For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অ্যালকোহল সম্বন্ধে আটটি সঠিক তথ্য

By Tulika Ghoshal
|

অ্যালকোহল এমন একটি উপাদান, যা কেউ না করতে পারে না| অ্যালকোহল পান করা শরীরের পক্ষে ক্ষতিকারক কিন্তু তার মানে এই নয় যে, যারা এটি পান করতে ভালোবাসে তারা এটিকে ত্যাগ করবে! অ্যালকোহল মানুষের শ্রেষ্ঠ বন্ধু| অ্যালকোহল পান করতে বসলে তারা বাকি দুনিয়ার কথা ভুলে যায়|

অনুরূপভাবে, সিগারেটেও সেই এক গল্প| আজ, বোল্ডস্কাই আপনার সঙ্গে অ্যালকোহলের কিছু সঠিক তথ্য শেয়ার করবে | আমরা আপনাকে সেই দিনগুলোয় ফিরিয়ে নিয়ে যেতে চাই, যখন শুদ্ধ অ্যালকোহল জলের বিকল্প হিসেবে বলা হত|

যাইহোক, আজকের দিনকাল পাল্টে যাওয়াতে আমাদের শারীরিক বিশেষজ্ঞরা অ্যালকোহল পুরোপুরি ত্যাগ করার পরামর্শ দিয়ে থাকেন যাতে আমরা অনেকদিন সুস্থ্যভাবে বাঁচতে পারি| তাহলে আপনি কিসের অপেক্ষায় আছেন, আসুন দেখে নিন অ্যালকোহল সম্বন্ধে কিছু অদ্ভুত তথ্য|

এটি নিশ্চিতভাবে মৃত্যু ঘটায়

এটি নিশ্চিতভাবে মৃত্যু ঘটায়

আপনি কি জানেন, অ্যালকোহল প্রতি দশ সেকেন্ডে পৃথিবীতে কারোর না কারোর মৃত্যু ঘটায়| এটি কারোর প্রাণ নেওয়ার জন্যে যথেষ্ট ক্ষমতাবান|

শোষণ

শোষণ

যে কারণে ডাক্তাররা অ্যালকোহল খেতে নিষেধ করে থাকেন, তা হল অ্যালকোহল হজম হয়না| যদিওবা, এটি সরাসরি রক্তধারায় শোষিত হয়|

ক্ষতিকারক হয়ে ওঠে

ক্ষতিকারক হয়ে ওঠে

অ্যালকোহল আপনাকে কিছু ভুলিয়ে দেয়না| আপনি যখন অতিরিক্ত মদ্যপান করেন, আপনার মস্তিষ্ক কিছুক্ষনের জন্যে স্মৃতি তৈরী করার ক্ষমতা হারিয়ে ফেলে| এটি প্রকৃত ঘটনা মদ এবং মদ্যপান বিষয়ে|

ব্লু আইড বয়

ব্লু আইড বয়

আপনার যদি কোনও সাথির নীল চোখ হয়, জেনে রাখবেন তার অ্যালকোহল পান করার সামর্থ বেশি| এটি বলা হয় যে যাদের নীল চোখ হয় তাদের অ্যালকোহল পান করার ক্ষমতা বেশি, যেটা কিনা একটি সঠিক তথ্য|

ফেনাময় বিয়ার

ফেনাময় বিয়ার

বিয়ার ২০১৩ শাল পর্যন্ত মদ্য পানিও বলে মানা হত না| নিঃস্বন্দেহে, অসংখ ছেলে মেয়েরা এই ফেনাময় পানিওর স্বাদ যখনতখন উপভোগ করত|

গ্লাস

গ্লাস

আপনি আপনার ড্রিঙ্ক বেশি আনন্দ সহকারে উপভোগ করতে পারেন যখন সেটা সুন্দর কাঁচের গ্লাসে পরিবেশন করা হয়| আসল কথা হল মানুষ, অ্যালকোহল অনেক ধীরে ধীরে পান করে যদি তাদেরকে গোল গ্লাসের বদলে সোজা গ্লাসে পরিবেশন করা হয়| কি অদ্ভুত ব্যাপার!!

মৃত্যু

মৃত্যু

মাদক এবং উশৃঙ্খল জীবনযাপন ছাড়া, অন্য যে কারণে অনেক রকস্টার জীবনে ব্যর্থ হয়েছেন, সেটা হল এই অ্যালকোহল| এই পানীয় অনেক শিল্পীর জীবন ছারখার করে দিয়েছে এবং তাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে|

English summary

অ্যালকোহলের সঠিক তথ্য | অ্যালকোহল পান করার তথ্য | অ্যালকোহল পান করা

Alcohol is one ingredient that nobody can say no to. Consumption of alcohol is bad for heath but this does not mean that those who have fallen in love with it will stop! Alcohol is in one way or the other, man's best friend. When a man sits with his drink he forgets about the rest of the world.
Story first published: Monday, December 5, 2016, 9:05 [IST]
X
Desktop Bottom Promotion