For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মায়ের পেটে থাকাকালীন শিশুর পদাঘাত নিয়ে কিছু ধারণা

বাচ্চারা কখন লাথি মারে জানা আছে? জানতে পড়ুন এই প্রবন্ধটি।

By Nayan Munshi
|

গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গেই ভাবী মায়েদের জীবনে এক নতুন অধ্য়ায়ের সূচনা হয়। সে সময় হতে থাকে এমন কিছু অভিজ্ঞতা যা কখনও ভোলার নয়। প্রেগন্য়ান্সির সময় মায়েরা পেটের ভেতরে কী যেন নরছে এমন অনুভব করেন। আসলে পেটের মধ্য়ে থাকা ছোট্ট শিশুটি মাঝে মধ্য়ে ঘোরাফেরা করার কারণেই এমনটা মনে হয়।

মায়ের পেটে থাকাকীলন বাচ্চার এমন লাথি মারার বিষয়ে চলুন জেনেনি এমন কিছু জিনিস, যা পড়তে পড়তে আপনি অবাক হতে বাধ্য়।

১.

১.

একবার মা হয়ে গেছেন যারা, তারা দ্বীতিয়বার অনেক আগে থেকেই বাচ্চার পাদাঘাত অনুভব করতে পারেন। মূলত সচেতনতা বেড়ে যাওয়ার কারণই এমনটা হয়।

২.

২.

প্রথম প্রেগন্য়ান্সির সময় সাধারণত ১৮-২৪ সপ্তাহ পেরিয়ে গেলে মায়েরা তার পেটে বাচ্চার পদাঘাত বুঝতে শুরু করেন।

৩.

৩.

কী খাচ্ছেন তার উপরও নির্ভর করে কখন আপনার বাচ্চা লাথি চালাবে। কারণ অপনি যত পুষ্টিকর খাবার খাবেন, তত আপনার বাচ্চা চাঙ্গা হয়ে উঠবে। ফলে নড়াচড়াও অনেক বেশি করে করবে।

৪.

৪.

চিকিৎসকের পরামর্শ মতো প্রতি ঘন্টায় বাচ্চার পদাঘাত বা নড়াচড়ার দিকে খেয়াল রাখুন।

৫.

৫.

সাধারণত কিছু খাওয়া বা পান করার পরেই পেটের মধ্য়ে নড়াচড়া অনুভব করেন মায়েরা। অনেক সময় শরীরচর্চা করার পরেও এমনটা অনুভূত হয়।

৬.

৬.

৩৬ মাসের পর থেকে বাচ্চার লাথি মারা অনেক কমে যায়। বাচ্চা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণ সে আর নড়াচড়া করতে পারে না। ফলে লাথি মারাও অনেক কমে যায়।

৭.

৭.

প্রেগন্য়ান্সির সময় চিকিৎসকের থেকে জেনে নেবেন কীভাবে শুতে হয়। মায়ের ঘুমানেরা সময় গর্ভ যাতে ঠিক অবস্থায় থাকতে পারে সেদিকে খেয়াল রাখাটা খুব জরুরি।

English summary

বাচ্চার লাথি মারা নিয়ে কিছু অন্য় রকমের তথ্য়।

Pregnancy opens up a new world of experiences to any woman and some of them could be sweet and memorable for a lifetime.
Story first published: Friday, January 13, 2017, 14:30 [IST]
X
Desktop Bottom Promotion