ট! এতে চোখের পাতা খুব ঘন দেখায়। আর ঘন-লম্বা পাতা চোখের সৌন্দর্য বাড়িয়ে তোলে। তাই আপনার চোখের পাতায় মাস্কারার ডবল কোট বা তার বেশি কোট লাগান। চোখে আলাদা করে আইল্যাশ লাগিয়ে তারপর মাস্কারা লাগাতে পারেন। কিন্তু আইল্যাশ লাগাতে অস্বস্তি হলে, শুধু মাস্কারা দিয়েও ম্যানেজ করতে পারেন।

চোখের পাতার ওপরে প্রাইমার লাগান

চোখের পাতার ওপরে প্রাইমার লাগান

আই মেকআপ করার আগে চোখের পাতার ওপরে প্রাইমার লাগান। এছাড়া, আপনার যদি ডার্ক সার্কেল থাকে, তাহলে চোখের মেকআপের আগে অবশ্যই প্রাইমার ব্যবহার করুন। প্রাইমার লাগালে ডার্ক সার্কেল ঢাকা পড়ে যায়।

আকর্ষণীয় লুক চাই? আই মেকআপের সময় এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন!আকর্ষণীয় লুক চাই? আই মেকআপের সময় এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন!

রঙিন লাইনার ব্যবহার করুন

রঙিন লাইনার ব্যবহার করুন

নিউ ইয়ার পার্টিতে রঙিন লাইনার ব্যবহার করতে পারেন। লাল, কমলা, সবুজ, নীল, পিঙ্ক, খয়েরির মতো বিভিন্ন রঙের আই লাইনার কিনতে পাওয়া যায়। পোশাকের রঙের সঙ্গে ম্যাচ করে লাইনার ব্যবহার করুন। এক্ষেত্রে কাজল অ্যাভয়েড করলেও মাস্কারা লাগাতে ভুলবেন না যেন!

শিমারি আই

শিমারি আই

গর্জাস লুক আনতে চাইলে চোখে শিমার ব্যবহার করুন। দুই তিনটে রঙ মিলিয়ে আইশ্যাডো লাগিয়ে নিন, তার ওপর ব্যবহার করুন শিমার। এছাড়া, নিজের পছন্দ মতো কোনও শেডের হাইলাইটারও লাগাতে পারেন।

English summary

Best Eye Makeup For New Year Party In Bengali

Eye Makeup Tips: Best Eye Makeup For New Year Party In Bengali. Read On.
X
Desktop Bottom Promotion