For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সুস্থ থাকতে পুরুষদের খেতেই হবে এই খাবারগুলি!

অ্যামন্ড বা কাঠবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাই তো দিনে ৮-১০ টা বাদাম খেলে শরীরের প্রয়োজনীয় প্রোটিনের ঘাটতি সহজেই মিটে যায়।

By Swaity Das
|

সকালে চোখ খুলেই চা বিস্কুট, তারপর থলি হাতে বাজার। আর বাজার থেকে ফিরে কোনওরকমে নাকে মুখে গুঁজে অফিসে দৌড়। এর ওপর আবার সংসারের চিন্তা, ব্যাঙ্কের লোন, পুজোর খরচ, সবকিছু নিয়ে মানসিক দিক থেকেও আপনি একেবারে নাজেহাল, তাই তো!

সবদিক সামলাতে গিয়ে বাড়ির কর্তাকে জীবন থেকে অনেককিছুই বাতিল করে দিতে হয়। কারণ বেশিরভাগেরই বিশ্বাস, এই আত্মত্যাগের বদলে প্রিয়জনের মুখে হাসি ফুটবে। কিন্তু কখনও ভেবে দেখেছেন, আপনার কিছু হয়ে গেলে আপনার প্রিয়জনদের কি হবে? তখন কি সত্যিই পারবেন, সাহায্যের, সহানুভূতির হাত বাড়িয়ে দিতে? তাই এখন থেকে সকলের সঙ্গে নিজেরও যত্ন নিন। আর কিভাবে খেয়াল রাখবেন নিজের? সেই উত্তর আজ দেবে বোল্ডস্কাইয়ে এই বিশেষ প্রতিবেদন।

সুস্থ থাকার চাবিকাঠি লুকিয়ে রয়েছে কিছু খাবারের মধ্যে। তাই তো রোগমুক্ত জীবন পেতে পুরুষদের প্রতিদিন এই খাবারগুলির কোনওটা খেতেই হবে!

১. কাঠবাদাম:

১. কাঠবাদাম:

অ্যামন্ড বা কাঠবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাই তো দিনে ৮-১০ টা বাদাম খেলে শরীরের প্রয়োজনীয় প্রোটিনের ঘাটতি সহজেই মিটে যায়।

২. সয়াবিন:

২. সয়াবিন:

এতে রয়েছে প্রচুর পরিমাণে আইরন, যা হাড়কে শক্তপোক্ত রাখতে বিশেষ ভূমিকা নেয়। তাই তো নিয়মিত সয়াবিন খেলে বুড়ো বয়সে গিয়ে কোনও ধরনের হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে থাকে না বললেই চলে।

৩. টমাটো:

৩. টমাটো:

টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন সি এবং ফাইবার। এই উপাদানগুলি নানাবিধ রোগের হাত তেকে বাঁচানোর পাশাপাশি হজম ক্ষমতার উন্নতিতে সাহায্য করে।

৪. পেস্তাবাদাম:

৪. পেস্তাবাদাম:

এতেও রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা হার্ট ভাল রাখতে সাহায্য করে এবং শরীরে উপকারি কোলেস্টেরলের ঘাটতি দূর করতে বিশেষ ভূমিকা নেয়।

৫. বাঁধাকপি:

৫. বাঁধাকপি:

বাঁধাকপির মধ্যে আছে ভিটামিন কে, যা হার্টের পাশাপাশি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গের কর্মক্ষমতা বাড়াতে কাজে লাগে। তাই তো নিয়মিত বাঁধাকপির নানা পদ খেলে শরীরে বয়সের ছাপ পরতেই পারে না।

৬.কমলালেবু:

৬.কমলালেবু:

কমলালেবুর মধ্যে ভিটামিন বি-৯ রয়েছে। ফলে কমলালেবু কাঁচা অবস্থায় খেলে অথবা এর রস নিয়ম করে পান করলে সারা শরীরে রক্ত প্রবাহ সঠিক থাকে। সেই সঙ্গে এতে উপস্থিত ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

৭. রাঙা আলু:

৭. রাঙা আলু:

রাঙা আলুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা এতটা বাড়িয়ে দেয় যে কোনও রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না। সেই সঙ্গে সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায়।

৮.কাবলি ছোলা:

