For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

পাঁচটি প্রাচীন ভেষজ হেয়ার মাস্ক যা ক্ষতিগ্রস্ত চুল পুনরুজ্জীবিত করে

By Tulika Ghoshal
|

সঠিক খাওয়াদাওয়া ও যত্ন না নিলে খুব অল্প সময়ে আপনার চুল খারাপ থেকে আরো খারাপ হতে পারে|একটি শিশুর ন্যায় আমরা প্রায়ই এই সব প্রশ্ন অন্ধকারে হাতড়ে বেড়াই|কিসে চুল ক্ষতি হয়?এই সমস্যা কি নারী ও পুরুষের ভিন্ন ভিন্ন হয়? প্রাকৃতিক উপাদান ও ঘরোয়া চুলের মাস্ক কি ক্ষতিগ্রস্ত চুল কে পুনরুজ্জীবিত করতে পারে?

আসুন এক একটি করে প্রশ্নগুলিতে নজর দিই| যদিও, আপনার চুল প্রধানত আপনার জেনেটিক গঠনের উপর নির্ভর করে, তবুও কিছু কারণে আপনার চুল ক্ষতিগ্রস্ত হতে পারে|

প্রতিকূল দ্রব্য,এন্ড্রোজেনের মাত্রা বৃদ্ধি, ঔষধ, মানসিক চাপ ইত্যাদি, চুল কে ক্ষতিগ্রস্ত করে|

প্রাচীন ভেষজ হেয়ার মাস্ক

পুরুষেরা সাধারণত মাথার পিছনের ও কপালের কাছে চুল পড়ে যাবার সমস্যার সম্মুখীন হন কিন্তু মহিলারা সাধারণত চুলের সামগ্রিক আয়তনের হ্রাস অনুভব করে থাকেন|

আর, হ্যাঁ, ঘরোয়া চুলের মাস্কে আপনি আপনার চুল কে মেরামত এবং ক্ষতিগ্রস্ত চুলের বীজকোষ পুনরুজ্জীবিত করতে পারবেন|

মনে রাখবেন যে, যদিও কার্যকরী তবুও ক্ষতিগ্রস্ত চুলের জন্য এই ভেষজ চুল মাস্ক অবিলম্বে ফলাফল দেবে না|

অগ্রগতি ধীর এবং অবিচলিত হলেও এর ফলাফল দেখতে পাবেন| সর্বোপরি নিস্তেজ চুলের জন্য এই ঘরোয়া চুলের মাস্কে 100% জৈব এবং সম্পূর্ণ নিরাপদ|

সুতরাং, নিস্তেজ এবং ক্ষতিগ্রস্ত চুল পুনরুজ্জীবিত করার পাঁচটি প্রাচীন ভেষজ চুলের মাস্কে চোখ রাখুন!

মেথি

মেথিতে প্রচুর পরিমানে প্রোটিন আছে যা চুল স্থিতিস্থাপকতা উন্নত করে, এবং চুলের ভাঙ্গন রোধ করে| এছাড়াও এতে ভিটামিন সি, লৌহ এবং লিকিথিন আছে যা চুলের বীজকোষগুলিকে পুষ্টি যোগায় ও শক্তিশালী করে|

উপকরণ

  • দুই টেবিল চামচ মেথি বীজ
  • আধ কাপ টক দই
  • এক টেবিল চামচ নারকেল তেল

প্রণালী

এক কাপ জলে সারারাত মেথি ভিজিয়ে রাখুন| পরের দিন সকালে মেথি পিষে লেই বানিয়ে ফেলুন| এতে নারকেল তেল ও টক দই যোগ করুন|এই মাস্কটি মাথার ত্বকে ও চুলের প্রান্তে প্রয়োগ করুন ও তিরিশ মিনিটের মতো রেখে ধুয়ে ফেলুন|

ওটস

আরো একটি প্রাকৃতিক হেয়ার মাস্ক যাতে ভিটামিন বি ভরপুর আছে এবং যেটা চুলের বীজকোষগুলির আদ্রতা বজায় রেখে চুল কে আরো প্রাণবন্ত করে|আর তার ব্যাকটেরিয়াবিরোধী বৈশিষ্ট্য মাথার ত্বক পরিষ্কার ও চুলকানি প্রশমিত করে|

