For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কীভাবে হেয়ার কালার অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন?

হেয়ার কালার অনেক দিন পর্যন্ত এক রকম রাখার সহজ উপায়!

|

নিত্য নতুন হেয়ার কালার করতে কে না চায়। কিন্তু সমস্যা তো একটা জায়গাতেই। চুলে রং করার পর কয়েক দিন যেতে না যেতেই তা ফেড হতে শুরু করে। ফলে এবরো খেবরো চুলের কালার নিয়ে স্টাইল যায় বিগড়ে! তাই তো কেতাদুরন্ত দেখাতে আবার গেঁটের কড়ি খরচা করে কালার করতে হয় চুল। ফলে খুরচ বাড়ে। এই সমস্য়া থেকে বাঁচাতেই তো এই লেখায় এমন কিছু পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল, যা অনুসরণ করলে অনেক দিন পর্যন্ত চুলর রং যে- কে-সেই থেকে যাবে, ফেড হওয়ার নামই নেবে না।

কোনও পার্লারে না গিয়ে নিজেই নিজের চুল রং করতে পারেন, ক্ষতি নেই। ভাববেন না এটা খুব কঠিন কাজ। শুধু কতগুলি বিষয় মাথায় রাখবেন হেয়ার কালার করার সময়। তাহলেই কেল্লাফতে!

তাহলে অপেক্ষা কিসের! চলুন জেনে নেওয়া যাক হেয়ার কালার দীর্ঘদিন এক রাখার সহজ কিছু পদ্ধতি সম্পর্কে।

১. ঠিক প্রডাক্টটা বাছুন:

১. ঠিক প্রডাক্টটা বাছুন:

হেয়ার কালার করার সময় ভালো ভাবে পরখ করে কিনবেন। দেখে নেবেন তাতে এমন কোনও উপাদান নেই তো যা থেকে অ্যালার্জি হতে পারে। প্রয়োজনে কালারটা চুলে লাগানোর আগের রাতে হাতে একটু লাগিয়ে নেবেন। এমনটা করলে বুঝে যাবেন ওই কালার থেকে আপনার অ্যালার্জি হওয়ার আশঙ্কা আছে কিনা।

২. শেম্পু করুন বুঝে:

২. শেম্পু করুন বুঝে:

চুলে কালার করার পর সেইসব শেম্পুই চুলে লাগাবেন, যেটি কালার চুলে লাগানোর জন্য় বিশেষভাবে তৈরি করা হয়েছে। সাধারণ শেম্পু ব্য়বহার করলে রং তাড়াতাড়ি ফেড হয়ে যায়। তাই যদি চান অনেক দিন পর্যন্ত চুলের কালার একই ধরনের রাখতে, তাহলে কিন্তু এই নিয়মটি মেনে চলতেই হবে।

৩. কন্ডিশানার লাগাতে ভুলবেন না:

৩. কন্ডিশানার লাগাতে ভুলবেন না:

শেম্পু করার পর কন্ডিশনার লাগাতে ভুলবেন না। এমনটা করলে চুলের রং দীর্ঘদিন পর্যন্ত এক থাকবে।

৪. চুল ড্রাই করতে প্রাকৃতিক পদ্ধতি:

৪. চুল ড্রাই করতে প্রাকৃতিক পদ্ধতি:

অনেকেই চুল শোকাতে নানা ধরনের মেশিন ব্য়বহার করে থাকেন। এই অভ্য়াসের কারণেও কিন্তু চুলের রং ফেড হয়ে যায়। তাই ড্রায়ার ব্য়বহার না করে চুলকে আপনা আপনিই শুকতে দিন। এতে হয়তো চুল শুকতে একটু সময় লাগবে, কিন্তু হেয়ার কালার টিকে যাবে অনেক দিন!

৫. ঠান্ডা জল দিয়ে চুল ধোবেন:

৫. ঠান্ডা জল দিয়ে চুল ধোবেন:

স্নান করার সময় গরম জল দিয়ে স্নান করতেই পারেন। কিন্তু সেই জল যেন চুলে না লাগে। কারণ গরম জল হেয়ার ফলিকেলসগুলিকে খুলে দেয়। ফলে রং তাড়াতাড়ি ফেড হতে শুরু করে। তাই তো ঠান্ডা জল চুলে লাগানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

৬. ট্রিম:

৬. ট্রিম:

কিছু সময় অন্তর অন্তর চুল ট্রিম করতে ভুলবেন না। এমনটা করলে চুলের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি হেয়ার কালারও অনেক দিন পর্যন্ত থেকে যাবে। প্রসঙ্গত, অনেক দিন পর পর চুল কাটলে চুলের নিচের দিকটা ফাটতে শুরু করে। ফলে দেখতে খুব খারাপ লাগে।

Read more about: চুল
English summary

কীভাবে হেয়ার কালার অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন?

Each one of us at some point of time in our lives wants to experiment with new hair colours. Most of us go to the salon; but if you're trying to save some money, you would prefer to do it yourself. We will tell you how to make your hair colour last longer. Colouring your hair by yourself is not as easy as it sounds. But it does not mean that you need to be scared of venturing into the world of colouring your hair by yourself. There are just certain things that you need to keep in mind when colouring your hair all by yourself.
Story first published: Saturday, February 11, 2017, 12:10 [IST]
X
Desktop Bottom Promotion