৮.কাবলি ছোলা:

এতে রয়েছে বিপুল পরিমাণে ফাইবার এবং ভিটামিন ৬, যা হজম ক্ষমতা বাড়াতে এবং শরীরকে সবদিক থেকে সুরক্ষিত রাখতে সাহায্য় করে।

৯. কিউই:

৯. কিউই:

আমরা অনেকেই এই ফলটির নাম জানি না বা দেখলেও হয়তো চিনতে পারবো না। তাই একান্ত যদি পেয়েই জান, তাহলে একবার খেয়ে দেখতে পারেন। কারণ কিউই-এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা সারা শরীরে রক্তের প্রবাহ ঠিক রাখার পাশাপাশি ক্লান্তি দূর করতেও সাহায্য করে।

 ১০. সূর্যমুখী বীজ:

১০. সূর্যমুখী বীজ:

নিয়মিত এই প্রকৃতিক উপাদান ভাজা হিসেবে খাওয়া খুব উপকারি। কেন জানেন? কারণ সূর্যমুখী ফুলের বীজ রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং নানাবিধ শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট, যা ক্য়ান্সারের মতো রোগকে য়েমন আটকায়, তেমনি হার্টের স্বাস্থ্যের উন্নতিতেও বিশেষ ভূমিকা নেয়।

১১. সরষে দানা:

১১. সরষে দানা:

এতে রয়েছে ফলেট থাকে নামে একটি উপাদান, যা ওজন কমাতে সাহায্য করে। সেই সঙ্গে আরও নানা উপকারে লাগে। সেই কারণেই তো সরষের তেলে রান্না করা খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

১২. তরমুজ

১২. তরমুজ

এই ফলটির শরীরজুড়ে রয়েছে পটাশিয়াম। এই উপাদনটি এনার্জির ঘাটতি দূর করার পাশাপাশি ক্য়ান্সার রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা নেয়। প্রসঙ্গত, একটি গবেষণায় দেখা গেছে নিয়মিত তরমুজ খাওয়া শুরু করলে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়।

১৩. ডাল:

১৩. ডাল:

একথা নিশ্চয় জানা আছে, যে স্বাস্থ্যের যত্নে যেকোনও ধরনের ডালই খুব প্রয়োজনীয় একটি খাবার। আসলে এতে উপস্থিত প্রোটিন শরীরের যত্নে খুবই নানাভাবে সাহায্য করে থাকে।

১৪. ছানা:

১৪. ছানা:

দুধ থেকে তৈরি এই খাবারটি নিয়মিত খেলে মাংসপেশি দৃঢ় হয়,সেই সঙ্গে শরীরে প্রোটিনের ঘাটতিও দূর হয়। তাই যারা মাছ-মাংস খেতে খুব একটা ভালবাসেন না, তারা ছানার সাহায্য় নিতে পারেন। এমনটা করলে দেখবেন দারুন ফল মিলবে।

১৫. রসুন:

১৫. রসুন:

এতে উপস্থিত অ্যালিসিন নামক উপাদান জীবাণুনাশক হিসাবে কাজ করে। শুধু তাই নয়, হার্ট এবং স্নায়ুর যত্নেও এই উপাদানটির কোনও বিকল্প হয় না বললেই চলে।

১৬. কুমড়ো:

১৬. কুমড়ো:

এই সবজিটির শরীরে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, যা হাড়কে শক্ত করতে এবং সার্বিরভাবে শরীরের কর্মক্ষমতা এবং জোর বাড়াতে দারুন কাজে আসে।

Read more about: রোগ শরীর
English summary

সুস্থ থাকার চাবিকাঠি লুকিয়ে রয়েছে কিছু খাবারের মধ্যে। তাই তো রোগমুক্ত জীবন পেতে পুরুষদের প্রতিদিন এই খাবারগুলির কোনওটা খেতেই হবে!

The major difference between the male body and the female body is that the muscle mass in the male body is higher than that in females. Thus, foods rich in proteins are a must for men. The calorie count also needs to be higher for them depending on their level of physical activity. Since they need more protein, they would require certain additional vitamins and minerals to digest it.
Story first published: Tuesday, September 19, 2017, 18:27 [IST]
X
Desktop Bottom Promotion