For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চিলি চিকেন ঘি রোস্ট রেসিপি

চিলি চিকেন ঘি রোস্ট রেসিপি

Posted By:
|

চিলি চিকেন আর চিকেন রোস্ট, এই দুটিকে যখন এক করে দেওয়া হবে তখন স্বাদের এক তুমুল বিস্ফরণ হবে! কী তাই তো? সেই কারণেই তো আজ অভিনব একটা রেসিপি শেখাতে চলেছি আপনাদের, যাতে চিলি চিকেনও থাকবে, আবার চিকেন রোস্টের স্বাদও পাওয়া যাবে।

নাম শুনেই জিভে জল এসে যাচ্ছে, তাই না?এমনটা হওয়া অস্বাভাবিক নয়। একবার ভাবুন তো সুস্বাদু ক্রিমে ভেজা নরম নরম চিকেনগুলি টাপাটপ গিলছেন আপনি। আর প্রতিটি কামড়েই এক আজব মুগ্ধতা গ্রাস করছে আপনাকে। উফফ! ভাবা যায় না।

যে কোনও উৎসবের দিনে আপনি পরিবেশন করতে পারেন এই পদটি। শুধু সঙ্গে থাকতে হবে ধনে পাতার চাটনি। তাহলেই কেল্লাফতে!

চিলি চিকেন আর চিকেন রোস্ট

পরিবেশন করবেন- ৬ পিস

উপকরণ গোছাতে সময় লাগবে- ২০ মিনিট

বানাতে সময় লাগবে- ২০ মিনিট

উপকরণ:
১. চিকেন- ৬০০ গ্রাম (বোন লেস, ছোট ছোট পিস)
২. দই- ৪ চামচ
৩. ঘি- ৫ চামচ
৪. আদার পেস্ট- ২ চামচ
৫. হলুদ গুঁড়ো- এক চিমটে
৬. চিনি- ১ চামচ
৭. পেঁয়াজ- ১ টা (ছোট ছোট করে খাটা)
৮. নুন- পরিমাণ মতো
৯. কারি পাতা- ৫ টা
১০.শুকনো লঙ্কা- ১০ টা
১১. জিরা- হাফ চামচ
১২. মেথি বীজ- হাফ চামচ
১৩. ধনে বীজ- ১ চামচ
১৪. শুষ্ক নারকেল- ২ চামচ
১৫. মৌরি- হাফ চামচ
১৬. লবঙ্গ- ২ টো
১৭. দারচিনি স্টিক- ২ টো
১৮. লেবুর রস- ১ চামচ
১৯. তেঁতুল পেস্ট- হাফ চামচ

বানানোর পদ্ধতি:
১. মশলাগুলি হালকা আঁচে ভেজে নিন। শুকনো লঙ্কাটা আলাদা করে ভাজতে ভুলবেন না যেন!
২. এবার সবকটি মশলা এক সঙ্গে মিক্স করুন। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন মশলাগুলি যেন পাউডারে পরিণত না হয়।
৩. একটা বাটিতে চিকেনের পিসগুলি নিন। তাতে মিক্স করা মশলাটা মেশান। এবার তাতে যোগ করুন পরিমাণ মতো দই এবং হলুদ গুঁড়ো। কিছু সময়ের জন্য় মংসটা মেরিনেট করুন।
৪. একটা কড়াইয়ে পরিমাণ মতো ঘি নিয়ে গরম করে ফেলুন। তারপর কারি পাতা এবং পেঁয়াজটা দিয়ে দিন তাতে। ঘিতে পেঁয়াজটা ততক্ষণ ভাজুন, যতক্ষণ না পেঁয়াজের রং সোনালি হয়ে যাচ্ছে।
৫. কড়াইয়ে এবার ভাজতে থাকা পেঁয়াজ এবং কারি পাতার সঙ্গে মেরিনেট করা মংসাটা মিশিয়ে দিন। ভালো করে নারাতে থাকুন মাংসটা। অল্প করে জল মেশান এবার। জল মেশানোর সময় সাবধান হবেন। কারণ বেশি জল দিয়ে ফেললে সেটা চিকেনের ঝোল হয়ে যাবে, আর এমনটা তো আমরা চাই না।
৬. এবার নারকেল, তেঁতুলের পেস্ট, চিনি এবং ঘি মিশিয়ে পুনরায় ভাল করে নারাতে থাকুন, যাতে মাংসের মধ্য়ে সব উপকরণ ভাল করে মিশিয়ে যেতে পারে। ইচ্ছা হলে অল্প করে লেবুর রসও মেশাতে পারেন।
৭. সবকটি উপকরণ মেশানোর পর মাংসটা ১০ মিনিট রান্না করুন।
৮. চিলি চিকেন ঘি রোস্ট তৈরি এবার পরিবেশনের জন্য়।

[ of 5 - Users]
English summary

special-chilli-chicken-ghee-roast

'Chilly Chicken' and 'Chicken Roast'- when these two yummy dishes are amalgamated, a Mangalorian delicacy called the 'Chilli Chicken Ghee Roast' recipe can be created.
Story first published: Friday, February 17, 2017, 17:40 [IST]
X
Desktop Bottom Promotion