For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

পাকিস্তানি ভুনা মটন রেসিপি

আজ পাঠানদের রান্নাঘর থেকে এক বিখ্যাত রেসিপির সিক্রেট জেনে আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। এই পদটি বানাতে প্রয়োজন পরবে পাঁঠার মাংসের।

Posted By:
|

আজ পাঠানদের রান্নাঘর থেকে এক বিখ্যাত রেসিপির সিক্রেট জেনে আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। এই পদটি বানাতে প্রয়োজন পরবে পাঁঠার মাংসের। আর বাঙালি যেহেতু মাছের পর কচি পাঁঠার মাংস গলাধকরণ করতেই বেশি পছন্দ করে, তাই এই রেসিপিটি যে বঙ্গ ভজনরসিকদের মনে ধরবে, তা হলফ করে বলতে পারি।

পাকিস্তানি ভুনা মটন বানাতে সময় লাগবে- ১ ঘন্টা

উপকরণ গোছাতে সময় লাগবে- ১০ মিনিট

পরিবেশন করবেন- ১ বাটি

বাঙালি যেহেতু মাছের পর কচি পাঁঠার মাংস গলাধকরণ করতেই বেশি পছন্দ করে

যে যে উপকরণগুলির প্রয়োজন পরবে:
১. পাঁঠার মাংস- ৭৫০ গ্রাম (মাঝারি মাপে কাটা)
২. পেঁয়াজ- ৬ টা (ছোট ছোট করে কাটা)
৩. রসুন- হাফ কাপ
৪. আদা- ৪ ইঞ্চি (কাটা)
৫. দই- ১ কাপ
৬. ধনে পাউডার- ২ চামচ
৭. লঙ্কা গুঁড়ো- ২ চামচ
৮. হলুদ গুঁড়ো- হাফ চামচ
৯. নুন- স্বাদ অনুসারে
১০. তেল- হাফ কাপ
১১. ঘি- ৪ চামচ
১২. ধনে পাতা- ২ চামচ (ভাল করে কাটা)
১৩. শুকনো লঙ্কা- ৬ টা
১৪. তেজ পাতা- ২ টো
১৫. দারচিনি- ২ ইঞ্চি
১৬. জৈত্রী- ১ চামচ
১৭. আজোয়ান- ১ চামচ
১৮. লবঙ্গ- ৫ টা
১৯. এলাচ- ৫ টা
২০. জায়ফল- হাফ চামচ

রান্নার পদ্ধতি:
১. প্রথমে মাংসটা ভাল করে ধুয়ে নিন।
২. একটা প্য়ান নিয়ে তাতে পরিমাণ মতো তেল নিয়ে গরম করুন। যখন দেখবেন তেলটা গরম হয়ে গেছে, তখন তাতে একে একে মশলাগুলি দিয়ে রান্না শুরু করুন।
৩. এবার তাতে আদা-রসুনের পেস্টটা দিয়ে নারাতে থাকুন।
৪. অল্প সময় পরে পেঁয়াজ মেশান। যখন দেখবেন পেঁয়াজটা ভাল করে ভাজা হয়ে গেছে, তখন তাতে আগে থেকে ধুয়ে রাখা মাংসের টুকরোগুলি দিয়ে দিন। ভাল করে নারাতে থাকুন, যাতে মাংসের সঙ্গে মশলাগুলি ঠিক মতো মিশে যাওয়ার সুযোগ পায়।
৫. পরের ধাপ হল দই মেশানো। দইটা দেওয়ার পর স্বাদ অনুসারে নুনও দিয়ে দিন। এবার গমগমে আঁচে মাংসটা রান্না করা শুরু করুন। প্রসঙ্গত, আঁচটা ততক্ষণ এমন রাখুন, যতক্ষণ না দই থেকে জলটা বেরিয়ে যায়।
৬. জলটা বেরতে শুরু করলেই প্য়ানটা চাপা দিয়ে দিন। এবার আঁচটা কমিয়ে মাংসটা রান্না হতে দিন।
৭. মটনট রান্না হয়ে গেলে তাতে ধনে পাউডার, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভাল করে নারাতে থাকুন। যাতে মাংসের সঙ্গে পাউডারগুলি ভাল করে মিশে যেতে পারে।
৮. এবার পুনরায় আঁচটা বাড়িয়ে দিন। অল্প সময় পরে ঘি মেশান।
৯. মাংসের দুদিক থেকে যখন ঘিটা বেরিয়ে আসবে, তখন একবার চেখে দেতে নিন নুন আর ঝালটা ঠিক আছে কিনা।
১০. যখন দেখবেন মাংস এবং গ্রেভিটা খয়েরি রঙের হয়ে গেছে, তখন আঁচটা বন্ধ করে দিন।
১১. পকিস্তানি ভুনা মটন তৈরি। এবার রুটি বা নানের সঙ্গে পরিবেশনের পালা।

[ of 5 - Users]
Read more about: মটন রেসিপি
English summary

আজ পাঠানদের রান্নাঘর থেকে এক বিখ্যাত রেসিপির সিক্রেট জেনে আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। এই পদটি বানাতে প্রয়োজন পরবে পাঁঠার মাংসের।

Pakistani Bhuna Gosht is a mutton preparation that is very popular in Pakistan. Mutton pieces slow cooked in whole spices, chopped onion and ginger garlic is later fried (bhuna) with lots of ghee and garnished with coriander. The mutton pieces when cooked slowly with whole spices, leaves an aromatic flavour and extremely juicy mutton that makes you crave for more.
Story first published: Monday, May 15, 2017, 18:04 [IST]
X
Desktop Bottom Promotion