উপকরণ

  • আধ কাপ ওটস
  • দুই টেবিল চামচ নারকেল তেল
  • আধ কাপ দুধ

প্রণালী

সব উপাদানগুলির একটি লেই বানান| আপনার মাথার ত্বকে ও চুলে ভালো করে লাগিয়ে নিন | এই উপাদানগুলো কাঁধের দৈর্ঘ্যের চুলের জন্য যথেষ্ট|চুল আরো বড় হলে উপাদানগুলির পরিমান দ্বিগুন করুন|মাস্কটি কুড়ি মিনিট বসতে দিয়ে মৃদু শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন|

ঘৃতকুমারী জেল

অতিরিক্ত আদ্রতা আপনার চুল কে শুষ্ক করে দেয়| ঘৃতকুমারী, এমন একটি প্রাকৃতিক উপাদান যা আদ্রতা বজায় রেখে আপনার চুল কে ভেতর থেকে সজীব রাখে|

উপকরণ

  • ঘৃতকুমারী জেল তিন টেবিল-চামচ
  • নারকেল তেল তিন টেবিল-চামচ

প্রণালী

একটি বাটির মধ্যে সব উপাদান ঢেলে ভালো করে মেশান| আপনার চুল ও মাথার ত্বকে লাগিয়ে নিন| গভীর ও দ্রুত মাথার ত্বকে প্রবেশ করার জন্য মাথায় একটি গরম তোয়ালে জড়িয়ে নিতে পারেন|তিরিশ মিনিট বসতে দিয়ে মৃদু শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন|

দ্রষ্টব্য: উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ কাঁধ দৈর্ঘ্যের চুলের জন্য যথেষ্ট|লম্বা চুলের জন্য উপাদানগুলির পরিমান দ্বিগুন করুন|

শিকাকাই গুঁড়ো

শিকাকাইএর ছত্রাক বিরুদ্ধ বৈশিষ্ট মাথার ত্বক পরিষ্কার রাখে, স্তরপূর্ণ খুশকি দূর করে, ত্বকের ছিদ্র পরিষ্কার রাখে এবং গভীর থেকে চুলের পুষ্টি যোগায়|

উপকরণ

  • শিকাকাই গুঁড়ো এক টেবিল চামচ
  • নারকেল তেল এক কাপ

প্রণালী

একটি বোতলের মধ্যে নারকেল তেল ঢেলে শিকাকাই গুঁড়ো মেশান| ভালো করে ঝাঁকিয়ে দুই সপ্তাহের জন্য সরিয়ে রাখুন| দুই সপ্তাহের পর আপনার এই শিকাকাই তেল ব্যবহার যোগ্য হবে|

ডিম

আপনার চুল প্রায় আশি শতাংশ কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরী যা আপনার চুলের স্থিতিস্থাপকতা, শক্তি এবং বুনোট নির্ধারণ করে|এই জন্য প্রোটিনে ভরপুর ডিম্ একটি চমৎকার উপাদান ঘরোয়া মাস্ক তৈরিতে|

উপকরণ

  • একটি ডিমের সাদা অংশ
  • এক টেবিল চামচ নারকেল তেল
  • মধু এক চা চামচ

প্রণালী

কুসুম থেকে ডিমের সাদা অংশ আলাদা করে নিন|মধু ও নারকেল তেল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন| ভিজে চুলে খুব ভালো করে লাগিয়ে নিন|আঙুলের ডগা দিয়ে পাঁচ মিনিট ধরে মালিশ করুন এবং তারপর একটি গরম তোয়ালে মাথায় জড়িয়ে নিন| কুড়ি মিনিট রেখে দিন মাথার ত্বক কে তার পুষ্টি শোষণ করে নিতে| ভালো করে মাথা ধুয়ে নিয়ে আলতো করে মুছে নিন| আপনার জানা কোনো রাসায়নিকমুক্ত প্রাচীন ভেষজ হেয়ার মাস্ক রেসিপি থাকলে, আমাদের নিচের মন্তব্য বিভাগে লিখুন!

English summary

পাঁচটি প্রাচীন ভেষজ হেয়ার মাস্ক যা ক্ষতিগ্রস্ত চুল পুনরুজ্জীবিত করে

There is a small time gap between good hair days turning to bad and bad turning to worse, and how fast you reach that point depends on things you do and eat! And as a child lost in the dark, we often grapple with these questions. What triggers hair loss? Does the condition vary from male to female? Are there natural ingredients or homemade hair masks that can revive damaged hair?
Story first published: Monday, December 19, 2016, 11:28 [IST]
X
Desktop Bottom Promotion