For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সুস্বাদু মালাই কোফতার প্রণালী : ভিডিও

মালাই কোফতা খেতে যেমন সুস্বাদু, তেমনি এই পদটি বানানোও বেশ সোজা।

Posted By: Super Admin
|

মালাই কোফতা এমন একটা রান্না যেটা কখনও পুরোনো হয়না। এটা যে কোন নিরামিষ খাবারের দোকানে অবশ্যই পাবেন। জিভে জল এনে দেওয়ার মত পনির আর আলুর নরম মালাইয়ের গোলা, আহা! আজ এই অতি জনপ্রিয় খাবারের প্রণালীটা এখানে বলতে চলেছি। এটা ঠিক, রান্নার প্রণালীটা বেশ লম্বা এবং অনেক খুঁটিনাটি খেয়াল রাখতে হয়। কিন্তু শেষের তৈরী খাবার খুবই লোভনীয়! একবার রান্নাটা শিখে নিন, তারপর আর এর জন্য রেস্টরেন্টে দৌঁড়তে হবে না।

কোফতা বানানোর সামগ্রী:
পনির - ২৫০ গ্রাম
মাঝারি মাপের আলু - ২টো (সেদ্ধ করে খোসা ছাড়ানো)
পাউরুটি - ২ টুকরো (চারপাশের শক্ত ভাগটা বাদ দিয়ে)
রসুন - ৪ কোয়া
কিসমিস - ১০টা
কর্ণফ্লাওয়ার - ২ টেবিল চামচ
ময়দা - ২ চা চামচ
জিরের গুঁড়ো - ১/২ চা চামচ
ক্রিম - ৩ কাপ
নুন - স্বাদ অনুযায়ী
গ্রেভি বা ঝোলের জন্য উপাদান:
ঘি - ১ টেবিল চামচ
পেঁয়াজ - ২টো মাঝারি মাপের
আদা - ১/২ ইঞ্চি
রসুন - ৪ কোয়া
টমেটো - ৬টা
শুকনো লঙ্কা - ৩টে
কাঁচালঙ্কা - ২টো
ধনে গুঁড়ো - ২ চা চামচ
জিরে গুঁড়ো - ১/২ চা চামচ
হলুদ গুঁড়ো - ১ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ
কেসরি মেথী - ১ চা চামচ
কাজু ও বেসন বাটা - ৪ কাপ
চিনি - ১ চা চামচ
ক্রিম - ১/২ কাপ

সাজানোর জন্য
গোটা কাঁচালঙ্কা চিরে
আদা কুচি
ধনে পাতা

কোফতা বানানোর পদ্ধতি:
১.পনির ও সেদ্ধ আলু - দুটোই গ্রেটারে ঝিরিঝিরি করে গ্রেট করে নিন। খেয়াল রাখবেন যেন কোন বড় টুকরো না থাকে।
২.পাউরুটির টুকরোগুলো হাত দিয়ে চটকে নিন। এবার পনির আর আলুর সাথে মেশান।

মালাই কোফতা কি করে বানাবেন

৩.এতে এবার কুচনো আদা,নুন ও জিরে গুঁড়ো দিন।
৪.ময়দা ও কর্ণফ্লাওয়ার মিশিয়ে এমন একটা মিশ্রণ বানান, ঠিক যেমন পান্তুয়া বানানোর সময় করেন।
৫.দুই চা চামচের মত মিশ্রণটা খুঁটে বের করুন ও তারপর একটা আঁটসাট গোল্লা বানান।

৬.খেয়াল রাখবেন যেন কোন ফাটল না থাকে বলগুলোতে।
৭.একটু জলে আঙুলগুলো ডুবিয়ে, গোল্লার মাঝে একটা ফুঁটো করুন। এতে এবার ক্রিম ভরুন। তারপর মূল মিশ্রণ থেকে অল্প করে নিয়ে মুখটা বন্ধ করে দিন।

৮.আবার ভাল করে গোল্লা পাকিয়ে বল বানিয়ে দিন।
৯.একটা খালি থালায় কর্ণফ্লাওয়ার নিন। বলগুলো এতে গড়িয়ে আর একদিকে রেখে দিন।
১০.পুরো মিশ্রণটাকে এরকম গোল্লা করে নিন। এরপর এগুলো ১০-১৫মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন।

গ্রেভি বা ঝোল বানানোর পদ্ধতি:
১.কড়াইয়ে ১ টেবিল চামচ সমান ঘি দিন। এতে কুচনো আদা ও রসুন দিন। হালকা সোনালি রঙ ধরা অবধি ভাজুন।
২.এবার এতে শুকনো লঙ্কা দিন। কুচনো পেঁয়াজ দিয়ে সোনালি করে ভাজুন। এতে এবার জিরে গুঁড়ো দিয়ে আর ২ মিনিট মত ভাজুন।
৩.এতে অল্প জল দিয়ে মশলাটা ভাল করে কসান।

৪.হয়ে এলে, এবার এতে কাজু ও বেসনের মিশ্রণটা দিন। যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ভাজুন।
৫.টমেটো বেটে এবার এই মিশ্রণে মেশান। এতে এবার কেসরি মেথী ও চিনি দিন। একটু ফুটতে দিন।
৬.এরমধ্যে এক সময় কোফতাগুলো হালকা তেলে ভেজে তুলে রাখুন। খেয়াল রাখবেন, তেলটা যেন মাঝারি রকমের গরম থাকে। এক একবারে দুটোর বেশি কোফতা তেলে দেবেন না, কারণ তাহলে আটকে যেতে পারে বা ফেটে যেতে পারে। সোনালি রঙ হওয়া অবধি ভাজুন।

৭.ঝোলের মশলাটা থেকে এতক্ষণে ঘি ছাড়তে শুরু করেছে দেখবেন। এতে এবার লাল লঙ্কাগুঁড়ো,হলুদ ও নুন দিন।
৮. কিছু ধনে পাতা দিন ছিঁড়ে। রান্না হতে দিন।
৯. জল দিন মেপে এবং যতক্ষণ না ঝোলটা ঠিক মাত্রায় ঘন হচ্ছে, ফুটতে দিন মিনিট পাঁচেক মত।
১০.এবার একটু ক্রিম মেশান,আবার ফুটতে দিন।

১১.এবার ওপরে শুকনো ফল দিয়ে মিশিয়ে দিন ভাল করে।
১২.পরিবেশনের জন্য একটা থালায় কোফতাগুলো সাজান। এবার ওপর থেকে এই ঝোলটা ঢেলে দিন।
১৩.গোটা কাঁচালঙ্কা চিঁড়ে, কুচনো আদা ও ধনে পাতা দিয়ে সাজান।
১৪.এতে একটু জিরের গুঁড়ো ছড়ান ও ক্রিম দিন। গরম রুটি বা নানের সাথে এটা পরিবেশন করুন।

[ of 5 - Users]
WHAT OTHERS ARE READING
Read more about: পনির আলু
English summary

মালাই কোফতা কি করে বানাবেন। মালাই কোফতা বানানোর ধাপে ধাপে বর্ণনা। মালাই কোফতা বানানোর সামগ্রী

Malai kofta is one recipe that never goes out of fashion. It is invariably the most ordered vegetarian dish when you go to restaurants.
X
Desktop Bottom Promotion