For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আখরোট ফেস স্কার্বের গুণাগুণ

ত্বক ভালো রাখতে আখরোট ফেস স্কর্বের কোনও বিকল্প নেই। পড়ুন এই প্রবন্ধটি।

By Nayan Munshi
|

এটা তো একটা ফল, তাই না? নিশ্চয়! কিন্তু আপনাদের কি জানা আছে ত্বক ভালো রাখতে আখরোটের কোনও জুড়ি নেই। তাই প্রতিদিন যদি আখরোট ফেস স্কার্ব ব্য়বহার করতে পারেন, তাহলে দেখবেন অল্প দিনেই আপনার ত্বক কেমন সুন্দর হয়ে উঠছে। এখন প্রশ্ন কীভাবে ব্য়বহার করবেন এটি? জানতে ঝটপট পড়ে ফেলুন এই লেখাটি।

বেশিরভাগ মহিলাই ত্বক ভালো রাখতে কেবল ক্লিনসিং এবং টোনিং-এর উপরই ভরসা রাখেন। কিন্তু এটা কি আপনাদের জানা আছে, যে সপ্তাহে অন্তত একবার যদি স্কার্ব না করেন, তাহলে ত্বক ধীরে ধীরে তার সৌন্দর্য হারাতে শুরু করে। কারণ একমাত্র স্কার্বিং করলেই ত্বকের উপরিভাগে জমে থাকা মৃত কোষ উঠে যায়, ফলে ত্বক স্বাভাবিক ভাবেই উজ্জ্বল হতে শুরু করে।

আখরোটের স্কার্ব খুব সহজেই পাওয়া যায়। আর শুনলে খুশি হবেন এর দাম বাজার চলতি অন্য় স্কার্বের থেকে এতটাই কম যে আপনার স্কিন কেয়ার বাজেটের মধ্য়ে আরাম সে চলে আসবে। তাহলে অপেক্ষা কিসের! ত্বককে সুন্দর এবং উজ্জ্বল করতে আজ থেকেই কাজে লাগিয়ে দিন না আখরোটকে।

কীভাবে আখেরাট স্কার্ব ত্বককে ভালো রাখে সে ব্য়পারেই এবার আলোচনা করা হল।

১. ত্বকের নিষ্প্রভতা দূর করে:

১. ত্বকের নিষ্প্রভতা দূর করে:

ডাল স্কিন যে কোনও মহিলারই সবথেকে বড় দুশ্চিন্তার কারণ। কারণ এমন সমস্য়া থাকলে সব সময়ই কেমন যেন ক্লান্ত দেখতে লাগে। সেই সঙ্গে মেকআপ করলেও তেমন একটা ঔজ্জ্বলতা পাওয়া যায় না। তাহলে উপায়?আজ থেকেই আখেরাট ফেস স্কার্ব লাগান মুখে। অল্প দিনেই পরিবর্তন চোখে পড়বে দেখবেন!

২. ট্য়ান্ড স্কিন ভালো করে:

২. ট্য়ান্ড স্কিন ভালো করে:

সূর্যালোক, পরীবেশ দূষণ এবং আরও নানা কারণে মহিলা মহলে ট্য়ান্ড স্কিনের সমস্য়া যেন ক্রমাগত বাড়ছে। ফলে ত্বক হারাচ্ছে তার সৌন্দর্য। চিন্তা নেই, উপায় আছে হাতের কাছেই। আজ থেকেই মুখে লাগাতে শুরু করুন আখরোট স্কার্ব।

৩. ব্রণর সমস্য়া কমায়:

৩. ব্রণর সমস্য়া কমায়:

দিনের পর দিন ময়লা জমার কারণই মূলত ব্রণর সমস্য়া দেখা দেয়। তাই আপনি যদি প্রতিদিন ত্বকের ময়লা ঠিক মতো পরিষ্কার করেন, তাহলেই দেখবেন ব্রণর সমস্য়া আর হচ্ছে না। আর এই কাজে আপনার বন্ধু হতে পারে আখরোট ফেস স্কার্ব।

৪. মৃত ত্বক জমতে দেয় না:

৪. মৃত ত্বক জমতে দেয় না:

উজ্জ্বল ত্বক পেতে চান? তাহলে আজ থেকেই স্কার্ব ব্য়বহার শুরু করুন। কারণ এমনটা করলে ত্বকের উপরিভাগে জমতে থাকা মৃত কোষগুলি ঝড়ে পড়ে যায়, ফলে ত্বক তার হারানো সৌন্দর্য ফিরে পায়। আর এই কাজে আখরোট স্কার্বের কোনও বিকল্প আছে বলে তো মনে হয় না।

৫. ব্ল্য়াকহেডস দূর করে:

৫. ব্ল্য়াকহেডস দূর করে:

এটাও এমন সমস্য়া যা থেকে মহিলারা দূরে থাকতে পারেন না। কম-বেশি সকলেরই হয় নাকে, নয়তো মুখের অন্য় জায়গায় ঘর বানায় এই ব্য়াকহেডসরা। আর এদের দূর করতে আখরোট স্কার্ব দারুন কাজে আসে। শুনলে আবাক হয়ে যাবেন, একবার মাত্র এই স্কার্ব ব্য়বহার করলেই কমতে শুরু করে এই সমস্য়া।

৬. ফাটা ত্বকের সমস্যা দূর করে:

৬. ফাটা ত্বকের সমস্যা দূর করে:

কিছু কারণে প্রায়শই ত্বক ফেটে যায়। এমনটা হলে যে খুব সুন্দর দেখতে লাগে, এমন নয় যদিও। আপনিও যদি ফাটা ত্বকের সমস্য়ায় ভুগছেন? তাহলে আজ থেকেই ত্বকে লাগাতে শুরু করুন এই স্কার্ব।

English summary

ত্বক ভালো রাখতে আখরোট ফেস স্কার্ব।

We bet you all have seen some or the other walnut face scrubs in the markets. But why should you use a walnut face scrub often? If you'd like to know the beauty benefits of using walnut scrubs, continue reading.
Story first published: Wednesday, January 11, 2017, 11:32 [IST]
X
Desktop Bottom Promotion